Breaking




Saturday, 22 November 2025

Jibon Bigyan 200+ Question Answer PDF | জীবন বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Jibon Bigyan 200+ Question Answer PDF | জীবন বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Jibon Bigyan 200+ Question Answer PDF | জীবন বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
Jibon Bigyan 200+ Question Answer PDF | জীবন বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
চাকরির পরীক্ষায় Life Science / জীবন বিজ্ঞান বিভাগটি সবসময়ই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে WBCS, WBPSC Clerkship, Police, Railway, SSC, Primary TET, Group-C/D সহ প্রায় সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় জীবন বিজ্ঞানের বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন আসে। তাই প্রস্তুতি আরও শক্তিশালী করতে প্রয়োজন সাজানোভাবে অনুশীলন।

এখানে আমরা নিয়ে এসেছি ২০০+ বাছাইকৃত জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর, যা সম্পূর্ণ পরীক্ষামুখী এবং পূর্ববর্তী বছরের প্রশ্নের ধাঁচে তৈরি। পাশাপাশি আপনি পাবেন ফ্রি PDF ডাউনলোড, যাতে পুরো বিষয়টি একসঙ্গে পড়ে রিভিশন করা সহজ হয়।

এই প্রশ্নোত্তর সেটটি আপনাকে—

গুরুত্বপূর্ণ জীববিদ্যার অধ্যায়গুলো ঝালিয়ে নিতে,
পরীক্ষার আগের দ্রুত রিভিশনে,
এবং নিজের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।

চলুন, এখন দেখে নেওয়া যাক ২০০+ Life Science MCQ প্রশ্নোত্তর PDF–এর বিস্তারিত।

২০০+ জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর PDF – পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ লাইফ সায়েন্স

প্রশ্নঃ কোন রাজ্য সরকার বিবাহের পূর্বে AIDS Test  বাধ্যতামূলক করেছেন?
উঃ বিহার

প্রশ্নঃ প্লেগ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী?
উঃ প্যাসটিউরেল্লা পেসটিস

প্রশ্নঃ দেহের সবচেয়ে বড় পেশি কোনটি?
উঃ সারটোরিয়াম (উরুতে থাকে)

প্রশ্নঃ মানুষের মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়?
উঃ শর্করা

প্রশ্নঃ কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
উঃ বেগুনি সবচেয়ে কম লাল

প্রশ্নঃ স্বাভাবিক উষ্ণতায় পারদ ছাড়া আরেকটি তরল ধাতু কি?
উঃ গ্যালিয়াম

প্রশ্নঃ সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
উঃ হাইড্রোজেন

প্রশ্নঃ উদ্ভিদের বৃদ্ধির হার কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়?
উঃ আর্ক ইন্ডিকেটর

প্রশ্নঃ রক্তে বিলিরুবিন পরিমান বেশি হলে কোন রোগ হয়?
উঃ জন্ডিস

প্রশ্নঃ উদ্ভিদের কোশপ্রাচীর স্থূল হয় কি সঞ্চিত হওয়ার ফলে?
উঃ সেলুলোজ, পেকটিন, লিগনিন
প্রশ্নঃ কিসের সাহায্যে উদ্ভিদের বয়স নির্ণয় করা হয়?
উঃ বৃদ্ধিবলয়/ বর্ষবলয়

প্রশ্নঃ পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন পদ্ধতিকে কি বলে?
উঃ নিষেক

প্রশ্নঃ নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে কী বলে?
উঃ জাইগেট

প্রশ্নঃ সমআয়তন ও সমপ্রকৃতির জননকোশের মিলনকে কী বলে?
উঃ আইসোগ্যামি

প্রশ্নঃ শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে কি বলে?
উঃ স্পার্মাটোজেনেসিস

প্রশ্নঃ ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে কি বলে?
উঃ উজেনেসিস

প্রশ্নঃ ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন?
উঃ ইথিলিন

প্রশ্নঃ অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়?
উঃ বিটা

প্রশ্নঃ অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়?
উঃ আলফা

প্রশ্নঃ প্রতি 100 ml. রক্তে শর্করার স্বাভাবিক পরিমান কত?
উঃ 80-120 mg
প্রশ্নঃ রক্তে শর্করার পরিমান বৃদ্ধির হারকে কি বলে?
উঃ হাইপারগ্লাইসিমিয়া

