পশ্চিমবঙ্গের রাজনীতি প্রশ্ন উত্তর PDF : গভর্নর, মুখ্যমন্ত্রী ও বিধানসভা
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে পড়াশোনা শুধু পরীক্ষার জন্যই নয়, সাধারণ জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের রাজনৈতিক কাঠামো মূলত তিনটি প্রধান স্তম্ভের ওপর নির্ভর করে— গভর্নর, মুখ্যমন্ত্রী এবং বিধানসভা। গভর্নর হলেন রাজ্যের সাংবিধানিক প্রধান, মুখ্যমন্ত্রী হচ্ছেন সরকারের কার্যনির্বাহী প্রধান এবং বিধানসভা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত আইন প্রণয়নকারী সংস্থা। এই তিনটি স্তম্ভ মিলেই রাজ্যের প্রশাসন ও শাসনব্যবস্থাকে পরিচালিত করে।
প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে প্রায়ই পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে নানা প্রশ্ন আসে— যেমন বর্তমান গভর্নর কে, মুখ্যমন্ত্রী কবে দায়িত্ব নিয়েছেন, বিধানসভার মোট আসন সংখ্যা কত, প্রথম মুখ্যমন্ত্রী বা প্রথম গভর্নর কে ছিলেন ইত্যাদি। এগুলো শুধুমাত্র তথ্য নয়, রাজ্যের ইতিহাস ও রাজনৈতিক বিকাশের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই এ বিষয়গুলো জানা থাকলে পরীক্ষায় যেমন সুবিধা হয়, তেমনি রাজ্য সম্পর্কে সামগ্রিক ধারণাও স্পষ্ট হয়।
এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গের গভর্নর, মুখ্যমন্ত্রী এবং বিধানসভা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তুলে ধরেছি। তাই তোমরা এখন অতি যত্ন সহকারে প্রশ্ন উত্তর গুলি মনোযোগ সহকারে দেখে পড়ে নাও।
পশ্চিমবঙ্গ রাজনীতি (গভর্নর, মুখ্যমন্ত্রী, বিধানসভা) প্রশ্নোত্তর
1.পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে?
উঃ সি. ভি. আনন্দ বোস
2.পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে?
উঃ মমতা ব্যানার্জি
3.পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন কত?
উঃ ২৯৪টি
4.বিধানসভায় সহজ সংখ্যাগরিষ্ঠতা কত?
উঃ ১৪৮
5.শেষ বিধানসভা নির্বাচন কবে হয়?
উঃ ২০২১ সালে
6. মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে?
উঃ রাজ্যপাল
7.রাজ্যপালকে নিয়োগ করেন কে?
উঃ রাষ্ট্রপতি
8.রাজ্যপালের মেয়াদ কত বছর?
উঃ ৫ বছর
9.বিধানসভা ডাকার ক্ষমতা কার?
উঃ রাজ্যপালের
10.বিধানসভার বর্তমান স্পিকার কে?
উঃ বিমান বন্দ্যোপাধ্যায়
11.বিধানসভার ডেপুটি স্পিকার কে?
উঃ অশীষ বন্দ্যোপাধ্যায়
12.বিরোধীপক্ষের নেতা কে?
উঃ শুভেন্দু অধিকারী
13.বিধানসভার কোরাম কত?
উঃ মোট সদস্যের এক-দশমাংশ
14. বিধানসভার মেয়াদ কত বছর?
উঃ ৫ বছর
15.Money Bill-এর সংজ্ঞা কোন আর্টিকেলে আছে?
উঃ আর্টিকেল ১১০
16.রাজ্য Money Bill কে সার্টিফাই করেন?
উঃ স্পিকার
17.রাজ্যপাল কোন আর্টিকেলে ক্ষমা প্রদর্শন করতে পারেন?
উঃ আর্টিকেল ১৬১
18.রাজ্যপাল কোন আর্টিকেলে বিল রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন?
উঃ আর্টিকেল ২০০
19.মন্ত্রিসভার সর্বোচ্চ আকার কত হতে পারে?
