Breaking




Thursday, 4 September 2025

শিক্ষক দিবস কুইজ প্রশ্ন উত্তর 2025 PDF

শিক্ষক দিবস 2025 প্রশ্ন উত্তর PDF: কুইজ ও প্রশ্ন উত্তর

শিক্ষক দিবস সম্পর্কিত প্রশ্ন উত্তর
শিক্ষক দিবস সম্পর্কিত প্রশ্ন উত্তর
ডিয়ার ছাত্রছাত্রী,
আমরা সকলেই জানি শিক্ষক আমাদের জীবনের পথপ্রদর্শক। ছোটবেলা থেকে আমরা যেভাবে শিক্ষা পাই, সঠিক-ভুলের পার্থক্য বুঝি, জীবনকে সুন্দরভাবে গড়ে তুলি—সবকিছুই সম্ভব হয় শিক্ষকদের কারণে। তাই শিক্ষককে সমাজে সবচেয়ে সম্মানজনক আসনে বসানো হয়। তাঁদের অবদানের কথা স্মরণ করার জন্যই প্রতি বছর ৫ই সেপ্টেম্বর সারা দেশে শিক্ষক দিবস পালন করা হয়। এই দিনটি মহান শিক্ষাবিদ ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে পালন করি আমরা।

আমরা এই পোস্টেটির মধ্যে শিক্ষক দিবস সম্পর্কিত প্রশ্ন উত্তর গুলি তোমাদের জন্য শেয়ার করলাম। 
যে প্রশ্ন গুলি পড়লে শিক্ষক দিবসের ইতিহাস, তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। পাশাপাশি কুইজ আকারে সাজানো এই প্রশ্নোত্তরগুলো পড়াশোনায়ও কাজে আসবে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও সাহায্য করবে।

    সর্বপল্লী রাধাকৃষ্ণান সম্পর্কিত প্রশ্ন উত্তর                             ,

প্রশ্ন: সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্মস্থান কোথায়?
উঃ তিরুত্তানী, তামিলনাড়ু।

প্রশ্ন: সর্বপল্লী রাধাকৃষ্ণন কবে জন্মগ্রহণ করেন?
উঃ ৫ সেপ্টেম্বর, ১৮৮৮।

প্রশ্ন: রাধাকৃষ্ণণ কোন দর্শনে বিশেষজ্ঞ ছিলেন?
উঃ অদ্বৈত বেদান্ত দর্শন।

প্রশ্ন: রাধাকৃষ্ণন কোন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন?
উঃ আন্ধ্র বিশ্ববিদ্যালয়ের

প্রশ্ন: রাধাকৃষ্ণণ কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন বিশ্বভারতীতে জড়িত ছিলেন?
উঃ অন্ধ্র বিশ্ববিদ্যালয় শেষে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

প্রশ্ন: ১৯৩৬ সালে তিনি কোথায় দর্শনের অধ্যাপক হয়েছিলেন?
উঃ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন: রাধাকৃষ্ণন কোন বছরে উপরাষ্ট্রপতি হন?
উঃ ১৯৫২ সালে।

প্রশ্ন: রাধাকৃষ্ণন কত বছর ভারতের রাষ্ট্রপতি ছিলেন? 
উঃ ১৩ই মে, ১৯৬২ থেকে ১৩ই মে ১৯৬৭ পর্যন্ত। (৫ বছর)

প্রশ্ন: রাধাকৃষ্ণন কোন আন্তর্জাতিক সংস্থায় ভারতের প্রতিনিধি ছিলেন? 
উঃ ইউনেস্কোতে (UNESCO)

প্রশ্ন: রাধাকৃষ্ণণ কোন বছরে ভারতরত্ন পান?
উঃ ১৯৫৪ সালে।

প্রশ্ন: রাধাকৃষ্ণণ-এর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম কী?
উঃ Indian Philosophy

প্রশ্ন: শিক্ষক দিবস পালনের প্রস্তাব প্রথমে কে দিয়েছিলেন?
উঃ সার্বপল্লী রাধাকৃষ্ণন নিজেই প্রস্তাব দিয়েছিলেন যে, তাঁর জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হোক।

প্রশ্ন: রাধাকৃষ্ণন কোন ভাষায় দর্শন চর্চা ও বই লিখতেন?
উঃ ইংরেজি।

প্রশ্ন: সার্বপল্লী রাধাকৃষ্ণনের মৃত্যু কবে হয়েছিল?
উঃ ১৭ই এপ্রিল, ১৯৭৫।

প্রশ্ন: সার্বপল্লী রাধাকৃষ্ণনকে কেন “শিক্ষকদের রাষ্ট্রপতি” বলা হয়?
উঃ তিনি পেশায় একজন মহান শিক্ষক ও দার্শনিক ছিলেন। রাষ্ট্রপতি হওয়ার আগেও ও পরেও তিনি শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা বাড়িয়েছিলেন। তাই তাঁকে “শিক্ষকদের রাষ্ট্রপতি” বলা হয়।

