Breaking




Sunday, 2 November 2025

কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা PDF | Sports Persons & Their Belonging State pdf

কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা PDF | Sports Persons & Their Belonging State pdf

কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা
কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা
নমস্কার বন্ধুরা,
আমরা কমবেশি সকলেই খেলা দেখতে বা খেলতে ভালবাসি। আমাদের সকলেই কেউ না কেউ পছন্দের খেলোয়াড় আছে। যাদের খেলা আমাদের খুবই পছন্দের। তাই আজকের পোস্টটি সকল খেলা প্রেমিদের জন্য এবং যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য। আজকের পোস্টটি হল,কে কোন রাজ্যের খেলোয়াড় তালিকা PDF পোস্টটি সাধারণ জ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
      সুতরাং আর কোন রকম সময় নষ্ট না করে তোমরা গভীর আগ্রহের সঙ্গে জেনে নাও কোন খেলোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত এবং তারা কোন রাজ্যের বাসিন্দা । নীচে কিছু নমুনা আকারে দেওয়া হল, সম্পূর্ণ PDF এর লিঙ্ক নীচে দেওয়া আছে। সেইখানে ক্লিক করে ডাউনলোড করে নাও । 

কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা তালিকা


খেলোয়াড় খেলা রাজ্য
নীরজ চোপড়া জ্যাভেলিন থ্রো হরিয়ানা
বজরং পুনিয়া কুস্তি হরিয়ানা
সুশীল কুমার কুস্তি দিল্লী
পি. ভি. সিন্ধু ব্যাডমিন্টন তেলেঙ্গানা
কপিল দেব ক্রিকেট পাঞ্জাব
সৌরভ গাঙ্গুলি ক্রিকেট পশ্চিমবঙ্গ
বাইচুং ভুটিয়া ফুটবল সিকিম
সুনীল ছেত্রী ফুটবল তেলেঙ্গানা
মৌমা দাস টেবিল টেনিস পশ্চিমবঙ্গ
সাইনা নেহয়াল ব্যাডমিন্টন হরিয়ানা
সমীর বর্মা ব্যাডমিন্টন মধ্যপ্রদেশ
সানিয়া মির্জা টেনিস মহারাষ্ট্র
মহেশ ভুপতি টেনিস চেন্নাই
ধ্যানচাঁদ হকি উত্তরপ্রদেশ
মেরী কম বক্সিং মনিপুর
অনুপ কুমার কাবাডি হরিয়ানা
মিলখা সিং দৌড় পাঞ্জাব
অভিনভ সিং বিন্দ্রা শুটার উত্তরাখণ্ড
অনির্বাণ লাহিড়ী গলফ পুনে
বিশ্বনাথ আনন্দ দাবা তামিলনাড়ু

কে কোন রাজ্যের খেলোয়াড় প্রশ্ন উত্তর

প্রশ্নঃ মেরি কম কোন রাজ্যের বাসিন্দা?
উঃ মণিপুর

প্রশ্নঃ বাইচুং ভুটিয়া কোন রাজ্যের বাসিন্দা?
উঃ সিকিম

প্রশ্নঃ নীরজ চোপড়া কোন রাজ্যের বাসিন্দা?
উঃ হরিয়ানা

প্রশ্নঃ দীপিকা কুমারী কোন রাজ্যের বাসিন্দা?
উঃ ঝাড়খণ্ড

প্রশ্নঃ পি. ভি. সিন্ধু কোন রাজ্যের বাসিন্দা?
উঃ তেলেঙ্গানা

প্রশ্নঃ সাইনা নেহওয়াল কোন রাজ্যের বাসিন্দা?
উঃ হরিয়ানা

প্রশ্নঃ এম. এস. ধোনি কোন রাজ্যের বাসিন্দা?
উঃ ঝাড়খণ্ড

প্রশ্নঃ বিরাট কোহলি কোন রাজ্যের বাসিন্দা?
উঃ দিল্লি

প্রশ্নঃ রোহিত শর্মা কোন রাজ্যের বাসিন্দা?
উঃ মহারাষ্ট্র

প্রশ্নঃ সানিয়া মির্জা কোন রাজ্যের বাসিন্দা?
উঃ তেলেঙ্গানা

প্রশ্নঃ হিমা দাস কোন রাজ্যের বাসিন্দা?
উঃ অসম

প্রশ্নঃ দ্যুতি চাঁদ কোন রাজ্যের বাসিন্দা?
উঃ ওড়িশা

প্রশ্নঃ অভিনব বিন্দ্রা কোন রাজ্যের বাসিন্দা?
উঃ পাঞ্জাব

প্রশ্নঃ রাজ্যবর্ধন সিং রাঠোর কোন রাজ্যের বাসিন্দা?
উঃ রাজস্থান

প্রশ্নঃ মিতালি রাজ কোন রাজ্যের বাসিন্দা?
উঃ হায়দরাবাদ (তেলেঙ্গানা)

প্রশ্নঃ কেএল রাহুল কোন রাজ্যের বাসিন্দা?
উঃ কর্ণাটক

প্রশ্নঃ রবীন্দ্র জাডেজা কোন রাজ্যের বাসিন্দা?
উঃ গুজরাট

প্রশ্নঃ সুনীল ছেত্রী কোন রাজ্যের বাসিন্দা?
উঃ মণিপুরে জন্ম, বর্তমানে দিল্লি

প্রশ্নঃ রানি রামপাল কোন রাজ্যের বাসিন্দা?
উঃ হরিয়ানা

প্রশ্নঃ পি. টি. উষা কোন রাজ্যের বাসিন্দা?
উঃ কেরালা

প্রশ্নঃ দিলীপ তির্কি কোন রাজ্যের বাসিন্দা?
উঃ ওড়িশা

প্রশ্নঃ রবি কুমার দাহিয়া কোন রাজ্যের বাসিন্দা?
উঃ হরিয়ানা

প্রশ্নঃ ললিতা বাবর কোন রাজ্যের বাসিন্দা?
উঃ মহারাষ্ট্র

প্রশ্নঃ মনু ভাকের কোন রাজ্যের বাসিন্দা?
উঃ হরিয়ানা

প্রশ্নঃ নিকাত জারিন কোন রাজ্যের বাসিন্দা?
উঃ তেলেঙ্গানা
 
কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা PDF টি সংগ্রহ করতে নীচের  Download- লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  270 KB

Download Link :

No comments:

Post a Comment