Breaking




Tuesday, 3 August 2021

ইন্টারনেট সম্পর্কিত তথ্য ।।

।। ইন্টারনেট সম্পর্কিত তথ্য ।। 

ইন্টারনেট সম্পর্কিত তথ্য ।।
ইন্টারনেট সম্পর্কিত তথ্য ।। 
বন্ধুগন ,
আজকে আমরা আলোচনা করবো বর্তমান সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে , আমরা আজকে জানবো ইন্টারনেট ব্যাবস্থা সম্পর্কে । যেটা আমাদের সাধারন সম্পর্কে সাহায্য করবে । 
        সুতরাং আর কোনো রকম সময় নষ্ট না করে মূল বিষয়টি জেনে নেওয়া যাক .........

।। ইন্টারনেট ।।
 ইহা একটি সমগ্র বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম , যা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল প্রোটকল সুট (TIC/IP)-এর মাধ্যমে বিশ্বব্যাপী দিভাইসগুলির মধ্যে যোগাযোগ স্থাপন করে । ইন্টারনেট হচ্ছে ইন্টারকানেক্টেড নেট্ওয়ার্ক(interconnected network) এর সংক্ষিপ্ত রূপ। এটা বিশেষ গেটওয়ে বা রাউটারের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কগুলো একে-অপরের সাথে সংযোগ করার মাধ্যমে গঠিত হয়। ইন্টারনেটকে প্রায়ই নেট বলা হয়ে থাকে।  
   ● ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW বা W3) ঃ-  ইহা একটি ইন্টারলিঙ্কেড হাইপারটেক্সট ডকুমেন্ট যাকে ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা হয় ।
   ●  একটি ওয়েবসাইট হল একটি ওয়েব ডোমেন থেকে দেওয়া সম্পর্কিত ওয়েব পৃষ্ঠাগুলির একটি সেট ।
   ● হাইপারলিঙ্কে এমন একটি রেফারেন্স থাকে যার মাধ্যমে পাঠক লিঙ্কের উপর ক্লিক করে সংশ্লিষ্ট ওয়েব সাইটটিকে অনুসরণ করতে পারে ।
   ●  ওয়েব ব্রাওসার (সাধারন ব্রাওসার) হল একটি সফটওয়ার অ্যাপ্লিকেশন , যা WWW  তথ্য পুনরুদ্ধার ও উপস্থাপনা করতে সহায়তা করে । ইন্টারনেট এক্সপ্লেরার , ক্রোম , ফায়ার ফোকস , ওয়েব ব্রাওসারের কতগুলি উদাহরন । 
   ● ৬ই আগস্ট ,১৯৯১ সালে , টিম বার্নাস লি সর্বপ্রথম সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ পদার্থবিদ্যার গবেষণাগার CERN থেকে প্রথম ইন্টারনেট সাইট প্রকাশ করেন । 
   ● ইউনিফর্ম রিসোর্স লোকেটর (URL) ঃ  এটি একটি নির্দিষ্ট অক্ষের স্ট্রিং যা তথ্য সম্পদের রেফারেন্স গঠনে সহায়তা করে । 
   ● ওয়েব সার্চ ইঞ্জিন (WSE) ঃ এটি একটি সফটওয়ার -এর সার্চ ইঞ্জিন যা WWW তথ্য খুঁজতে প্রয়োজন হয় । ওয়েব সার্চ ইঞ্জিন বা আন্তর্জাল অনুসন্ধান ব্যবস্থা হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম। অনুসন্ধান ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে। ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।

।। ওয়েব সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠা সাল ।।
 
ওয়েব সার্চ ইঞ্জিনের নাম বছর
WWW Catalog (inactive) 1993
Web crawler 1994
Yahoo! 1995
Lycos 1994
Google 1998
Search.com 2006
Ask.com 2006
SoSo 2006
Bing 2009
YaCy 2011
Egering 2013
CoeCoe 2013
Qwant 2013
 

No comments:

Post a Comment