Breaking




Wednesday, 4 August 2021

ভারতের জনপ্রিয় বিজ্ঞানী ও তাদের অবদান

ভারতের জনপ্রিয় বিজ্ঞানী ও তাদের অবদান 

ভারতের জনপ্রিয় বিজ্ঞানী ও তাদের অবদান
ভারতের জনপ্রিয় বিজ্ঞানী ও তাদের অবদান 
বন্ধুরা ,
আজকে আমরা একটি খুবি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো , আমরা আজকে আলোচনা করবো ভারতের কিছু জনপ্রিয় বিজ্ঞানী ও তাদের অবদান সম্পর্কে । আমরা আলোচনা করবো তারা কোন বিষয়ে পারদর্শী ছিলেন এবং তারা কি কি কাজ করে গেছেন ।।
    সুতরাং আর কোনো রকম সময় নষ্ট না করে মূল বিষয়টি জেনে নেওয়া যান .........
 জগদীশচন্দ্র বসু 
   ●স্যার জগদীশ চন্দ্র বসু (৩০ নভেম্বর ১৮৫৮ – ২৩ নভেম্বর ১৯৩৭) একজন বাঙালি পদার্থবিদ,উদ্ভিদবিদ,জীববিজ্ঞানী এবং প্রথম দিকের একজন কল্পবিজ্ঞান রচয়িতা । তাঁর গবেষণা ফলে উদ্ভিদ বিজ্ঞানকে সমৃদ্ধ করে তোলে এবং ভারতীয় উপমহাদেশে ব্যবহারিক ও গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা করে । Institute of Electrical and Electronic Engineers তাঁকে রেডিও বিজ্ঞানের জনক বলে অভিহিত করে ।
  সম্মান
  •  নাইটহুড, ১৯১৬
  • রয়্যাল সোসাইটির ফেলো, ১৯২০
  • ভিয়েনা অ্যাকাডেমি অফ সায়েন্স-এর সদস্য, ১৯২৮
  • ভারতীয় বিজ্ঞান কংগ্রেস-এর ১৪তম অধিবেশনের সভাপতি, ১৯২৭
  • লিগ অফ নেশনস কমিটি ফর ইন্টেলেকচুয়াল কোঅপারেশনের সদস্য
  • ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ফেলো। এর বর্তমান নাম ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি । 
প্রফুল্লচন্দ্র রায় 
   ● আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায় সিআইই, এএনআই, এফআরএএসবি, এফআইএস, এফসিএস (যিনি পি সি রায় নামেও পরিচিত; ২ আগস্ট ১৮৬১ - ১৬ জুন ১৯৪৪) ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ , বিজ্ঞান শিক্ষক , দার্শনিক ও কবি । তিনি বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন , যা ভারতের প্রথম ঔষধ কোম্পানি । তিনি মাইকিউরাস নাইট্রোইট - এর আবিস্কারক ।
সত্যেন্দ্রনাথ বসু 
    ● সত্যেন্দ্রনাথ বসু  (১লা জানুয়ারি ১৮৯৪ – ৪ঠা ফেব্রুয়ারি ১৯৭৪) ছিলেন একজন ভারতীয় বাঙ্গালি গণিতজ্ঞ ও পদার্থবিজ্ঞানী । তাঁর গবেষণার ক্ষেত্রে ছিল গাণিতিক পদার্থবিদ্যা । সত্যেন্দ্রনাথ বসু আলবার্ট আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে বোস - আইনস্টাইন পরিসংখ্যান প্রদান করেন । যা পদার্থবিজ্ঞানীদের অন্যতম গুরুত্বপূর্ণ আবিস্কার বলে বিবেচিত হয় । 
আর্যভট্ট
    ● আর্যভট্ট (৪৭৬ – ৫৫০) প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত গণিতঞ্জ ও জ্যোতির্বিজ্ঞানী । তিনি পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে এই তত্ত্ব দেন । S.S.Abhyankar গণিতঞ্জ , বীজগাণিতিক জ্যামিতিতে অসামান্য অবদানের জন্য বিখ্যাত ছিলেন । তাই তাঁকে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম তার নামে "আর্যভট্ট" রাখা হয়।