প্রশ্নঃ রক্তে শর্করার পরিমান বৃদ্ধিজনিত রোগকে কি বলে?
উঃ ডায়াবেটিস মেলিটাস

প্রশ্নঃ কোন রোগের ওপর নাম Big C?
উঃ ক্যানসার

প্রশ্নঃ কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয়?
উঃ ADH

প্রশ্নঃ SI পদ্ধতিতে তাপের একক কি?
উঃ কেলভিন

প্রশ্নঃ PV = RT সমীকরণ মেনে চলে যে গ্যাসগুলি তাদের কি বলে?
উঃ আদর্শ গ্যাস

প্রশ্নঃ সিগারেটের লাইটারে কোন গ্যাস থাকে?
উঃ বিউটেন

প্রশ্নঃ LPG কিসের মিশ্রণ?
উঃ বিউটেন ও প্রোপেন

প্রশ্নঃ কোন বর্ণের আলোকে সালোকসংশ্লেষ বন্ধ হয়?
উঃ সবুজ বর্ণের আলোয়

প্রশ্নঃ অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কী?
উঃ সুপ্রারেনাল গ্রন্থি

প্রশ্নঃ মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত?
উঃ 8/10 মিঃ

প্রশ্নঃ জীবদেহে অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত হয়?
উঃ যকৃতে

প্রশ্নঃ রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় কোথায়?
উঃ জীবাশ্মের বয়স নির্ণয়ে

প্রশ্নঃ যৌন ক্রোমোজোম ছাড়া অন্য 44 টি ক্রোমোজোমকে কি বলে?
উঃ অটোজোম

প্রশ্নঃ কাকে রাসায়নিক দূত বলা হয়?
উঃ হরমোনকে

প্রশ্নঃ মিউটেশম তত্বের প্রবক্তা কে?
উঃ দ্য ভ্রিস

প্রশ্নঃ রক্ত তঞ্চনের সময়সীমা কত?
উঃ 3 থেকে 7 মিনিট

প্রশ্নঃ ছত্রাকে কোন জাতীয় পুষ্টি দেখা যায়?
উঃ মৃতজীবী

প্রশ্নঃ মানবদেহে সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি কোনটি?
উঃ লিভার

প্রশ্নঃ চার্লস ডারউইন কোন বিবর্তনবাদের প্রবক্তা ছিলেন?
উঃ প্রাকৃতিক নির্বাচনবাদ

প্রশ্নঃ গরুর দুধে হালকা হলুদ বর্ণের হয় এর কারণ কী?
উঃ রাইবোফ্লোবিন থাকে

প্রশ্নঃ কোন বিভাগের রক্তকে সার্বিকদাতা বলে?
উঃ O

প্রশ্নঃ কোন মশা Yellow Fever এর বাহক?
উঃ এডিস মশা

প্রশ্নঃ কোনও শিশুর 14 বছর বয়স পর্যন্ত বৃদ্ধিতে কোন জিনিসের গুরুত্ব সর্বাধিক দেখা যায়?
উঃ প্রোটিন

প্রশ্নঃ কোনও শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা?
উঃ পিতার ক্রোমোজোম দ্বারা

