।।পরমাণুর গঠন ।।
বন্ধুরা ,
আজকের সন্ধায় আমরা পড়বো ভৌত বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে , আমরা পড়বো পরমানু সম্পর্কে । পরমানু বলতে আমরা জানবো পরমানুর গঠন , বিভাজন , সংখ্যা , ভার ইত্যাদি বিষয় গুলি সম্পর্কে , এবং তার সঙ্গে আমরা পড়বো রাদারফোর্ড এবং নিলস বোরের -এর পরমানু মডেল / গঠন নিয়ে।
সুতরাং আর কোনো রকম সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ বিষয়টি জেনে নেওয়া যাক ...
।। পরমানুর গঠন ।।
● ঊনবিংশ শতাব্দীর গোড়ায় দিকে ব্রিটিশ বিজ্ঞানী ডালটনই সর্বপ্রথম পরমানু সম্পর্কিত একটি বিজ্ঞানভিত্তিক মতবাদ প্রচার করেন । যা পরবর্তীকালে ডালটনের পরমাণুবাদ নামে পরিচিতি লাভ করে।
● আধুনিক পরমানু তত্ত্ব থেকে জানা যায় পরমানুগুলির মধ্যে রয়েছে , ইলেকট্রন , প্রোটন , নিউটন।
➢ ইলেকট্রন ঃ- ইলেকট্রন জে.জে. টমসন আবিস্কার করেন , এটি ঋণাত্মক চার্জ যুক্ত কণা , যার ভর ৯.১ × ১০–৩১ কেজি । ইলেকট্রন একটি উপ-পারমানবিক কণা বা একটি পরমানুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশে ঘোরে । একটি প্রোটন ও নিউট্রনের তুলনায় এর ভর প্রায় নগন্য । ইহা প্রায় ১/১৮৩৭ হাইড্রোজেন পরমাণুর ভরের সমান ।
● এটি একটি পজিট্রনের বিপরীতধর্মী কণা ।
➢ প্রোটন ঃ- প্রোটন লর্ড রাদারফোর্ড আবিস্কার করেন , এটি ধনাত্মক চার্জ যুক্ত কণা , যার ভর ১.৬৭২৬১৪×১০−২৭ কেজি । ইলেকট্রনের মতো এটি একটি মৌলিক উপ-পারমাণবিক কণা । পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন কণা উপস্থিত । ইহা পরমাণুর পারমাণবিক সংখ্যা নির্ধারণ করে ।
➢ নিউটন ঃ- নিউটন জে . স্যাডউইক আবিস্কার করেন , এটি নিস্তড়িৎ কণা , যার ভর ১.৬৭৪×১০-২৭ কেজি। প্রোটনের সাথে ইহা নিউক্লিয়াস গঠন করে । এর ভর একটি প্রোটনের চেয়ে সামান্য বেশি । ইহা চার্জ বিহীন কণা ।
● পরমাণুর নিউক্লিয়াস প্রোটন এবং নিউটন দ্বারা গঠিত । একে নিউক্লিওন বলে ।
।। রাদারফোর্ড -এর পরমানু মডেল/গঠন ।।
● আলফা কনার বিচ্ছুরণ পরীক্ষা থেকে রাদারফোর্ড পরমাণুর কণা বিন্যাসের অধ্যায়ন করেন ।
● পর্যবেক্ষনের ওপর ভিত্তি করে তিনি একটি মন্তব্য প্রতিস্থাপিত করেন সেই গুলি হল ------
(১) পরমানুতে প্রায় অধিকাংশ শূন্যস্থান ।
(২) পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক তড়িৎগ্রস্থ কণা দ্বারা গঠিত । যা খুবই ক্ষুদ্র স্থান দখল করে আছে ।
● নিউক্লিয়াসকে কেন্দ্র করে ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যে বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তনশীল সেই বৃত্তাকার বা উপবৃত্তাকার পথকে কক্ষ বলা হয় ।
।। নিলস বোরের পরমানু গঠন ।।
● রাদারফোর্ডের পরমানু মডেল থেকে ভিন্ন বোরের কক্ষপথগুলির পরিমাপ । বেরের মতে প্রতিটি কক্ষপথ একটি নির্দিষ্ট পরিমাপ শক্তি আছে এবং এই গুলিকে শক্তিস্তর বলা হয় ।
● নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে থাকাকালীন ইলেকট্রন শক্তি বর্জন করে না , শোষণও করে না । কখপথগুলিতে থাকাকালীন ইলেকট্রন স্থির না থাকলেও এদের শক্তি স্থির থাকে ।
বোরের মতে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ৫.২৯১× ১০-১১ m.
বোরের মতে হাইড্রোজেনের পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি_১৩.৬ eV.
বোরের মতে হাইড্রোজেনের পরমাণুর দ্বিতীয় কক্ষপথের শক্তি_৩২৮ KJ/mol.
।। পারমাণবিক সংখ্যা ।।
● কোন মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমানু ক্রমাঙ্ক বলতে ওই মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে বোঝায় ।
● ইহা চার্জবিহীন পরমানু ইলেকট্রন সংখ্যার সঙ্গে সমান ।
● সোডিয়াম পরমানুতে ১১ টি প্রোটন আছে এবং তার মান হল সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা ১১ । পারমাণবিক সংখ্যা লেখা হয় পরমানু মৌলটির বান দিকে ।
● পর্যায় সারণিতে মৌলগুলিকে এইভাবে পরপর পারমানবির সংখ্যা হিসাবে সাজানো হয়েছে।
➢ পারমাণবিক ভর সংখ্যা ঃ-
● কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউটনের মিলিত সংখ্যা বলে।
● এটি পরমাণুর প্রতিকের ডানদিকে সুপার স্ক্রিপ্ট হিসাবে লেখা হয় , C১৪ এখানে ১৪ হল কার্বন পরমাণুর ভর সংখ্যা ।
আজকে আমরা পরলাম পরমানু সম্পর্কে , আশাকরছি সকলের ভালো লেগেছে । পোস্টটির মধে যদি কোনো পরিমাপের ভুল থাকে আমাদের অবশ্যই জানবেন এবং এই গুরুত্বপূর্ণ পোস্ট গুলি সবার আগে পেতে চান সাইটের উপরে দেওয়া টেলিগ্রাম এবং Whatsapp এর লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যান । ধন্যবাদ , আপনার দিনটি শুভ হোক।
No comments:
Post a Comment