Breaking




Thursday, 30 October 2025

SIR কী? কেন করা হচ্ছে? এবং কবে প্রকাশ হবে চূড়ান্ত তালিকা?

SIR কী? কেন করা হচ্ছে? এবং আরও গুরুত্ব তথ্য

SIR কী? কেন করা হচ্ছে? এবং কবে প্রকাশ হবে চূড়ান্ত তালিকা?
SIR কী? কেন করা হচ্ছে? এবং কবে প্রকাশ হবে চূড়ান্ত তালিকা?
গত সোমবার দুই নির্বাচন কমিশনার, এসএস সান্ধু ও বিবেক যোশীকে পাশে বসিয়ে দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) চালুর ঘোষণা করে এই বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার। সেখানে তিনি বলেন মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবরে এই সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে চালু হবে "নিবিড় সমীক্ষা" 

২৮শে অক্টোবর (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে এনুমেরেশন ফর্ম (সংখ্যা যাচাই সংক্রান্ত আবেদনপত্র) ছাপানোর কাজ। একই দিনে শুরু হবে বিএলওদের প্রশিক্ষণের কাজ, যা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।

৪ঠা নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া হবে। কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরা অনলাইনেও ফর্ম ভরতে পারবেন। অন্য দিকে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ই ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ই ডিসেম্বর থেকে ৮ই জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে ৯ই ডিসেম্বর থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ, চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ই ফেব্রুয়ারি।

SIR কী?

নিবিড় সমীক্ষা হল ভোটার তালিকা সংশোধন বা যাচাই-বাছাই করার একটি বিশেষ কর্মসূচি। এটি নির্বাচন কমিশনের উদ্যোগে পরিচালিত হয়, এই প্রক্রিয়াটি সাধারণত নির্বাচনের আগেই অনুষ্ঠিত হয় যাতে ভোটার তালিকায় কোনো ভুল না থাকে। 

SIR-এর উদ্দেশ্য কি? 
  • ভোটার তালিকাকে আপডেট করা
  • পুরোনো ভোটারদের নাম যাচাই করা
  • নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা
  • একাধিক ঠিকানায় নাম থাকা ভোটারদের নাম সংশোধন করা
  • মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া।
2024-25 সালের SIR কর্মসূচিতে কেন ২০০২ সালের তালিকা এত গুরুত্ব পাচ্ছে?

কারণ রাজ্যে এর আগে ২০০২ সালে এই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল। যার হলে ২০০২ সালের আগে পর্যন্ত ভোটার তালিকা আপডেট আছে তাই ২০০২ সালে যাদের নাম ছিলও তাদের আর সেই ভাবে কিছু আপডেট করতে হবেনা। 

যারা ২০০২ সালের পরে ১৮ বছর হয়েছেন তাদের কেও সেই ভাবে কিছু আপডেট দিতে হবেনা, তাদের বাবা মার ভোটার কার্ড দেখালেই হবে।

আসলে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ কেবলমাত্র ফেক ভোটার চিহ্নিত করা। যাতে করে বহিরাগতদের সহজে সনাক্ত করতে পারা যায়। 

২০০২ সালের ভোটার তালিকা কোথা থেকে পাওয়া যাবে?

প্রথমে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, যার লিংক আমরা নীচে দিয়ে দিচ্ছি। তারপর -
  1. নিজের জেলা নির্বাচন করুন
  2. তারপর বিধানসভা কেন্দ্র নির্বাচন করুন
  3. এরপর নিজের বুথ নম্বর  খুঁজে নিন
  4. “Final Roll” ক্লিক করে PDF আকারে ডাউনলোড করুন
  5. নিজের নাম খুঁজে নিন।
  6. অফিসিয়াল ওয়েবসাইট লিংক - https://ceowestbengal.nic.in

আরও পড়ুন
‘অপারেশন সিঁদুর’- লক্ষ্য | উদ্দেশ্য | নামকরণ | আক্রমণের স্থান | পাকিস্তানের প্রতিক্রিয়া | আন্তর্জাতিক প্রতিক্রিয়া

No comments:

Post a Comment