WB Police Constable GK Questions & Answers | গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর
WB Police Constable পরীক্ষায় সফল হতে হলে সাধারণ জ্ঞান বিভাগে যথেষ্ট দক্ষতা থাকা খুবই জরুরি। পরীক্ষায় ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনা, ভারত ও পশ্চিমবঙ্গ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য থেকে নিয়মিত প্রশ্ন আসে। তাই এই পোষ্টে সাজানো হলো WB Police Constable পরীক্ষার জন্য বিশেষভাবে প্রণীত নির্বাচিত জিকে প্রশ্নোত্তর, যা আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী ও পরীক্ষামুখী করে তুলবে।
প্রতিটি প্রশ্ন পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি, সহজ ভাষায় ব্যাখ্যাসহ দেওয়া হয়েছে যাতে আপনি দ্রুত রিভিশন করতে পারেন।
এই জিকে প্রশ্নোত্তর পোষ্টটি আপনাকে—
✔️ গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে
✔️ পরীক্ষায় আসা প্রশ্নের ধরন বুঝতে
✔️ শেষ মুহূর্তের প্রস্তুতি আরও সহজ করতে নিশ্চিতভাবে সাহায্য করবে
WB Police Constable GK 2025 - গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন: 'জাব' শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত?
ক) গলফ
খ) বক্সিং
গ) লন টেনিস
ঘ) বিলিয়ার্ডস
উত্তর: খ) বক্সিং
প্রশ্ন: কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৮৪০ সালে
খ) ১৮৫৭ সালে
গ) ১৮২৩ সালে
ঘ) ১৮৩৫ সালে
উত্তর: ঘ) ১৮৩৫ সালে
প্রশ্ন: অলিম্পিকের প্রতীকে থাকা পাঁচটি রঙের আংটির মধ্যে কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে?
ক) কালো
খ) নীল
গ) সবুজ
ঘ) হলুদ
উত্তর: ঘ) হলুদ
প্রশ্ন: বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
ক) জলপাইগুড়ি
খ) আলিপুরদুয়ার
গ) দার্জিলিং
ঘ) দক্ষিণ ২৪ পরগনা
উত্তর: খ) আলিপুরদুয়ার
প্রশ্ন: সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ বন্দর কোনটি ছিল?
ক) লোথাল
খ) কালিবাঙ্গান
গ) সুরকোটাদা
ঘ) ধোলাভিরা
উত্তর: ক) লোথাল
প্রশ্ন: বিখ্যাত বাংলা উপন্যাস 'প্রথম প্রতিশ্রুতি' কে লিখেছেন?
ক) সুনীল গঙ্গোপাধ্যায়
খ) লীলা মজুমদার
গ) আশাপূর্ণা দেবী
ঘ) মহাশ্বেতা দেবী
উত্তর: গ) আশাপূর্ণা দেবী
প্রশ্ন: কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট আরোহণ করেছিলেন?
ক) জুনকো তাবেই
খ) বাচেন্দ্রী পাল
গ) আরতি সেন
ঘ) এমসি মেরি কম
উত্তর: খ) বাচেন্দ্রী পাল
প্রশ্ন: ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত কাদের নিযুক্ত করেন?
ক) ভারতের অ্যাটর্নি জেনারেল
খ) ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল
গ) রাজ্যপাল
ঘ) উপরের সবগুলোই
উত্তর: ঘ) উপরের সবগুলোই
প্রশ্ন: রামানুজন একজন বিশ্ববিখ্যাত -
ক) গণিতবিদ
খ) বিজ্ঞানী
গ) অর্থনীতিবিদ
ঘ) পদার্থবিদ
উত্তর: ক) গণিতবিদ
প্রশ্ন: নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
ক) অগস্ত্যকুটম
খ) দোদাবেতা
গ) পরেশনাথ
ঘ) সহ্যাদ্রি
উত্তর: খ) দোদাবেতা
প্রশ্ন: নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে নির্মিত হয়েছিল?
ক) চন্দ্রগুপ্ত-প্রথম
খ) কুমারগুপ্ত- 1
গ) সমুদ্রগুপ্ত
ঘ) স্কন্দগুপ্ত
উত্তর: খ) কুমারগুপ্ত- 1
প্রশ্ন: বাতাসে নাইট্রোজেনের শতকরা হার কত?
ক) ২০%
খ) ০.০৪%
গ) ৭৮.০৯%
ঘ) ১৬.৮%
উত্তর: গ) ৭৮.০৯%
প্রশ্ন: নর্মদা নদীর উৎস কোথায়?
ক) জবলপুর
খ) ত্রিম্বকেশ্বর
গ) মহাবালেশ্বর
ঘ) অমরকন্টক
উত্তর: ঘ) অমরকন্টক
প্রশ্ন: কোন ভাইসরয় ভ্রষ্টতার মতবাদ প্রণয়ন করেছিলেন?
