WBP অঙ্ক প্র্যাকটিস সেট | পশ্চিমবঙ্গ পুলিশ গণিত প্রশ্নোত্তর PDF
![]() |
| West Bengal Police Math Practice Set | গুরুত্বপূর্ণ অঙ্ক প্রশ্ন |
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, WBP SI বা অন্যান্য পদে চাকরির পরীক্ষায় অঙ্ক (Mathematics) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্কোরিং বিষয়। পরীক্ষায় সাধারণত সহজ থেকে মধ্যম স্তরের অঙ্ক প্রশ্ন করা হলেও সময় ব্যবস্থাপনা ও নিয়মিত প্র্যাকটিস ছাড়া ভালো নম্বর পাওয়া কঠিন। তাই আপনাদের প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা এখানে তুলে ধরেছি বাছাইকৃত পশ্চিমবঙ্গ পুলিশ অঙ্ক প্র্যাকটিস সেট, যেখানে রয়েছে পরীক্ষায় আসা সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, শর্ট-কাট পদ্ধতি এবং সমাধান।
এই প্র্যাকটিস সেটটি নিয়মিত সমাধান করলে আপনারা গতি, নির্ভুলতা ও আত্মবিশ্বাস— তিনটিই বাড়াতে পারবেন। পরীক্ষার আগের দৈনিক অনুশীলন হিসেবে এই সেট বিশেষভাবে সহায়ক হবে।
পশ্চিমবঙ্গ পুলিশ অঙ্ক প্র্যাকটিস সেট – 2025
প্রশ্নঃ এক নৌকারোহীর স্থির জলে নৌকার গতিবেগ 4.5 কিলোমিটার/ঘণ্টা, তিনি স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যাত্রাস্থলে ফিরে আসেন, যদি স্রোতের গতিবেগ 1.5 কিলোমিটার/ঘন্টা হয়, তবে ওই ব্যক্তির মোট যাত্রাপথের গড় গতিবেগ কত?
[A] 4 কিলোমিটার/ঘণ্টা
[B] 6 কিলোমিটার/ঘণ্টা
[C] 4.5 কিলোমিটার/ঘণ্টা
[D] 5 কিলোমিটার/ঘণ্টা
উত্তরঃ [A] 4 কিলোমিটার/ঘণ্টা
প্রশ্নঃ স্বস্তিকা বছরের শুরুতে 7,500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে অঙ্কিতা 18,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়। অঙ্কিতা কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল?
[A] 7 মাস
[B] 5 মাস
[C] 3 মাস
[D] 4 মাস
উত্তরঃ [B] 5 মাস
প্রশ্নঃ এক ব্যক্তি একটি স্টেশনের প্ল্যাটফর্মে দাড়িয়ে দেখলো যে, ঘন্টায় 36 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন 98 মিটার দীর্ঘ ওই প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?
[A] 125 মিটার
[B] 159 মিটার
[C] 205 মিটার
[D] 102 মিটার
উত্তরঃ [D] 102 মিটার
প্রশ্নঃ প্রিয়া ও প্রীতি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত যথাক্রমে 5 : 6 এবং 3 : 4। যদি তারা মাসে যথাক্রমে 1800 টাকা এবং 1600 টাকা সঞ্চয় করে, তবে প্রীতির মাসিক আয় কত?
[A] 3400 টাকা
[B] 2700 টাকা
[C] 1720 টাকা
[D] 7200 টাকা
উত্তরঃ [D] 7200 টাকা
প্রশ্নঃ পিউ, প্রীতি এবং বৃষ্টি একটি গাড়ি ভাড়া করল 3024 টাকা ব্যয় করে। তারা প্রত্যেকে গাড়িটি 28 ঘন্টা, 32 ঘন্টা ও 48 ঘন্টা করে ব্যবহার করল। তবে প্রীতিকে গাড়িটির ভাড়া বাবদ কত টাকা দিতে হবে?
[A] 580
[B] 648
[C] 772
[D] 896
উত্তরঃ [D] 896
প্রশ্নঃ দুটি নল 16 ও 32 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করতে পারে। দুটি নল একত্রে কিছুক্ষণ চলার পর কখন দ্বিতীয় নল বন্ধ করলে চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হবে?
[A] 8 মিনিট
[B] 9 মিনিট
[C] 11 মিনিট
[D] 10 মিনিট
উত্তরঃ [A] 8 মিনিট
প্রশ্নঃ একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 8 সেকেন্ড এবং 12 সেকেন্ডে অতিক্রম করে। তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে?
