কম্পিউটার মেমোরির একক তালিকা PDF | List of Unit of Memory
হ্যালো বন্ধুরা,
আজকে আমরা তোমাদের জন্য যে পোস্টটি নিয়ে হাজির হয়েছি সেই পোস্টটি বিভিন্ন রকম চাকরির পরীক্ষার ইন্টার্ভিউর জন্য দারুন ভাবে কাজে আসবে এবং এর পাশাপাশি সাধারণ জ্ঞানের জন্য দারুন ভাবে কাজে আসবে। আমাদের আজকের পোস্টটি হল কম্পিউটার মেমোরির ইউনিট তালিকা PDF. যে পোস্টটির মধ্যে কম্পিউটারের মেমোরির সমস্ত একক গুলি খুব সুন্দর ভাবে সাজিয়ে দেওয়া আছে তাই কোন রকম সময় নষ্ট না করে নীচের দেওয়া তালিকাটি ভালোভাবে মুখস্ত করে নাও-
কম্পিউটারের মেমোরির একক তালিকা
মেমোরি | ইউনিট/একক |
---|---|
ইউনিট 1 বিট (Bit) | বাইনারি ডিজিট (Binary Digit) |
4 বিটস্ (Bits) | 1 নিবল (Nibble) |
8 বিটস্ (Bits) | 1 বাইট (Byte) |
1 কিলোবাইট (KB) | 1024 বাইট |
1 মেগাবাইট (MB) | 10,48,576 বাইট 1024 কিলোবাইট |
1 গিগাবাইট (GB) | 1,07,37,41,824 বাইট 10,48,576 কিলোবাইট 1024 মেগাবাইট |
1 টেরাবাইট (TB) | 1,09,951,16,27,776 বাইট 107,37,41,824 কিলোবাইট 10,48,576 মেগাবাইট 1024 গিগাবাইট |
1024 টেরাবাইট (TB) | 1 পেটাবাইট (Petabyte) |
1024 পেটাবাইট (PB) | 1 এক্সাবাইট (Exabyte) |
1024 এক্সাবাইট (EB) | 1 জেটাবাইট (Zettabyte) |
1024 জেটাবাইট (ZB) | 1 জোটাবাইট (Yottabyte) |
1024 জোটাবাইট (YB) | 1 ব্রনটোবাইট (Brontobyte) |
1024 ব্রনটোবাইট (BB) | 1 জিয়পবাইট (Geopbyte) |
কম্পিউটারের মেমোরির একক তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: কম্পিউটারের মেমোরির একক
File Format: PDF
No. of Pages: 01
File Size: 125 KB
আরও পড়ুন - কম্পিউটার সম্পর্কিত ফুলফর্ম তালিকা PDF
No comments:
Post a Comment