Breaking




Saturday, 4 September 2021

তাপ : সংজ্ঞা | একক | পরিমাপক যন্ত্র

তাপ : সংজ্ঞা | একক | পরিমাপক যন্ত্র 

তাপ : সংজ্ঞা | একক | পরিমাপক যন্ত্র
তাপ : সংজ্ঞা | একক | পরিমাপক যন্ত্র

নমস্কার বন্ধুগণঃ 
আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাপ সম্পর্কিত একটি নোটস। যার মধ্যে তাপের সংজ্ঞা, উষ্ণতা, তাপের একক সমূহ, তাপ পরিমাপক যন্ত্র সমূহ এবং পারদ থার্মোমিটারের সীমাবদ্ধতা ও থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা।

তাপ

➤ তাপঃ

তাপ হল এমন এক প্রকার শক্তি যা গ্রহনে সাধারানভাবে বস্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং বর্জন করলে বস্তু ঠাণ্ডা হয়ে যায়।
সিজিএস ও এসআই পদ্ধতিতে তাপের একক যথাক্রমে ক্যালোরি ও জুল।

➤ উষ্ণতাঃ 

উষ্ণতা বা তাপমাত্রা হল বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা স্থির করে দেয় যে, একটি বস্তুকে অন্য কোনো একটি বস্তুর সংস্পর্শে রাখলে, প্রথম বস্তুতি দ্বিতীয় বস্তুকে তাপ দেবে না, দ্বিতীয় বস্তু থেকে তাপ গ্রহণ করবে।

➤ তাপের একক সমূহঃ 

■ ক্যালোরিঃ এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা ১°C বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ লাগে, তাকে এক ক্যালোরি তাপ বলে।( ১ কিলো ক্যালোরি = ১০০০ ক্যালোরি )

■ গড় ক্যালোরিঃ এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা ০°C থেকে ১০০°C পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তার ১০০ ভাগের এক ভাগকে গড় ক্যালোরি বলা হয়।

■ ১৫°C ক্যালোরিঃ এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা ১৪.৫°C থেকে ১৫.৫°C পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে ১৫°C ক্যালোরি বলে।এর মান গড় ক্যালোরির মানের প্রায় সমান।

■ সেলসিয়াস তাপ এককঃ এক পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা ১°C বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, তাকে সেলসিয়াস তাপ একক বলে।

■ জুলঃ ১/৪.১৮৬ ক্যালোরি তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ১ জুল বলে। এটি SI পদ্ধতির একক এবং তাপের ব্যবহারিক একক হিসাবে ব্যবহৃত হয়।

➤ তাপ পরিমাপক যন্ত্রসমূহঃ

■ থার্মোমিটারঃ যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর উষ্ণতা মাপা যায়, তাকে থার্মোমিটার বলে।

■ পারদ থার্মোমিটারঃ যে থার্মোমিটারে উষ্ণতা মাপক পদার্থ হিসাবে পারদ ব্যবহার করা হয়, তাকে পারদ থার্মোমিটার বলে।

➤ পারদ থার্মোমিটারের সীমাবদ্ধতাঃ 

পারদের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক যথাক্রমে,- ৩৯°C এবং ৩৫৭°C। তাই এর সাহায্যে- ৩৯°C এর নীচে ও ৩৫৭°C এর ওপর থাকা কোনো বস্তুর তাপমাত্রা নির্ণয় করা যায় না। তবে চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে, এই নীতি কাজে লাগিয়ে পারদ থার্মোমিটার দিয়ে প্রায় ৫০০°C পর্যন্ত উষ্ণতা মাপা যায়।

➤ থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধাঃ

❶ তাপমাত্রার পরিবর্তনে পারদের আয়তনের পরিবর্তন খুব নিয়মানুগ।
❷ পারদ অস্বচ্ছ ও চকচকে বলে কাঁচের ভেতর দিয়ে স্পষ্ট দেখা যায়, ফলে পাঠ নেওয়া সুবিধা হয়।
❸ পারদের হিমাঙ্ক -৩৯°C এবং স্ফুটনাঙ্ক ৩৫৭°C।এই বিস্তীর্ণ পাল্লার মধ্যে পারদ থার্মোমিটার দিয়ে উষ্ণতা মাপা যায়।
❹ কোনো বস্তুর তাপমাত্রা লাভ করতে পারদ ওই বস্তু থেকে অন্যান্য তরলের তুলনায় খুব কম তাপ শোষণ করে।
❺ বিশুদ্ধ পারদ কাঁচ নলের গায়ে লেগে থাকে না। নলের মাধ্যে সহজে  ওঠানামা করতে পারে।
❻ পারদ সহজেই বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়।

No comments:

Post a Comment