উঃ মোট আসনের ১৫% (৪৪ জন)
20.আস্থাভোটে সরকার হেরে গেলে কী হয়?
উঃ সরকারকে পদত্যাগ করতে হয়
21.রাজ্য সরকারের সচিবালয় কোথায়?
উঃ নবান্ন, হাওড়া
22.বিধানসভা ভবন কোথায়?
উঃ কলকাতার বি. বি. ডি. বাগে
23.পশ্চিমবঙ্গ বিধানসভা একক নাকি দ্বিকক্ষ?
উঃ একককক্ষ
24.পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃ প্রফুল্লচন্দ্র ঘোষ
25.দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃ জ্যোতি বসু
26.পশ্চিমবঙ্গে কতবার প্রেসিডেন্ট’স রুল জারি হয়েছে?
উঃ কয়েকবার (মোট ৮ বার)
27.বিধানসভার সদস্য হতে ন্যূনতম বয়স কত?
উঃ ২৫ বছর
28.বিধানসভার সদস্য হওয়ার শর্ত কী?
উঃ ভারতীয় নাগরিকত্ব ও যোগ্যতা পূর্ণ
29.রাজ্য বিল পাসের পর কোথায় যায়?
উঃ রাজ্যপালের কাছে
30.রাজ্যপাল বিল ফেরত দিতে পারেন কোন আর্টিকেলে?
উঃ আর্টিকেল ২০০
31.বিধানসভার স্পিকারের কাজ কী?
উঃ অধিবেশন পরিচালনা ও শৃঙ্খলা রক্ষা
32.স্পিকার অনুপস্থিত থাকলে সভা কে চালান?
উঃ ডেপুটি স্পিকার
33.বিধানসভার সদস্যপদ শূন্য হওয়ার কারণ কী?
উঃ মৃত্যু, পদত্যাগ বা অযোগ্যতা
34.২০২১ নির্বাচনে বিরোধী দল কোনটি হয়েছিল?
উঃ বিজেপি
35.Adjournment motion-এর উদ্দেশ্য কী?
উঃ সরকারের মনোযোগ আকর্ষণ
36.No-confidence motion পাশ হলে কী হয়?
উঃ সরকার পড়ে যায়
37.বিধানসভায় ভোটাভুটির ধরন কী?
উঃ ভয়েস ভোট ও ডিভিশন
38.বিধায়কের শপথ কে করান?
উঃ স্পিকার বা রাজ্যপালের মনোনীত ব্যক্তি
39.Anti-defection আইন কোন শিডিউলে আছে?
উঃ দশম তফসিলে
40.রাজ্যপালের discretionary power কবে কার্যকর হয়?
উঃ সরকার গঠনের সময়
41.বছরে বিধানসভা কতবার বসতে হবে?
উঃ অন্তত দুবার
42.রাজ্যপাল assent withheld করলে কী হয়?
উঃ বিল রাষ্ট্রপতির কাছে যেতে পারে
43.Special session বলতে কী বোঝায়?
উঃ বিশেষ উদ্দেশ্যে ডাকা অধিবেশন
44.২৯৪ আসনে সর্বোচ্চ মন্ত্রীর সংখ্যা কত?
উঃ ৪৪
45.Division ভোট কখন হয়?
উঃ ভয়েস ভোটে বিভ্রান্তি হলে
46.Leader of the House কে?
উঃ মুখ্যমন্ত্রী
47.রাজ্যপাল বিল অনুমোদনে সময়সীমা কত?
উঃ নির্দিষ্ট নয়
48.পশ্চিমবঙ্গ বিধানসভা কবে গঠিত হয়?
উঃ ১৯৫০ সালে
49.বিধানসভার সচিবালয়ের প্রধান কাজ কী?
উঃ প্রশাসনিক সহায়তা প্রদান
50.রাজ্যের বিধানসভা নির্বাচন কে পরিচালনা করে?
উঃ নির্বাচন কমিশন
পশ্চিমবঙ্গের রাজনীতি প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: পশ্চিমবঙ্গের রাজনীতি প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 03
File Size: 226 KB
Download Link: Click Here to Download

No comments:
Post a Comment