প্রশ্নঃ মানবদেহে কোন ভিটামিন সংশ্লেষিত হয়?
উঃ ভিটামিন D

প্রশ্নঃ রক্তে জলের পরিমান কত
উঃ 91.92%

প্রশ্নঃ 100 CC রক্তে মানবদেহে হিমোগ্লোবিনের পরিমান কত?
উঃ 14. 5 gm

প্রশ্নঃ পতঙ্গদের কত জোড়া পা আছে?
উঃ 3 জোড়া

প্রশ্নঃ মূত্রের রং হলুদ হয় কিসের উপস্থিতিতে?
উঃ বিলিরুবিন

প্রশ্নঃ মানুষের লোহিত কণিকার আয়ু কত?
উঃ 120 দিন

প্রশ্নঃ কোন রোগের অপর নাম Slim Disease?
উঃ AIDS

প্রশ্নঃ মানবদেহের কোন অঙ্গকে Mirror of Disease বলা হয়?
উঃ জিহ্বা 

প্রশ্নঃ বিড়াল কোন স্বাদ গ্রহণ করতে অপারগ?
উঃ মিষ্টি

প্রশ্নঃ কোন ভিটামিন বৃষ্টির জলে উপস্থিত থাকে?
উঃ ভিটামিন B

প্রশ্নঃ কোন রোগের জন্য BCG টিকা দেওয়া হয়?
উঃ যক্ষারোগ

প্রশ্নঃ ভিটামিন শব্দটি কে প্রথম ব্যাবহার করেন?
উঃ বিজ্ঞানী ফ্রাঙ্ক

প্রশ্নঃ সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি?
উঃ রেমি উদ্ভিদের তন্তু কোষ

প্রশ্নঃ কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে?
উঃ ককলিয়া

প্রশ্নঃ ব্রঙ্কাইটিস মানদেহের কোন অংশকে আক্রান্ত করে?
উঃ শ্বাসনালি

প্রশ্নঃ আরশোলার হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
উঃ 13 টি

প্রশ্নঃ কোন প্রাণীর স্নায়ুতন্ত্র ফাঁপা থাকে?
উঃ মাছ

প্রশ্নঃ রক্তে কোন ধাতব পদার্থ থাকার কারণে অক্সিজেন পরিবাহিত হয়?
উঃ লোহা

প্রশ্নঃ জীব বিজ্ঞানের জনক কে?
উঃ এরিস্টটল

প্রশ্নঃ কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
উঃ শুশুক

প্রশ্নঃ ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী?
উঃ ডলি

প্রশ্নঃ সবচেয়ে বড় কোষ কোনটি?
উঃ উট পাখির ডিম

প্রশ্নঃ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী?
উঃ মাছ

প্রশ্নঃ সাদা রক্তের বা বর্ণহীন রক্তের প্রাণী কোনটি?
উঃ তেলাপোকা

প্রশ্নঃ প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে?
উঃ মাইটোকন্ড্রিয়া

প্রশ্নঃ প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে?
উঃ কেঁচো

প্রশ্নঃ বাদুর রাতের বেলা চলাচল করে কিভাবে?
উঃ আল্ট্রাসনিক সাউন্ড এর মাধ্যমে প্রতিধ্বনি সৃষ্টির করে

প্রশ্নঃ জীবাণু বিদ্যার জনক কে?
উঃ লুই পাস্তুর

প্রশ্নঃ সবচেয়ে ক্ষুদ্র জীব কোনটি?
উঃ মানব ডিম্বানু

প্রশ্নঃ একটি মিশ্র স্নায়ুর নাম লেখ 
উঃ ভেগাস

প্রশ্নঃ মানুষের দীর্ঘ স্নায়ুর নাম কি?
উঃ সায়াটিক নার্ভ

প্রশ্নঃ দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে?
উঃ সাইন্যাপস

প্রশ্নঃ 'কোষ' কথাটির স্রষ্টা কে?
উঃ রবার্ট হুক

প্রশ্নঃ কোন জীবকে কেলাসিত করা যায়?
উঃ ভাইরাস নামক জীবকে

প্রশ্নঃ 'হেপাটাইসিস-বি' ভাইরাস কোন রোগের কারণ?
উঃ জন্ডিস

প্রশ্নঃ ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ?
উঃ আরশোলা

প্রশ্নঃ ইনসুলিনের অভাবে কি রোগ হয়?
উঃ ডায়াবেটিস

প্রশ্নঃ মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম কি?
উঃ লিভার

প্রশ্নঃ দেহ কোষের বিভাজন কোন প্রক্রিয়ায় সংঘটিত হয়?
উঃ মাইটোসিস

প্রশ্নঃ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজে উপস্থিত অক্সিজেনের উৎস কি?
উঃ কার্বন-ডাই অক্সাইড

