মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যালকন বিমান
বন্ধুগন,
আশাকরি সকলেই ভালো আছো।আজকে তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি , আজকে আলোচনার বিষয় হল পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যালকন বিমান সম্পর্কে। বিমানটি তিনি কেনো নিচ্ছেন , কত খরচা হবে , কত দিনের জন্য নিচ্ছেন , কতজন একসঙ্গে চাপতে পারবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরব।
সুতরাং আর কোনো রকম সময় নষ্ট না করে,জানার আগ্রহকে চরম সীমায় পৌঁছে দিয়ে জেনে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যালকন বিমান সম্পর্কে।
ফ্যালকন বিমান
আমরা এখন সংক্ষিপ্ত আকারে প্রশ্নউত্তরের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যালকন বিমান সম্পর্কে জানবো। যাতে করে তোমরা অতি সহজেই বিষয়টি বুঝতে এবং মনে রাখতে পারো।
☞ ফ্যালকন বিমানের বৈশিষ্ট্য ?
● ফ্রান্সের দাসল্ট সংস্থা দ্বারা তৈরি দুই ইঞ্জিনের ফ্যালকন ২০০০ (Falcon 2000)।
● এই বিমান পরিচালনা করবেন দু'জন পাইলট,একজন ইঞ্জিনিয়ার এবং একজন বিমানসেবক/সেবিকা।
● এই ফ্যালকন বিমানের আসন সংখ্যা ১০টি।
☞ রাজ্যে কেনো নেওয়া হচ্ছে এই ফ্যালকন বিমান?
● রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অন্যান্য ভি ই পিদের যাতায়াতের সুবিধার জন্য এই বিমান ভাড়া নেওয়া হচ্ছে।
☞ ফ্যালকন বিমান কতদিনের জন্য এবং কোথায় থাকবে ?
● বিমানটি ২০২৪ সাল পর্যন্ত অর্থাৎ ৩ বছরের জন্য ভাড়া নেওয়া হবে।
● বিমানটি কলকাতা বিমানবন্দরে থাকার ব্যবস্থা করা হয়েছ।
● তবে বিমান ভাড়ার সব কিছু চূড়ান্ত হলেও এখনও পর্যন্ত কলকাতা বিমানবন্দরে আসেনি।
☞ ফ্যালকন বিমানের কত খরচ ?
● ফ্রান্সের দাসল্ট সংস্থা দ্বারা তৈরি ফ্যালকন ২০০০ বিমানের জন্য মাসে খরচা হবে সওয়া দু'কোটি।
বিশেষ সূত্রে জানা গেছে, দিল্লির যে সংস্থা থেকে বিমানটি ভাড়া নেওয়া হচ্ছে সেই সংস্থাকে ঘণ্টা প্রতি ৫ লক্ষ টাকা দিতে হবে এবং মাসে কমপক্ষে ৪৫ ঘণ্টা ওড়াতেই হবে বিমান টিকে। যদি ৪৫ ঘণ্টার কম ওড়ে তার জন্য সরকারকে ৪৫ ঘণ্টার জন্য বরাদ্দ টাকাই দিতে হবে এবং যদি ৪৫ ঘণ্টার বেশি ওড়ে তার জন্য ঘণ্টা প্রতি ৫ লক্ষ টাকা অতিরিক্ত দিতে হবে।
বিমান পরিচালক বাবদ খরচ ঃ
● বিমান পরিচালনার জন্য দু'জন পাইলট , একজন ইঞ্জিনিয়ার এবং একজন বিমানসেবক/সেবিকা পাঠাবে দিল্লির ওই সংস্থা।
● তাদের জন্য মাসের পারিশ্রমিক আলাদা করে দিতে হবেনা রাজ্যকে। কিন্তু তাদের সকলকে কলকাতার 5star হোটেলে রাখতে হবে। আগামী তিন বছর তাদের সবার থাকা/খাওয়ার খরচ রাজ্য সরকারকে বহন করতে হবে।
☞ মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যালকন বিমানে প্রথম কোথায় যাবেন ?
● বিমানটি আসার পর সেপ্টেম্বরের প্রথমেই গোটা উত্তরবঙ্গ ঘুরে দেখতে চলেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
☞ কোন কোন রাজ্যে এই বিমানের ব্যবহার হয় ?
● গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী এখন ১২ আসনের বম্বার্ডিয়ার বিমান ব্যবহার করেন। তার আগে গুজরাত সরকারের মুখ্যমন্ত্রীর জন্য ২০ বছর ধরে বিচক্রাফ্ট বিমানের ব্যবস্থা ছিল। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরাও নিজস্ব বিমান ব্যবহার করেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই বছর থেকে ব্যবহার করবেন ১০টি আসনের ফ্যালকন বিমান।
☞ কোন কোন শিল্পপতি প্রাইভেট ব্যবহার করেন ?
● ভারতের অনেক তাবড় তাবড় শিল্পপতি ব্যক্তিগত বিমান ব্যবহার করেন।তারা হলেন- রতন টাটা, মুকেশ অম্বানী,গৌতম আদানি,শিব নাদার,উদয় কোটাক, রাধাকৃষ্ণ দামানির প্রমুখ।
আমরা আজকে সংক্ষিপ্ত আকারে প্রশ্নউত্তরের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যালকন বিমান সম্পর্কে জানলাম।তোমাদের পোস্টটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাবে । আর এই রকম নতুন নতুন টপিক সম্পর্কে জানতে সাইটের উপরে দেওয়া টেলিগ্রাম এবং Whtsapp লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও।ধন্যবাদ , তোমার দিনটি শুভ হোক।
No comments:
Post a Comment