প্রাইমারি টেট বাংলা প্র্যাকটিস সেট PDF || Primary TET Bengali Practice Set PDF
Dear TET Examinee .....
তোমাদের টেট পরীক্ষার প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যাবার জন্য আমরা আজ সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী এবং খুবি গুরুত্বপূর্ণ প্রাইমারি টেট বাংলা প্র্যাকটিস সেট শেয়ার করছি। যে প্র্যাকটিস সেটটিতে থাকছে প্রাইমারি টেট বোর্ডের নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন গুলি দেওয়া আছে। যে প্রশ্ন গুলি তোমাদের দারুন ভাবে কাজে আসবে।
তোমরা প্রথমে নীচের দেওয়া প্রশ্ন গুলি ভালো ভাবে দেখে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও যাতে ভালো ভাবে প্র্যাকটিস করতে পারো এবং উক্ত পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম সমস্যায় পড়তে না হয়। আর ভালোভাবে নিজেকে প্রস্তুত করতে পারো।
প্রাইমারি টেট বাংলা প্র্যাকটিস সেট
অনুচ্ছেদটি পুঙ্খানুপুঙ্খ পড়ে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও :
কুজঝটিকার অন্ধকার রাশি হইতে দিঙমণ্ডল একেবারে বিমুক্ত হইয়াছে। বেলা প্রহরাতীত হইয়াছে। যে স্থানে নৌকা আসিয়াছে, সে প্রকৃত মহাসমুদ্র নহে, নদীর মোহনামাত্র, কিন্তু তথায় নদীর সেরূপ বিস্তার আর কোথাও নাই। নদীর এক কূল নৌকার অতি নিকটবর্তী বটে—এমনকি পঞ্চাশৎ হস্তের মধ্যগত, কিন্তু অপর কূলের চিহ্ন দেখা যায় না। আর যে দিকই দেখা যায় অনন্ত জলরাশি চঞ্চল রবিরশ্মিমালা প্রদীপ্ত হইয়া গগনপ্রান্তে গগন সহিত মিশিয়াছে। নিকটস্থ জল; সচরাচর সকদম নদীজলবর্ণ, কিন্তু দুরস্থ বারিরাশি নীলপ্রভ।
০১. 'চঞ্চল' শব্দটি কী পদ ?
(a) বিশেষ্য
(b) বিশেষণ
(c) বিশেষণের বিশেষণ
(d) ক্রিয়া বিশেষণ
০২. আলোচ্য অংশটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে ?
(a) দুর্গেশনন্দিনী
(b) সীতার বনবাস
(c) কপালকুণ্ডলা
(d) সাগর থেকে ফেরা
০৩. 'পঞ্চাশৎ কী ধরনের বিশেষণ ?
(a) সংখ্যাবাচক বিশেষণ
(b) পূরণবাচক বিশেষণ
(c) মাত্রাবাচক বিশেষণ
(d) ক্রিয়া বিশেষণ
০৪. 'কুজ্ঝটিকা' সন্ধিবিচ্ছেদ করো ?
(a) কুজ্ + ঝটিকা
(b) কুৎ + ঝটিকা
(c) কুজ্ঝ + টিকা
(d) কুজ্ঝটি + কা
০৫. "চঞ্চল রবিরশ্মিমালা প্রদীপ্ত" কী সমাস ?
(a) তৎপুরুষ
(b) কর্মধারয়
(c) বহুব্রীহি
(d) দ্বন্দ্ব
০৬. কত ঘণ্টায় এক গ্রহর হয় ?
(a) ছয়
(b) বারো
(c) তিন
(d) পাঁচ
০৭. 'জল'-এর সমার্থক শব্দ কোনটি ?
(a) প্রভঞ্জন
(b) অম্বু
(c) ভারতী
(d) কাস্তার
০৮. পৃথিবীর প্রায় সব দেশেরই ভাষার কয়টি রূপ লক্ষ করা যায় ?
(a) দুইটি
(b) তিনটি
(c) চারটি
(d) পাঁচটি
০৯. কলকাতায় কোন উপভাষা প্রচলিত ?
(a) বরেন্দ্রী
(b) রাঢ়ি
(c) কামরূপী
(d) বঙ্গালি
১০. অর্ধস্বরের দৃষ্টান্ত কোনটি ?
(a) অ
(c) ঐ
(b) ঈ
(d) উ
১১. 'পদাতিক কবি' কাকে বলা হয় ?
(a) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
(b) সুভাষ মুখোপাধ্যায়
(c) রজনীকান্ত সেন
(d) সুনির্মল বসু
১২. ব্যঞ্জনবর্ণে কয়টি মাত্রাহীন বর্ণ আছে ?
(a) ৪ টি
(b) ৭ টি
(c) 10 টি
(d) 11 টি
১৩. শ্রবণের ক্ষেত্রে যেটি সত্য নয়, সেটি হল-
(a) শ্রবণের দক্ষতা অন্য মানষের কথা শুনতে সাহায্য করে
(b) শ্রবণের দক্ষতা মানুষকে পরিষ্কারভাবে কথা বলতে সাহায্য করে
(c) শ্রবণের দক্ষতা মানুষকে সঠিকভাবে উচ্চারণ করতে শেখায়
(d) শ্রবণের দক্ষতা মানুষের স্মৃতিশক্তিকে বাড়িয়ে তোলে
১৪. কোনো শিক্ষক কীসের উপর নির্ভর করে তার শিক্ষা উপকরণ ব্যবহার করেন ?
(a) বিষয়বস্তু
(b) শিক্ষার্থী
(c) পরিবেশ
(d) শ্রেণি
১৫. কোন উপকরণটি শিক্ষার্থীদের সহজে পাঠ্য বিষয় আয়ত্ত করতে সাহায্য করে ?
