একনজরে পৃথিবীর ৭টি মহাদেশ তালিকা PDF | List of 7 continents of the world PDF
বন্ধুগন,
আজকে আমরা আলোচনা করতে চলেছি পৃথিবীর ৭টি মহাদেশ সম্পর্কে। এই পোস্টের মাধ্যমে আমরা তোমাদের সামনে একটি করে মহাদেশ গুলির সমস্ত বিষয়বস্তু গুলি সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো, যেটা তোমাদের যেকোনো পরীক্ষা ছাড়াও সাধারন জ্ঞান বৃদ্ধিতেও সাহায্য করবে।
সুতরাং আর বেশি সময় নষ্ট না করে,আমরা আজকে জেনে নেবো ৭টি মহাদেশ গুলির সম্পর্কে ।
পৃথিবীর ৭ টি মহাদেশ
আমারা সকলেই জানি এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া এই ৭টি মহাদেশ পৃথিবীতে আছে। আমরা এক এক করে সেই গুলির সম্পর্কে জানবো।
এশিয়া মহাদেশ ঃ
▣ আয়েতন ঃ ৬২,৮০০ কিলোমিটার (৩৯,০২২ বর্গমাইল)।
▣ জনসংখ্যা ঃ ৪,৫৬০,৬৬৭,১০৮ (২০১৮; ১ম)।
▣ জনঘনত্ব ঃ ২৬০/বর্গমাইল।
▣ দেশের সংখ্যা ঃ ৪৯টি দেশ আছে।
▣ ভাষার সংখ্যা ঃ ২২০০টি ভাষা প্রচলিত আছে।
▣ উল্লেখযোগ্য শহর ঃ করাচী, কলকাতা, ঢাকা, দিল্লি, মুম্বাই, তেহরান, সিউল, সাংহাই, ম্যানিলা, ওসাকা, বেইজিং, তাইপে, হংকং, শেনচেন, কুয়াংচৌ, ব্যাংকক এবং জাকার্তা।
আফ্রিকা মহাদেশ ঃ
▣ আয়েতন ঃ ৩০,২২১,৫৩২ বর্গ কিলোমিটার (১১,৬৬৮,৫৯৮ বর্গমাইল)।
▣ জনসংখ্যা ঃ ১২১.৬১ কোটি (২০১৬)
▣ জনঘনত্ব ঃ ৩০.৫১ জন প্রতি বর্গকিলোমিটারে।
▣ দেশের সংখ্যা ঃ ৫৪টি দেশ আছে।
▣ ভাষার সংখ্যা ঃ ২১৪০টি ভাষা আছে।
ইউরোপ মহাদেশ ঃ
▣ আয়েতন ঃ ১,০১,৮০,০০০ বর্গকিলোমিটার (৩৯,৩০,০০০ বর্গমাইল )।
▣ জনসংখ্যা ঃ ৭৪.৬৪ কোটি (২০১৮)।
▣ জনঘনত্ব ঃ প্রায় ১৮৮/বর্গ মাইল।
▣ দেশের সংখ্যা ঃ ৫০টি দেশ বর্তমান।
▣ ভাষার সংখ্যা ঃ ৩টি ইন্দ্র ইউরপিয় ভাষা গোষ্ঠীতে বিভক্ত। (রোমান্স ভাষাসমূহ,জার্মানিয় ভাষাসমূহ,স্লাভীয় ভাষাসমূহ।)
▣ উল্লেখযোগ্য শহর ঃ লন্ডন, মস্কো, ইস্তানবুল, প্যারিস, মিলান, মাদ্রিদ, বার্সেলোনা প্রভৃতি
উত্তর আমেরিকা মহাদেশ ঃ
▣ আয়েতন ঃ ২,৪৭,০৯,০০০ বর্গ কিমি।
▣ জনসংখ্যা ঃ ৫৭.৯ কোটি (২০১৬)।
▣ জনঘনত্ব ঃ ৫৯.৩/বর্গ মাইল।
▣ দেশের সংখ্যা ঃ ২৩টি দেশ বর্তমান।
▣ ভাষার সংখ্যা ঃ ইংরেজি, স্পেনীয়, ফরাসি, এবং অন্যান্য।
▣ উল্লেখযোগ্য শহর ঃ মেক্সিকো মেক্সিকো সিটি,নিউ ইয়র্ক,লস অ্যাঞ্জেলেস,টরোন্টো,শিকাগো,হিউস্টন,হাভানা,গুয়াদালাজারা,মন্ট্রিয়ল,ফিলাডেলফিয়া।
দক্ষিণ আমেরিকা মহাদেশ ঃ
▣ আয়েতন ঃ ১,৭৮,২০,৯০০ বর্গকিলোমিটার।
▣ জনসংখ্যা ঃ ৪২.২৫ কোটি (২০১৬)।
▣ জনঘনত্ব ঃ ২১.৪ প্রতি বর্গকিলোমিটার।
▣ দেশের সংখ্যা ঃ ১২টি দেশ।
▣ ভাষার সংখ্যা ঃ স্পেনীয় ভাষা এবং পর্তুগিজ ভাষা বর্তমানে দক্ষিণ আমেরিকার দুইটি প্রধান ভাষা।
▣ উল্লেখযোগ্য শহর ঃ বুয়েনোস আইরেস,সুক্রে,ব্রাসিলিয়া,পেরু প্রভৃতি।
অ্যান্টার্কটিকা মহাদেশ ঃ
▣ আয়েতন ঃ ১,৪২,০০,০০০ বর্গকিলোমিটার।
▣ জনসংখ্যা ঃ ১০০০ থেকে ৫০০০ লোক বসবাস করে।
▣ জনঘনত্ব ঃ ০.০০০০৮ জন প্রতি বর্গ কিলোমিটারে।
▣ দেশের সংখ্যা ঃ কোনো দেশ নেই।
▣ উল্লেখযোগ্য শহর ঃ ম্যাকমার্ডো স্টেশন।
☞ অস্ট্রেলিয়া মহাদেশ ঃ
▣ আয়েতন ঃ ৮৬,০০,০০০ বর্গকিলোমিটার।
▣ জনসংখ্যা ঃ ৩৮,০০০,০০০ (২০১৯)
▣ জনঘনত্ব ঃ ১১/বর্গমাইল।
▣ দেশের সংখ্যা ঃ ৩টি দেশ (অস্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি ও ইন্দোনেশিয়ার অংশবিশেষ)।
▣ ভাষার সংখ্যা ঃ ২৬৯টি ভাষা।
▣ উল্লেখযোগ্য শহর ঃ ক্যানবেরা, সিডনী উল্লেখযোগ্য শহর।
পৃথিবীর ৭ টি মহাদেশ তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: একনজরে পৃথিবীর ৭ টি মহাদেশ
File Format: PDF
No. of Pages: 02
File Size: 200 KB
আমরা আজকে পৃথিবীর ৭টি মহাদেশ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানলাম। তোমাদের কেমন লাগলো পড়ে অবশ্যই মতামত জানাবে। এই রকম গুরুত্বপূর্ণ পোস্টগুলি সবার আগে পেতে সাইটের উপরে দেওয়া টেলিগ্রাম ও Whatsapp লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। ধন্যবাদ , তোমার দিনটি শুভ হোক।
No comments:
Post a Comment