[A] 58 সেকেন্ড
[B] 38 সেকেন্ড
[C] 46 সেকেন্ড
[D] 48 সেকেন্ড
উত্তরঃ [D] 48 সেকেন্ড
প্রশ্নঃ গ্যাসের মূল্য 30% বাড়লে এক পরিবারের গ্যাসের ব্যবহারের পরিমাণ শতকরা কি হারে কমাতে হবে যাতে ওই পরিবারের খরচ একই থাকে?
[A] 25%
[B] 23%
[C] 23¹/₁₃%
[D] 30%
উত্তরঃ [C] 23¹/₁₃%
প্রশ্নঃ 1 থেকে 10 পর্যন্ত সকল অযুগ্ম সংখ্যার গড় কত?
[A] 3
[B] 7
[C] 5
[D] 9
উত্তরঃ [C] 5
প্রশ্নঃ বার্ষিক 10% হার সুদে কত বছরে কোন টাকার সবৃদ্ধিমূলের 2/5 হবে?
[A] 5 বছরে
[B] 6⅔ বছরে
[C] 5⅔ বছরে
[D] 6 বছরে
উত্তরঃ [B] 6⅔ বছরে
প্রশ্নঃ 20 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত?
[A] 163
[B] 173
[C] 204
[D] 331
উত্তরঃ [C] 204
প্রশ্নঃ একটি ব্যাগে 80টি 5 টাকা ও 10 টাকার মুদ্রা আছে। যদি মোট 600 টাকার মুদ্রা থাকে তাহলে 10 টাকার মুদ্রা আছে?
[A] 10টি
[B] 40টি
[C] 50টি
[D] 80টি
উত্তরঃ [B] 40টি
প্রশ্নঃ তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত?
[A] 81
[B] 100
[C] 121
[D] 144
উত্তরঃ [B] 100
প্রশ্নঃ কয়লার মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার কয়লার ব্যবহার শতকরা কি পরিমান কমালে মোট খরচ অপরিবর্তিত থাকবে?
[A] 23%
[B] 24%
[C] 20%
[D] 22%
উত্তরঃ [C] 20%
প্রশ্নঃ একটি আয়তক্ষেত্রের একদিকের বাহু 4 মি. এবং কর্ণ 5 মি. হলে,আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
[A] 15 বর্গ মি.
[B] 12 বর্গ মি.
[C] 45 বর্গ মি.
[D] 20 বর্গ মি.
উত্তরঃ [B] 12 বর্গ মি.
প্রশ্নঃ দুটি সংখ্যার গ.সা.গু. P এবং তাদের ল.সা.গু. Q,যদি একটি সংখ্যা R হয় তবে অপর সংখ্যাটি কত?
[A] PQ/R
[B] Q/PQ
[C] 1
[D] PQ/Q
উত্তরঃ [A] PQ/R
প্রশ্নঃ তিন অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যার গ.সা.গু. এবং ল.সা.গু. যথাক্রমে 15 এবং 1800, সংখ্যা জোড়া কত?
[A] 180,300
[B] 150,300
[C] 120,225
[D] 150,180
উত্তরঃ [C] 120,225
প্রশ্নঃ 726 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3 : 2 হলে,বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত?
[A] 33 মি., 22 মি.
[B] 30 মি., 20 মি.
[C] 45 মি., 30 মি.
[D] তথ্য অসুম্পূর্ণ
উত্তরঃ [A] 33 মি., 22 মি.
প্রশ্নঃ দুটি সংখ্যার গ.সা.গু. ও ল.সা.গু. যথাক্রমে 9 এবং 270; একটি সংখ্যা 54 হলে, অপরটি কত?
[A] 55
[B] 50
[C] 40
[D] 45
উত্তরঃ [D] 45
প্রশ্নঃ একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 10সেমি এবং প্রস্থ 8সেমি হলে,বাগানটির পরিসীমা কত?
[A] 18 সেমি
[B] 28 সেমি
[C] 36 সেমি
[D] 80 সেমি
উত্তরঃ [B] 28 সেমি
প্রশ্নঃ কজন ফল বিক্রেতা 32 বাক্স আম প্রতি বাক্স 55 টাকা করে,41 বাক্স আম প্রতি বাক্স 35 টাকা করে এবং 15 বাক্স আম প্রতি বাক্স 46 টাকা করে বিক্রি করে। প্রতি বাক্স আমের গড় দাম কত?
[A] 44.15 টাকা
[B] 44.25 টাকা
[C] 44 টাকা
[D] 45 টাকা
উত্তরঃ [A] 44.15 টাকা
প্রশ্নঃ এক জোড়া স্বাভাবিক সংখ্যার গ.সা.গু. 10 এবং তাদের যোগফল 150; এই ধরনের কতগুলি জোড় সংখ্যা হতে পারে?