প্রশ্নঃ সালোকসংশ্লেষ এর অন্ধকার দশা কোথায় উৎপন্ন হয়?
উঃ ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে

প্রশ্নঃ দিনের যে সময়ে সালোকসংশ্লেষ ও শ্বসনের হার সমান হয় তাকে কি বলে?
উঃ কমপেনশেসন পয়েন্ট

প্রশ্নঃ সালোকসংশ্লেষ এর অন্ধকার দশাটি সর্বপ্রথম কোন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেন?
উঃ বিজ্ঞানী ব্ল্যাকম্যান

প্রশ্নঃ উদ্ভিদের কোন অংশে প্রধানত সালোকসংশ্লেষ ঘটে?
উঃ  সবুজ উদ্ভিদের পাতার মেসোফিল কলার প্যারেনকাইমা কোষে

প্রশ্নঃ আলোর ফোটন কনা নিহিত শক্তিকে কি বলে?
উঃ কোয়ান্টাম

প্রশ্নঃ কোন বর্ণের আলোতে সালোকসংশ্লেষ ঘটেনা?
উঃ সবুজ বর্ণের আলোতে

প্রশ্নঃ সবাত ও অবাত শ্বসনের সাধারণ পর্যায়টি কি?
উঃ গ্লাইকোলাইসিস

প্রশ্নঃ কোন প্রাণী বায়ুশূন্য স্থানে শ্বাসনকার্য চালাতে পারে?
উঃ মনোসিস্টিস

প্রশ্নঃ কোষের কোথায় অবাত শ্বসন ঘটে?
উঃ সাইটোপ্লাজমে

প্রশ্নঃ সবাত শ্বসন প্রক্রিয়ায় 1 অনু গ্লুকোজের সম্পূর্ণ জারণে মত কত অনু ATP উৎপন্ন হয়?
উঃ 38 অনু

প্রশ্নঃ ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঅঙ্গ?
উঃ পতঙ্গ শ্রেণীর প্রাণীর

প্রশ্নঃ পরিণত RBC তে ক্রেবসচক্র সংঘটিত হয়না কেন?
উঃ মাইটোকন্ড্রিয়া থাকেনা বলে

প্রশ্নঃ তাপের একক কি?
উঃ ক্যালোরি

প্রশ্নঃ তারামাছের শ্বাস অঙ্গের নাম কি?
উঃ প্যাপুলি

প্রশ্নঃ ক্রেবসচক্রে 1 অনু গ্লুকোজ থেকে কত অনু ATP উৎপন্ন হয়?
উঃ 24 অনু

প্রশ্নঃ RQ -এর সম্পূর্ণ নাম কি?
উঃ রেসপিরেটরি কোসেন্ট

প্রশ্নঃ কোন প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থৈতিক শক্তি গতিয় শক্তিতে রূপান্তরিত হয়?
উঃ শ্বসন প্রক্রিয়ায়

প্রশ্নঃ শ্বসন কি জাতীয় বিপাক ক্রিয়া?
উঃ অপচিতিমূলক বিপাক ক্রিয়া

প্রশ্নঃ কোষের কোন অংশে গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়?
উঃ সাইটোপ্লাজমে

প্রশ্নঃ কোষের কোন অঙ্গটি শ্বসন-স্থান হিসেবে বিবেচিত হয়?
উঃ মাইট্রোকন্ড্রিয়া

প্রশ্নঃ কোষের মুখ্য শ্বসনবস্তু কোনটি?
উঃ গ্লুকোজ

প্রশ্নঃ TCA চক্রের পুরো নাম কি?
উঃ ট্রাই-কার্বক্সিলিক অ্যাসিড  চক্র

প্রশ্নঃ কোন জৈবিক প্রক্রিয়ায় পরিবেশে অক্সিজেন এর পরিমাণ কমে?
উঃ শ্বসন প্রক্রিয়ায়

প্রশ্নঃ শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন জৈবশক্তিসম্পন্ন যৌগ কি?
উঃ ATP