    আরও অন্যান্য প্রশ্ন উত্তর                                                

প্রশ্ন: ভারতে শিক্ষক দিবস কবে পালিত হয়?
উঃ ৫ই সেপ্টেম্বর।

প্রশ্ন: আন্তর্জাতিক শিক্ষক দিবস কবে পালিত হয়?
উঃ ৫ই অক্টোবর।

প্রশ্ন: ২০২৫ সালে 'শিক্ষক দিবস' কততম পালিত হবে?
উঃ ৬৩তম। 

প্রশ্ন: ভারতের প্রথম শিক্ষক দিবস কবে পালিত হয়েছিল?
উঃ ১৯৬২ সালে।

প্রশ্ন: ইউনেস্কো কত সালে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালনের ঘোষণা দেয়?
উঃ ১৯৯৪ সালে। 

প্রশ্ন: ভারতের প্রথম মহিলা শিক্ষক কে ছিলেন?
উঃ সাভিত্রীবাই ফুলে।

প্রশ্ন: "জাতীয় শিক্ষক পুরস্কার" কোন দিনে প্রদান করা হয়?
উঃ ৫ই সেপ্টেম্বর।

প্রশ্ন: “গুরু পূর্ণিমা” কোন গুরুদেবের স্মরণে পালিত হয়?
উঃ মহর্ষি ব্যাসদেবের জন্মবার্ষিকী স্মরণে পালিত হয়।  তাই একে ব্যাস পূর্ণিমাও বলা হয়। তাছাড়া মূলত সকল আধ্যাত্মিক ও শিক্ষাগত গুরুদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যও পালিত হয়।

প্রশ্ন: প্রাচীন ভারতে শিক্ষককে কী নামে ডাকা হতো?
উঃ গুরু বা আচার্য।

প্রশ্ন: "শিক্ষক দিবস" পালনের মূল উদ্দেশ্য কী?
উঃ শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন।

প্রশ্ন: প্রাচীন ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা কোথায় অবস্থিত ছিল?
উঃ বিহারে।

প্রশ্ন: "তক্ষশীলা" বিশ্ববিদ্যালয় বর্তমানে কোন দেশে অবস্থিত ছিল?
উঃ পাকিস্তান।

প্রশ্ন: ২০২৩ সালের জাতীয় শিক্ষক পুরস্কার কতজন শিক্ষককে দেওয়া হয়েছিল?
উঃ ৭৫ জন। (৫০ জন স্কুল-শিক্ষক, ১৩ জন উচ্চশিক্ষা শিক্ষক, ১২ জন দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়ের)

প্রশ্ন: "শিক্ষক দিবস" পালনের জন্য সবচেয়ে প্রচলিত প্রতীক কী?
উঃ ফুল, বই ও প্রদীপ।

প্রশ্ন: ভারতের কোন শিক্ষাবিদ "মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজ"-এর অধ্যাপক ছিলেন?
উঃ স্যার সর্বপল্লী রাধাকৃষ্ণান।

প্রশ্ন: প্রাচীন ভারতে শিক্ষার মাধ্যম কোন ভাষা ছিল?
উঃ সংস্কৃত। 

প্রশ্ন: "জাতীয় শিক্ষানীতি ১৯৬৮" প্রণয়নে প্রধান ভূমিকা কার ছিল?
উঃ কোঠারি কমিশন।

প্রশ্ন: শিক্ষক দিবসে ভারতের রাষ্ট্রপতি কোথায় শিক্ষক পুরস্কার দেন?
উঃ রাষ্ট্রপতি বিজ্ঞান ভবন, নয়াদিল্লিতে।

প্রশ্ন: কোন প্রাচীন গ্রন্থে গুরু-শিষ্যের সম্পর্কের কথা লেখা আছে?
উঃ বেদ, উপনিষদ।

প্রশ্ন: শিক্ষক দিবসে সাধারণত ছাত্ররা কীভাবে শিক্ষকদের সম্মান জানায়?
উঃ উপহার, ফুল ও অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে।

প্রশ্ন: "আদর্শ শিক্ষক" কাকে বলা হয়?
উঃ যিনি ছাত্রদের নৈতিক, সামাজিক ও জ্ঞানমূলক উন্নতি সাধন করেন।

প্রশ্ন: "শিক্ষক দিবস" পালনের মাধ্যমে শিক্ষার্থীরা কী বার্তা দেয়?
উঃ শিক্ষক সমাজের প্রকৃত নির্মাতা

শিক্ষক দিবস কুইজ প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: শিক্ষক দিবস কুইজ প্রশ্ন উত্তর 2025

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  230 KB

 Download Link:   Click Here to Download


No comments:

Post a Comment