[A] 2
[B] 3
[C] 4
[D] 5
উত্তরঃ [C] 4
প্রশ্নঃ কোনো সামন্তরিকের কর্ণ দুটি যথাক্রমে 3 সেমি ও 4 সেমি। তারা সমকোণে সমদ্বিখণ্ডিত। সামন্তরিকের বাহুগুলির মান কত?
[A] 3
[B] 2
[C] 3.5
[D] 2.5
উত্তরঃ [D] 2.5
প্রশ্নঃ 8 জন লোকের দৈনিক গড় আয় 13.20 টাকা।আরোও 14 জন লোকের দৈনিক গড় আয় 12.10 টাকা; 22 জন লোকের দৈনিক গড় আয় কত?
[A] 12 টাকা
[B] 12.50 টাকা
[C] 13 টাকা
[D] 13.25 টাকা
উত্তরঃ [B] 12.50 টাকা
প্রশ্নঃ ক্ষুদ্রতম কোন সংখ্যার সঙ্গে 10 যোগ করলে যোগফল 48, 72, 84 দ্বারা বিভাজ্য হবে?
[A] 1018
[B] 1008
[C] 998
[D] 990
উত্তরঃ [C] 998
প্রশ্নঃ একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 14 সেমি এবং উচ্চতা 5 সেমি হলে উহার ক্ষেত্রফল কত হবে?
[A] 37 বর্গসেমি
[B] 35 বর্গসেমি
[C] 38 বর্গসেমি
[D] 36 বর্গসেমি
উত্তরঃ [B] 35 বর্গসেমি
প্রশ্নঃ দুটি সংখ্যার ল.সা.গু. ও গ.সা.গু. যথাক্রমে 315 এবং 7; একটি সংখ্যা 35 হলে অপরটি -
[A] 63
[B] 42
[C] 150
[D] কোনটাই নয়
উত্তরঃ [A] 63
প্রশ্নঃ ছয়টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটির সমষ্টি 27; পরের তিনটির সমষ্টি কত?
[A] 40
[B] 45
[C] 30
[D] 36
উত্তরঃ [D] 36
প্রশ্নঃ 8মি. × 6মি. মাপের ঘরের মেঝেতে কার্পেট বেছাতে গেলে, 2মি. চওড়া কত দৈর্ঘ্যের কার্পেট প্রয়োজন?
[A] 60 বর্গমিটার
[B] 200 বর্গমিটার
[C] 50 বর্গমিটার
[D] 30 বর্গমিটার
উত্তরঃ [B] 200 বর্গমিটার
প্রশ্নঃ জুলির বয়স টিনার বয়সের 6গুণ। আগামী 20বছর পরে জুলির বয়স টিনার বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে জুলির বয়স কত?
[A] 30
[B] 35
[C] 40
[D] 5
উত্তরঃ [A] 30
প্রশ্নঃ একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে 12 মিনিট এবং তার পরবর্তী 8 মিনিট ঘন্টায় 45 কিলোমিটার বেগে যায়। এই যাত্রায় গড় গতিবেগ কত?
[A] 46 কিমি/ঘন্টা
[B] 40 কিমি/ঘন্টা
[C] 36 কিমি/ঘন্টা
[D] 43 কিমি/ঘন্টা
উত্তরঃ [C] 36 কিমি/ঘন্টা
প্রশ্নঃ দুটি সংখ্যার যোগফল 315 এবং গ.সা.গু. 35 হলে এরূপ কত জোড়া সংখ্যা সম্ভব?
[A] 5
[B] 2
[C] 4
[D] 3
উত্তরঃ [D] 3
প্রশ্নঃ 20টি সংখ্যার গড় 30 এবং ওপর সংখ্যার গড় 20; তাহলে সমস্ত সংখ্যার গড় -
[A] 30
[B] 40
[C] 24
[D] 25
উত্তরঃ [C] 24
প্রশ্নঃ একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 96 বর্গমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 8মিটার হলে,বাগানটির কর্ণের দৈর্ঘ্য -
[A] 16 মিটার
[B] 32 মিটার
[C] 20 মিটার
[D] 17 মিটার
উত্তরঃ [B] 32 মিটার
প্রশ্নঃ কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অন্তর 75 সেমি. হলে তার ক্ষেত্রফল কত বর্গসেমি?
[A] 965
[B] 960
[C] 962.5
[D] 967
উত্তরঃ [C] 962.5
প্রশ্নঃ 5 টাকার কত অংশ 1.25 টাকা হবে -
[A] 23 %
[B] 25 %
[C] 20 %
[D] 28 %
উত্তরঃ [B] 25 %
প্রশ্নঃ কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 1305,4665 এবং 6905 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে?