প্রশ্নঃ কোন জীবদেহে কোহল সন্ধান ঘটে?
উঃ ইস্ট নামক এককোশি ছত্রাকে

প্রশ্নঃ কোন ব্যাকটেরিয়ার দেহে ল্যাকটিক অ্যাসিড সন্ধান ঘটে?
উঃ ল‍্যাক্টোব‍্যাসিলাস ব্যাকটেরিয়া

প্রশ্নঃ কোন উদ্ভিদে শ্বাসমূল থাকে?
উঃ সুন্দরী, গরান, গেঁও প্রভৃতি ম্যানগ্রোভ জাতির উদ্ভিদে

প্রশ্নঃ লেন্টিসেল কোথায় থাকে?
উঃ গুল্ম ও বৃক্ষজাতীয় উদ্ভিদের কাণ্ডের ও ফলের ত্বকে

প্রশ্নঃ কোন প্রাণীর ত্বক প্রধান শ্বসন অঙ্গের কাজ করে?
উঃ কেঁচো

প্রশ্নঃ এমন একটি প্রাণীর নাম বলো যারা জল ও বায়ুতে শ্বাসকার্য চালায়?
উঃ কই, মাগুর, শিংঙ্গি

প্রশ্নঃ ফুসফুসের দ্বিস্তরীয় অবরণকে কি বলে?
উঃ প্লুরা

প্রশ্নঃ কার্বোহাইড্রেট এর তপন মূল্য কত?
উঃ 4.1 Kcal

প্রশ্নঃ পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যকে কি বলে?
উঃ কাইম
প্রশ্নঃ মানবদেহের বৃহত্তম পরিপাক গ্রন্থি কোনটি?
উঃ যকৃত

প্রশ্নঃ কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
উঃ ভিটামিন C

প্রশ্নঃ PPF এর সম্পূর্ণ নাম কি?
উঃ পেলেগ্রা প্রিভেনটিভ ফ্যাক্টর

প্রশ্নঃ জলে দ্রবণীয় ভিটামিন গুলির নাম লেখো?
উঃ ভিটামিন B, C, P

প্রশ্নঃ কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চিত হতে পারে না?
উঃ ভিটামিন K

প্রশ্নঃ দুটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম বলো?
উঃ পেপসিন ও ট্রিপসিন

প্রশ্নঃ লাল রসের কোন উৎসেচক ব্যাকটেরিয়া ধ্বংস করে?
উঃ লাইসোজাইম

প্রশ্নঃ ভিটামিন-A এর প্রো-ভিটামিনের নাম কি?
উঃ ক্যারোটিন

প্রশ্নঃ প্রোটিনের সরল অংশের নাম কি?
উঃ অ্যামাইনো অ্যাসিড

প্রশ্নঃ একটি দ্বিশর্করার উদাহরণ দাও?
উঃ ল্যাকটোজ, সুক্রোজ প্রভৃতি

প্রশ্নঃ একটি অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো?
উঃ লাইসিন

প্রশ্নঃ একটি ফ্যাটি অ্যাসিডের নাম লেখো?
উঃ লিনোলেয়িক অ্যাসিড

প্রশ্নঃ দুটি খাদ্য উপাদানের নাম লেখো যা শক্তি সরবরাহ করেনা?
উঃ ভিটামিন ও খনিজ লবন

প্রশ্নঃ মানবদেহে সংশ্লেষিত হয় এমন একটি ভিটামিনের নাম লেখো?
উঃ ভিটামিন A, ভিটামিন D

প্রশ্নঃ শিশুদের রিকেট ও প্রাপ্ত বয়স্কদের অস্টিওম‍্যালেসিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? 
উঃ ভিটামিন D

প্রশ্নঃ জীব বিজ্ঞানের জনক কে?
উঃ এরিস্টটল

প্রশ্নঃ কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
উঃ শুশুক

প্রশ্নঃ ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী?
উঃ ডলি 

প্রশ্নঃ সবচেয়ে বড় কোষ কোনটি?
উঃ উট পাখির ডিম

প্রশ্নঃ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী?
উঃ মাছ 

প্রশ্নঃ ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে?
উঃ কেঁচো 

প্রশ্নঃ সাদা রক্তের বা বর্ণহীন রক্তের প্রাণী কোনটি?
উঃ তেলাপোকা 

প্রশ্নঃ প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে?
উঃ মাইটোকন্ড্রিয়া