ক) লর্ড কার্জন
খ) লর্ড হেস্টিংস
গ) লর্ড ডালহৌসি
ঘ) লর্ড ওয়েলেসলি
উত্তর: গ) লর্ড ডালহৌসি
প্রশ্ন: বাংলায় “স্থায়ী বন্দোবস্ত (Permanent Settlement)” পদ্ধতি কোন বছরে প্রয়োগ করা হয়?
ক) ১৭৭৩ সালে
খ) ১৭৯৩ সালে
গ) ১৮১৩ সালে
ঘ) ১৮৩৩ সালে
উত্তর: খ) ১৭৯৩ সালে
প্রশ্ন: “অনুশীলন সমিতি” নামে বিপ্লবী সংগঠনের প্রতিষ্ঠাতা কে?
ক) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
খ) অরবিন্দ ঘোষ
গ) বারীন্দ্রকুমার ঘোষ
ঘ) প্রমথনাথ বন্ধু
উত্তর: ঘ) প্রমথনাথ বন্ধু
প্রশ্ন: ব্রিটিশ শাসনামলে ১৯১২ সালে অবিভাজিত বাংলার রাজধানী কলকাতা থেকে কোন শহরে স্থানান্তরিত হয়?
ক) ঢাকা
খ) মুর্শিদাবাদ
গ) দিল্লি
ঘ) পাটনা
উত্তর: গ) দিল্লি
প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার প্রতিবাদে নাইটহুড উপাধি ত্যাগ করেন?
ক) জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড
খ) বঙ্গভঙ্গ
গ) চৌরি-চৌরা ঘটনা
ঘ) সাইমন কমিশন
উত্তর: ক) জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড
প্রশ্ন: স্বাধীনতা-পূর্ব পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন?
ক) কৈলাশনাথ কাটজু
খ) হরেন্দ্র কুমার মুখার্জি
গ) সি. রাজাগোপালাচারী
ঘ) বিধানচন্দ্র রায়
উত্তর: খ) হরেন্দ্র কুমার মুখার্জি
প্রশ্ন: “তেভাগা আন্দোলন” কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল?
ক) ভূমি সংস্কার
খ) মজদুর অধিকার
গ) ফসল ভাগাভাগি/কৃষকের অংশ
উত্তর: গ) ফসল ভাগাভাগি (কৃষকদের অংশ)
প্রশ্ন: “বাংলা কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস” কে প্রতিষ্ঠা করেন?
ক) আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
খ) মেঘনাদ সাহা
গ) জগদীশ চন্দ্র বসু
ঘ) সত্যেন্দ্র নাথ বসু
উত্তর: ক) আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
প্রশ্ন: ব্রিটিশ শাসনে বাংলার প্রথম রাজধানী কোথায় ছিল?
ক) গৌড়
খ) মুর্শিদাবাদ
গ) নদিয়া
ঘ) বীরভূম
উত্তর: ক) গৌড়
প্রশ্ন: কোন নদীকে “বঙ্গালির শোক” বলা হয়?
ক) হুগলি
খ) দামোদর
গ) তিস্তা
ঘ) সোনারেখা
উত্তর: খ) দামোদর
প্রশ্ন: বিখ্যাত “সাঁওতাল বিদ্রোহ” (১৮৫৫–৫৬) কার নেতৃত্বে হয়েছিল?
ক) বীরসা মুন্ডা
খ) সিধু ও কানহু মুর্মু
গ) তিলকা মাঝি
ঘ) টান্ট্যা ভীল
উত্তর: খ) সিধু ও কানহু মুর্মু
প্রশ্ন: “রার” অঞ্চল পশ্চিমবঙ্গে কোন দুই নদীর মধ্যে অবস্থিত?
ক) গঙ্গা ও দামোদর
খ) দামোদর ও অজয়
গ) তিস্তা ও মহানন্দা
ঘ) স্বর্ণরেখা ও রূপনারায়ণ
উত্তর: খ) দামোদর ও অজয়
প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলা “বালুচরী” শাড়ির জন্য বিখ্যাত?
ক) মুর্শিদাবাদ
খ) নদিয়া
গ) বীরভূম
ঘ) বাঁকুড়া
উত্তর: ক) মুর্শিদাবাদ
প্রশ্ন: “কলকাতা পোর্ট ট্রাস্ট” কোন সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৮৬৮ সালে
খ) ১৮৭০ সালে
গ) ১৮৭২ সালে
ঘ) ১৮৭৫ সালে
উত্তর: ঘ) ১৮৭৫ সালে
প্রশ্ন: স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
ক) বিধানচন্দ্র রায়
খ) প্রফুল্ল চন্দ্র ঘোষ
গ) সিদ্ধার্থ শঙ্কর রায়
ঘ) জ্যোতি বসু
উত্তর: খ) প্রফুল্ল চন্দ্র ঘোষ
প্রশ্ন: কোন বাঙালি নেতাকে “বর্ধমানের ভাগীরথী” বলা হয়?
ক) হরেকৃষ্ণ কোনার
খ) জ্যোতি বসু
গ) বিধানচন্দ্র রায়
ঘ) প্রফুল্ল সেন
উত্তর: গ) বিধানচন্দ্র রায়
প্রশ্ন: “কুর্মি” ও “মুন্ডা” জনজাতি প্রধানত পশ্চিমবঙ্গের কোন অংশে বাস করে?