[A] 1120
[B] 1123
[C] 1125
[D] 1110
উত্তরঃ [D] 1110
প্রশ্নঃ ভাস্করবাবু তার স্ত্রীর চেয়ে 4 বছরের বড় এবং কন্যার তিনগুণ বয়সি। দশ বছর পরে যদি রমেনবাবুর তার কন্যার দ্বিগুণ বয়সি হয়,তবে তাদের কন্যার এখন কত বয়স হবে?
[A] 14 বছর
[B] 13 বছর
[C] 15 বছর
[D] 16 বছর
উত্তরঃ [A] 14 বছর
প্রশ্নঃ বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে । ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত?
[A] 630
[B] 600
[C] 590
[D] 580
উত্তরঃ [B] 600
প্রশ্নঃ একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার। তলদেশে ছিদ্র দিয়ে 8% শতাংশ জল বের হয়ে গেলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত?
[A] 391 লিটার
[B] 390 লিটার
[C] 385 লিটার
[D] 389 লিটার
উত্তরঃ [A] 391 লিটার
প্রশ্নঃ এক পরীক্ষার্থী পরীক্ষায় 25% নম্বর পায় এবং পাস নম্বরের থেকে 30 নম্বর কম পায়। আর একজন পরীক্ষার্থী 50% নম্বর পায় এবং পাস নম্বর থেকে 20 নম্বর বেশি পায়। পাস নম্বর কত?
[A] 40
[B] 80
[C] 50
[D] 60
উত্তরঃ [B] 80
প্রশ্নঃ মান নির্ণয় কর : 1.25 ÷ 0.25 এর 2.5
[A] 1
[B] 0
[C] 2
[D] -1
উত্তরঃ [C] 2
প্রশ্নঃ কোনও অসাধু ব্যবসায়ী বিক্রেতা ও ক্রেতা উভয়কেই 10% ঠকায়। ব্যবসায়ীটি প্রকৃতপক্ষে শতকরা কত লাভ করে?
[A] 100%
[B] 20%
[C] 21%
[D] 29%
উত্তরঃ [C] 21%
প্রশ্নঃ দুটি সংখ্যার যোগফল 128 এবং বড় সংখ্যাটির 3 গুণ = ছোট সংখ্যাটির 5 গুণ। ছোট সংখ্যাটি হল -
[A] 48
[B] 60
[C] 72
[D] 80
উত্তরঃ [A] 48
প্রশ্নঃ একটি চৌবাচ্চার 0.8 অংশ জলপূর্ণ আছে, এ থেকে 25 লিটার জল তুলে নেওয়ার পর দেখা যায় যে চৌবাচ্চার অর্ধেক থেকে 14 লিটার জল বেশী আছে। চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা বের করো।
[A] 100 লিটার
[B] 130 লিটার
[C] 200 লিটার
[D] 150 লিটার
উত্তরঃ [B] 130 লিটার
প্রশ্নঃ দুটি সংখ্যার অনুপাত 3 : 4; তাদের গ.সা.গু. 4, তাদের ল.সা.গু কত?
[A] 48
[B] 50
[C] 56
[D] 60
উত্তরঃ [A] 48
প্রশ্নঃ কোনো সংখ্যাকে 30% বৃদ্ধি করলে 39 হয়। সংখ্যাটি কত?
[A] 30
[B] 32
[C] 34
[D] 36
উত্তরঃ [A] 30
প্রশ্নঃ 72 লিটারের একটি মিশ্রণে সিরাপ ও জল 7 : 2 অনুপাতে আছে। এর সঙ্গে কতখানি জল মেশালে সিরাপ ও জলের পরিমাণ 4 : 3 হবে?
[A] 20 লিটার
[B] 24 লিটার
[C] 26 লিটার
[D] 30 লিটার
উত্তরঃ [C] 26 লিটার
প্রশ্নঃ 5টি ভেড়ার দাম = 8টি ছাগলের দাম, 30টি ছাগলের দাম = 3টি গোরুর দাম, 50টি ভেড়ার বদলে ক-টি গোরু পাওয়া যাবে?
[A] 6
[B] 8
[C] 10
[D] 12
উত্তরঃ [B] 8
প্রশ্নঃ দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের ল.সা.গু. 180, ছোট সংখ্যাটি হবে -
[A] 30
[B] 40
[C] 45
[D] 60
উত্তরঃ [C] 45
West Bengal Police Math Practice Set PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details ::
File Name: পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 07
File Size: 377 KB

No comments:
Post a Comment