প্রশ্নঃ প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে?
উঃ কেঁচো 

প্রশ্নঃ বাদুর রাতের বেলা চলাচল করে কিভাবে?
উঃ আল্ট্রাসনিক সাউন্ড এর মাধ্যমে প্রতিধ্বনি সৃষ্টির করে

প্রশ্নঃ জীবাণু বিদ্যার জনক কে?
উঃ লুই পাস্তুর

প্রশ্নঃ সবচেয়ে ক্ষুদ্র জীব কোনটি?
উঃ মানব ডিম্বানু 

প্রশ্নঃ পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি?
উঃ বামন চিকা 

প্রশ্নঃ সবচেয়ে বড় ফুল কোনটি?
উঃ র্যাফোসিয়া আরনন্ডি

প্রশ্নঃ শরীর বিদ্যার জনক কাকে বলা হয়?
উঃ উইলিয়াম হার্ভে 

প্রশ্নঃ সর্ব প্রথম অনুবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন কে?
উঃ ভন লিউয়েন হুক 

প্রশ্নঃ অরিজিন অফ স্পিসিস বইটির রচয়িতা কে?
উঃ ডারউইন 

প্রশ্নঃ উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?
উঃ থিও ফ্রাসটাস

প্রশ্নঃ জীনের রাসায়নিক গঠন কী?
উঃ ডি এন এ

প্রশ্নঃ সিঙ্কোনা কি কাজে ব্যাবহৃত হয়?
উঃ ম্যালেরিয়া ঔষধ

প্রশ্নঃ শর্করা খাদ্যের প্রাথমিক উৎস কী?
উঃ সবুজ উদ্ভিদ

প্রশ্নঃ উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি?
উঃ ফুল

প্রশ্নঃ সব চেয়ে বড় ঘাস কী?
উঃ বাঁশ

প্রশ্নঃ কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে?
উঃ সিঙ্কোনা

প্রশ্নঃ কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়?
উঃ এ্যাসিটিক অ্যাসিড

প্রশ্নঃ বাংলাদেশের সর্বোচ্চ উদ্ভিদ কোনটি?
উঃ বৈলাম

প্রশ্নঃ আঙ্গুরে কোন অ্যাসিড থাকে?
উঃ ট্যারিটারিক অ্যাসিড

প্রশ্নঃ কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য?
উঃ ক্যালসিয়াম অক্রলিক

প্রশ্নঃ দুধের প্রোটিনের নাম কী?
উঃ কেজিন

প্রশ্নঃ লেবুতে কোন অ্যাসিড থাকে?
উঃ সাইট্রিক অ্যাসিড

প্রশ্নঃ চায়ের পাতায় কোন উপাদান থাকে?
উঃ থিন

প্রশ্নঃ কফিতে কোন উপাদান থাকে?
উঃ ক্যাফেইন

প্রশ্নঃ আপেলে কোন অ্যাসিড থাকে?
উঃ ম্যালিক অ্যাসিড

প্রশ্নঃ দুধে কোন অ্যাসিড থাকে?
উঃ ল্যাকটিক অ্যাসিড

প্রশ্নঃ আমলকিতে কোন অ্যাসিড থাকে?
উঃ অক্সালিক অ্যাসিড

প্রশ্নঃ তেঁতুলে কোন অ্যাসিড থাকে?
উঃ টারটারিক অ্যাসিড

প্রশ্নঃ তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে?
উঃ নিকোটিন

প্রশ্নঃ দুধের শর্করাকে কী বলে?
উঃ ল্যাকটোজ

প্রশ্নঃ সবচেয়ে বেশি শর্করা পাওয়া যাবে?
উঃ ডাবে

প্রশ্নঃ খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে?
উঃ শুটকি মাছে

প্রশ্নঃ কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে?
উঃ নিউক্লিয়াস

জীবন বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF  টি পেতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: ২০০ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 

File Format:  PDF

No. of Pages:  08

File Size:  341 KB

Download Link :   

No comments:

Post a Comment