ক) দক্ষিণবঙ্গের সমতল
খ) পুরুলিয়া ও বাঁকুড়া
গ) উত্তরবঙ্গের তরাই
ঘ) সুন্দরবন ডেল্টা
উত্তর: খ) পুরুলিয়া ও বাঁকুড়া
প্রশ্ন: কোন স্বাধীনতা সংগ্রামীকে “বাঘা যতীন” বলা হয়?
ক) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
খ) বিপিন বিহারী গাঙ্গুলি
গ) উল্লাসকর দত্ত
ঘ) প্রফুল্ল চাকি
উত্তর: ক) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
প্রশ্ন: “সুন্দরবন” কোন ডেল্টা ব্যবস্থার অংশ?
ক) গঙ্গা–ব্রহ্মপুত্র ডেল্টা
খ) কৃষ্ণ–গোদাবরী ডেল্টা
গ) মহানদী ডেল্টা
ঘ) সিন্ধু ডেল্টা
উত্তর: ক) গঙ্গা–ব্রহ্মপুত্র ডেল্টা
প্রশ্ন: ১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষ কোন ব্রিটিশ গভর্নরের আমলে ঘটে?
ক) লর্ড ওয়েভেল
খ) লর্ড লিনলিথগো
গ) লর্ড ইরউইন
ঘ) লর্ড মাউন্টব্যাটেন
উত্তর: খ) লর্ড লিনলিথগো
প্রশ্ন: “ভিতরকানিকা” অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলার নিকটবর্তী?
ক) দক্ষিণ ২৪ পরগনা
খ) পূর্ব মেদিনীপুর
গ) উত্তর ২৪ পরগনা
ঘ) হাওড়া
উত্তর: খ) পূর্ব মেদিনীপুর
প্রশ্ন: “রাজবংশী” সম্প্রদায় পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে প্রধানত পাওয়া যায়?
ক) পশ্চিমাঞ্চল
খ) উত্তরবঙ্গ
গ) ডেল্টা অঞ্চল
ঘ) মধ্যবঙ্গ
উত্তর: খ) উত্তরবঙ্গ
প্রশ্ন: গঙ্গার ওপর নির্মিত ফারাক্কা ব্যারাজ কোন সালে তৈরি হয়?
ক) ১৯৬৫ সালে
খ) ১৯৭১ সালে
গ) ১৯৭৫ সালে
ঘ) ১৯৭৮ সালে
উত্তর: গ) ১৯৭৫ সালে
প্রশ্ন: “ছাউ নাচ” পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের লোকনৃত্য?
ক) পুরুলিয়া
খ) বাঁকুড়া
গ) মেদিনীপুর
ঘ) জলপাইগুড়ি
উত্তর: ক) পুরুলিয়া
প্রশ্ন: “বেঙ্গল গেজেট” রাজনৈতিক পত্রিকার প্রতিষ্ঠাতা কে?
ক) রাজা রামমোহন রায়
খ) জেমস অগাস্টাস হিকি
গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
ঘ) দ্বারকানাথ ঠাকুর
উত্তর: খ) জেমস অগাস্টাস হিকি
প্রশ্ন: “রাশ মেলা” পশ্চিমবঙ্গের কোন স্থানে বিখ্যাত?
ক) কুচবিহার
খ) নবদ্বীপ
গ) শান্তিনিকেতন
ঘ) মেদিনীপুর
উত্তর: খ) নবদ্বীপ
প্রশ্ন: “হিমালয় তরাই” অঞ্চল কোন কোন জেলায় অবস্থিত?
ক) দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার
খ) বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া
গ) নদিয়া, মুর্শিদাবাদ
ঘ) মালদা, উত্তর দিনাজপুর
উত্তর: ক) দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার
প্রশ্ন: পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কয়লা অঞ্চল কোনটি?
ক) রানিগঞ্জ
খ) ঝাড়িয়া
গ) আসানসোল
ঘ) ধনবাদ
উত্তর:ক) রানিগঞ্জ
প্রশ্ন: “অপারেশন বর্গা” কোন মুখ্যমন্ত্রীর আমলে শুরু হয়েছিল?
ক) জ্যোতি বসু
খ) বিধানচন্দ্র রায়
গ) প্রফুল্লচন্দ্র সেন
ঘ) সিদ্ধার্থ শঙ্কর রায়
উত্তর: ক) জ্যোতি বসু
প্রশ্ন: “টোটো” জনজাতি পশ্চিমবঙ্গের কোন জেলায় মূলত বাস করে?
ক) কুচবিহার
খ) জলপাইগুড়ি
গ) আলিপুরদুয়ার
ঘ) দার্জিলিং
উত্তর: গ) আলিপুরদুয়ার
WB Police Constable GK Questions & Answers PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details ::
File Name: পশ্চিমবঙ্গ পুলিশ জিকে প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 05
File Size: 268 KB

No comments:
Post a Comment