রেচন : সংজ্ঞা | গুরুত্ব | শ্রেণী বিভাগ || Excretion
![]() |
রেচন : সংজ্ঞা | গুরুত্ব | শ্রেণী বিভাগ |
নমস্কার বন্ধুগণ,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি জীববিদ্যার একটি অন্যতম টপিক হিসাবে রেচন সম্পর্কিত বিস্তারিত আলোচনা, যার মধ্যে রেচনের সংজ্ঞা, গুরুত্ব, শ্রেণী বিভাগ বা প্রকারভেদ এবং সঙ্গে উদ্ভিদ রেচনের বৈশিষ্ট্য ও উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগ করার পদ্ধতি খুব সুন্দর ভাবে সহজ ভাষায় দেওয়া আছে।
রেচন
■ সংজ্ঞাঃ
যে জটিল প্রক্রিয়ায় জীবদেহের সজীব কোশে কোশীয় বিপাকে সৃষ্ট অপ্রয়োজনীয় ক্ষতিকারক পদার্থ দেহ থেকে অপসারিত হয় অথব উদ্ভিদের ক্ষেত্রে অনেক সময় দেহকোশে অদ্রাব্য কেলাস বা কেলয়েড রূপে সঞ্চিত হয় তাকে রেচন বলা হয়।
■ রেচনের গুরুত্বঃ
01. জীবদেহের সুস্থতা বজায় থাকা।
02. প্রোটপ্লাজমীয় উপাদানের ভারসাম্য রক্ষিত হয়।
03. অভিস্রবন প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়।
04. পরিবেশস্থ মৌলিক উপাদানগুলির মধ্যে ভারসাম্য রক্ষিত হয়।
05. উদ্ভিদ গোষ্ঠী ও প্রাণীগোষ্ঠী রেচন পদার্থের মাধ্যমে একে অপরের উপকার সাধন করে ।
■ প্রকারভেদঃ
A. নাইট্রোজেন ঘটিতঃ
01. উদ্ভিদের ক্ষেত্রেঃ কুইনাইন, ডাটুরিন, মারফিন, নিকোটিন, রেসারপিন, ক্যাফিন ইত্যাদি।
02. প্রাণীদের ক্ষেত্রেঃ ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, হিপপিউরিক অ্যাসিড প্রভৃতি।
B. নাইট্রোজেন বিহীনঃ
01. উদ্ভিদের ক্ষেত্রেঃ তরুক্ষীর, গঁদ, রজন, ধাতব কেলাস ইত্যাদি।
02. প্রাণীদের ক্ষেত্রেঃ কার্বন ডাই অক্সাইড, বিলিরুবিন, বিলিভারডিন, কিটোন বস্তু ইত্যাদি।
■ উদ্ভিদের রেচনের বৈশিষ্ট্যঃ
01. উদ্ভিদ দেহে রেচন পদার্থ কম উৎপন্ন হয়।
02. উদ্ভিদ দেহে বেশি ক্ষতিকারক নাইট্রোজেনযুক্ত পদার্থ কম উৎপন্ন হয়।
03. প্রাণীদের মতো সহজেই দেহ থেকে রেচন পদার্থ অপসারিত করতে অক্ষম।
04. রেচন পদার্থের অধিকাংশই নির্দিষ্ট কোশে অদ্রবনীয় কেলাস বা কোলয়েড রূপে সঞ্চিত থাকে।
05. উদ্ভিদের নানা আত্মরক্ষায় কাজ করে।
■ উদ্ভিদদের রেচন পদার্থ ত্যাগ করার পদ্ধতিঃ
A. পত্রমোচনঃ
01. পর্ণমোচী উদ্ভিদ – নিম, আমড়া, শিমুল, শিরীষ।
02. চিরহরিৎ উদ্ভিদ – আম, কাঁঠাল, জাম, বট ইত্যাদি।
B. বাকল মোচনঃ পেয়ারা, অর্জুন, ইউক্যালিপটাস ইত্যাদি।
C. ফল মোচনঃ লেবু, আপেল, তেঁতুল ইত্যাদি।
D. পুষ্পমোচনঃ ফুল ফোটা ও নিষেকের পর ফুলের বিভিন্ন অংশ ঝরে পড়া।
E. পত্ররন্ধ ও জলন্ধ্রের মাধ্যমেঃ
F. দেহকোশে সঞ্চয়ের মাধ্যমেঃ বট, আকন্দ, রাবার,পাইন, বাবলা, শিরীষ, সজিনাতে ঘটে।
No comments:
Post a Comment