Breaking




Friday, 7 June 2024

কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা PDF | Sports Persons & Their Belonging State pdf

কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা PDF | Sports Persons & Their Belonging State pdf

কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা
কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা
নমস্কার বন্ধুরা,
আমরা কমবেশি সকলেই খেলা দেখতে বা খেলতে ভালবাসি। আমাদের সকলেই কেউ না কেউ পছন্দের খেলোয়াড় আছে। যাদের খেলা আমাদের খুবই পছন্দের। তাই আজকের পোস্টটি সকল খেলা প্রেমিদের জন্য এবং যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য। আজকের পোস্টটি হল,কে কোন রাজ্যের খেলোয়াড় তালিকা PDF পোস্টটি সাধারণ জ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
      সুতরাং আর কোন রকম সময় নষ্ট না করে তোমরা গভীর আগ্রহের সঙ্গে জেনে নাও কোন খেলোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত এবং তারা কোন রাজ্যের বাসিন্দা । নীচে কিছু নমুনা আকারে দেওয়া হল, সম্পূর্ণ PDF এর লিঙ্ক নীচে দেওয়া আছে। সেইখানে ক্লিক করে ডাউনলোড করে নাও । 

কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা তালিকা


খেলোয়াড় খেলা রাজ্য
নীরজ চোপড়া জ্যাভেলিন থ্রো হরিয়ানা
বজরং পুনিয়া কুস্তি হরিয়ানা
সুশীল কুমার কুস্তি দিল্লী
পি. ভি. সিন্ধু ব্যাডমিন্টন তেলেঙ্গানা
কপিল দেব ক্রিকেট পাঞ্জাব
সৌরভ গাঙ্গুলি ক্রিকেট পশ্চিমবঙ্গ
বাইচুং ভুটিয়া ফুটবল সিকিম
সুনীল ছেত্রী ফুটবল তেলেঙ্গানা
মৌমা দাস টেবিল টেনিস পশ্চিমবঙ্গ
সাইনা নেহয়াল ব্যাডমিন্টন হরিয়ানা
সমীর বর্মা ব্যাডমিন্টন মধ্যপ্রদেশ
সানিয়া মির্জা টেনিস মহারাষ্ট্র
মহেশ ভুপতি টেনিস চেন্নাই
ধ্যানচাঁদ হকি উত্তরপ্রদেশ
মেরী কম বক্সিং মনিপুর
অনুপ কুমার কাবাডি হরিয়ানা
মিলখা সিং দৌড় পাঞ্জাব
অভিনভ সিং বিন্দ্রা শুটার উত্তরাখণ্ড
অনির্বাণ লাহিড়ী গলফ পুনে
বিশ্বনাথ আনন্দ দাবা তামিলনাড়ু
 
কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা PDF টি সংগ্রহ করতে নীচের  Download- লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  270 KB

Download Link :

No comments:

Post a Comment