(a) শ্রাব্য উপকরণ
(b) দৃশ্য-শ্রাব্য উপকরণ
(c) দৃশ্য-যোগ্য উপকরণ
(d) পাঠ যোগ্য উপকরণ
১৬. অবরোহী পদ্ধতি ছাত্রদের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ-
(a) এটি ব্যাকরণের বিভিন্ন সূত্রের দ্বারা ভারাক্রান্ত
(b) এটি ব্যাকরণ পঠনপাঠনকে আকর্ষক করে না
(c) এটি উদাহরণের প্রয়োগকে অধিক গুরুত্ব দেয়
(d) এটি বিশেষ জটিলতায় পূর্ণ
১৭. প্রকল্প পদ্ধতির জনক হলেন—
(a) কিলপ্যাট্রিক
(b) জন ডিউই
(c) জিলার
(d) রুশো
১৮. সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্য হল-
(a) শিক্ষার্থীর আচরণের উন্নতি করা
(b) শিক্ষার্থীদের মেধার উন্মেষ ঘটানো
(c) পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা
(d) সহপাঠক্রমিক কার্যাবলি হিক্ষা দেওয়া
১৯. শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কি না তৎক্ষণাৎ কীভাবে বোঝা যাবে ?
(a) পরীক্ষার বন্দোবস্ত করে
(b) প্রশ্নোত্তরের সাহায্য নিয়ে
(c) লেখার বন্দোবস্ত করে
(d) লেখা ও বলার ব্যবস্থা করে
২০. সুন্দর কথা বলার বৈশিষ্ট্য হল-
(a) শ্রবণযোগ্যতা
(b) স্পষ্টতা
(c) বাকপটুত্ব
(d) সবগুলি
২১. অনুশীলনী অংশে প্রশ্নগুলি কীভাবে সজ্জিত হবে ?
(a) প্রচলিত রীতি অনুযায়ী
(b) মনোবিজ্ঞান সম্মতভাবে
(c) কোনো নির্দিষ্ট নিয়ম না মেনেই
(d) কোনো প্রকার চিন্তাভাবনা না করেই
২২. একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও ঠিকমতো বলতে পারছে না, এটি
(a) প্রকাশমূলক অসংগতি
(b) গ্রহণমূলক অসংগতি
(c) প্রকাশ ও গ্রহণমূলক অসংগতি
(d) ভাষা ব্যবহারের ভুল
নীচের পদ্যাংশটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও :
শিরীষের ডালপালা লেগে আছে বিকেলের মেঘে,
পিপুলের ভরা বুকে চিল নেমে এসেছে এখন; বিকেলের শিশুসূর্যকে ঘিরে মায়ের আবেগে
করুণ হয়েছে ঝাউবন।
নদীর উজ্জ্বল জল কোরালের মতো কলরবে ভেসে নারকোলবনে কেড়ে নেয় কোরালীর প্রাণ: বিকেল বলেছে এই নদীটিকে শান্ত হতে হবে- অকূল সুপুরিবন স্থির জলে ছায়া ফেলে এক মাইল শান্তি কল্যাণ হয়ে আছে। তার মুখ মনে পড়ে এ রকম স্নিগ্ধ পৃথিবীর পাতাপতঙ্গের কাছে চলে এসে; চারিদিকে রাত্রি নক্ষত্রের আলোড়ন এখন দয়ার মতো; তবুও দয়ার মানে মৃত্যুতে স্থির হয়ে থেকে ভুলে যাওয়া মানুষের সনাতন মন।
২৩. 'সনাতন' শব্দটির অর্থ কী ?
(a) অবিচ্ছিন্ন
(b) সন্তোষ
(c) শাশ্বত
(d) সংবেদনশীল
২৪. "পতঙ্গ" শব্দটি বিশেষ্যের কোন বিভাগে পড়ে ?
(a) সংজ্ঞাবাচক বিশেষ্য
(b) শ্রেণিবাচক বিশেষ্য
(c) ভাববাচক বিশেষ্য
(d) সমষ্টিবাচক বিশেষ্য
২৫. পিপুল কোন গাছের অন্য নাম ?
(a) বট
(b) হিজল
(c) মহুয়া
(d) অশ্বত্থ
২৬. 'নক্ষত্র' শব্দটির বর্ণ বিশ্লেষণ করো –
(a) ন্ + অ + খৃ + খ্ + অ + ত্+র্ + অ
(b) ন্ + অ + ক্ + ষ্ + অ + ত্ + ব্ + অ
(a) ন্ + অ + খৃ + খ্ + অ + ত্+র্ + অ
(b) ন্ + অ + ক্ + ষ্ + অ + ত্ + ব্ + অ
২৭. কবিতাটিতে কয়টি গাছের উল্লেখ আছে ?
(a) চারটি
(b) পাঁচটি
(c) তিনটি
(d) ছয়টি
২৮. 'নদী' শব্দটির বর্গ নির্ধারণ কর-
(a) তৎসম
(b) অর্ধতৎসম
(c) তদ্ভব
(d) দেশি
২৯. কোনটি "নদীর" সমার্থক শব্দ নয় ?
(a) তটিনী
(b) তরঙ্গিনী
(c) সরসিজ
(d) প্রবাহিনী
৩০. "কোরাল" শব্দের অর্থ কী ?
(a) রাজহংস
(b) ভেটকি জাতীয় মাছ
(c) পাখির ঝাঁক
(d) স্বর্ণযুগ
টেট স্পেশাল বাংলা প্র্যাকটিস সেটটির PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: প্রাইমারি টেট বাংলা প্র্যাকটিস সেট
File Format: PDF
No. of Pages: 01
File Size: 104 KB
No comments:
Post a Comment