এ.পি.জে.আব্দুল কালাম 
   ● এ.পি.জে.আব্দুল কালাম-এর জন্ম বর্তমান ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে। (১৫ অক্টোবর ১৯৩১ - ২৭ জুলাই ২০১৫) । তিনি তাঁর কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসেবে । পরে ভারতের অসামরিক মহাকাশ কর্মসূচী ও সামরিক সুসংহত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচীর সঙ্গে তিনি অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলেন । ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহাকাশযানবাহী রকেট উন্নয়নের কাজে তাঁর অবদানের জন্য তাঁকে ''ভারতের ক্ষেপণাস্ত্র মানব'' বা "মিসাইল ম্যান অফ ইন্ডিয়া" বলা হয়।
মেঘনাদ সাহা 
     ● মেঘনাদ সাহা অক্টোবর ৬, ১৮৯৩ – ফেব্রুয়ারি ১৬, ১৯৫৬ জন্মান । তিনি একজন ভারতীয় বাঙালি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী। যিনি পদার্থবিজ্ঞানে থার্মাল আয়োনাইজেসন তত্ত্বের প্রতিষ্ঠাতা হিসাবে বিখ্যাত । তাঁর আবিষ্কৃত সাহা আয়োনাইজেসন সমীকরণ নক্ষত্রদের রাসায়নিক ও ভৌত ধর্মাবলম্বী ব্যাখ্যায় ব্যাবহার হয় । 
শ্রীনিবাস রামানুজন  
     ● শ্রীনিবাস রামানুজন (ডিসেম্বর ২২, ১৮৮৭ – এপ্রিল ২৬, ১৯২০) অসামান্য প্রতিভাবান একজন বিখ্যাত ভারতীয় গনিতঙ্গ । প্রথাগত শিক্ষা না থাকলেও সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় তিনি গনিতের বিভিন্ন শাখাতে বিশেষ করে গাণিতিক বিশ্লেষণ , সংখ্যাতত্ত্ব , অসীম শ্রেণী ও আবৃত্ত ভগ্নাংশ শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে । 
হরগোবিন্দ খুরানা 
     ● হরগোবিন্দ খোরানা (৯ জানুয়ারী, ১৯২২ – ৯ নভেম্বর, ২০১১) ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী। তিনি অ্যামিনো অ্যাসিডের সিকুয়েন্স বের করার এক সহজ পদ্ধতি আবিস্কার করেন । তিনি বর্ণনা করেন যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে নিউক্লিওটাইড কীভাবে প্রোটিনের সংশ্লেষণকে নিয়ন্ত্রন করেন । তিনি ১৯৬৮ সালে নোবেল পুরস্কার পান ।
সেলিম আলি 
      ● সালিম মঈজুদ্দীন আব্দুল আলি (জন্ম: নভেম্বর ১২, ১৮৯৬ – মৃত্যু: জুন ২০, ১৯৮৭) একজন বিখ্যাত ভারতীয় পক্ষীবিদ এবং প্রকৃতিপ্রেমী।  তিনিই প্রথম কয়েকজন ভারতীয়দের মধ্যে একজন যাঁরা ভারতের পাখিদের সম্বন্ধে নিয়মতান্ত্রিক উপায়ে জরিপ পরিচালনা করেন । তাই তিনি "বার্ড ম্যান অফ ইন্ডিয়া'' নামে পরিচিত । তাঁর লেখা বিখ্যাত বইটি হল ''The Fall of A Sparrow'' যা পক্ষীবিজ্ঞানের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে। 

     আজকে অতি সহজে আপনাদের সমনে জনপ্রিয় বিজ্ঞানী দের সম্পর্কে উপস্থাপন করলাম । আপনাদের পোস্টটি কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন । ধন্যবাদ , আপনার দিনটি শুভ হোক ।

No comments:

Post a Comment