Breaking




Friday 16 September 2022

ভারতের বিখ্যাত চিড়িয়াখানার তালিকা PDF

ভারতের  বিখ্যাত চিড়িয়াখানার তালিকা PDF || List of famous zoos in India

ভারতের বিখ্যাত চিড়িয়াখানার তালিকা PDF
ভারতের বিখ্যাত চিড়িয়াখানার তালিকা PDF
সুপ্রিয় ছাত্রছাত্রী ......
আমরা আজ তোমাদের দিচ্ছি, ভারতের চিড়িয়াখানার তালিকা PDF। যে তালিকাটি তোমাদের বিশেষভাবে কাজে আসবে কারন প্রায় পরীক্ষায় এই টপিকটি থেকে প্রশ্ন আসে সেটা তোমাদের আলাদা করে বলার প্রয়োজন নেই। তাই আমরা খুব সুন্দর ভাবে পোস্টটি সাজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে তোমাদের পড়তে এবং বেশিদিন মুখস্থ রাখতে সুবিধা হয়। 
তাই আর দেরি না করে নীচে দেওয়া পোস্টটি এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি মুখস্থ করে নাও। এবং পরবর্তী সময়ে অফলাইনে পড়তে PDF-টিও সংগ্রহ করে রাখতে পারো। 

ভারতের বিখ্যাত চিড়িয়াখানার তালিকা

❐ চিড়িয়াখানা ➺ পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্ক
❐ শহর ➺ দার্জিলিং 
❐ রাজ্য ➺ পশ্চিমবঙ্গ

❐ চিড়িয়াখানা ➺ আলিপুর প্রাণি উদ্যান
❐ শহর ➺ কলকাতা
❐ রাজ্য ➺ পশ্চিমবঙ্গ

❐ চিড়িয়াখানা ➺ মার্বেল প্রাসাদ চিড়িয়াখানা
❐ শহর ➺ কলকাতা
❐ রাজ্য ➺ পশ্চিমবঙ্গ

❐ চিড়িয়াখানা ➺ তিরুবনন্তপুরম চিড়িয়াখানা
❐ শহর ➺ ত্রিভেনড্রাম
❐ রাজ্য ➺ কেরালা

❐ চিড়িয়াখানা ➺ আর্নিগার আনা জুলজিকাল পার্ক ভান্ডালুর চিড়িয়াখানা(ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা)
❐ শহর ➺ চেন্নাই
❐ রাজ্য ➺ তামিলনাড়ু

❐ চিড়িয়াখানা ➺ সাকরবাগ প্রাণীজ উদ্যান(প্রাচীনতম চিড়িয়াখানা)
❐ শহর ➺ জুনাগড়
❐ রাজ্য ➺ গুজরাট

❐ চিড়িয়াখানা ➺ শ্রী ভেঙ্কটেশ্বর জুলজিকাল পার্ক(ভারতে বৃহত্তম)
❐ শহর ➺ তিরুপতি
❐ রাজ্য ➺ অন্ধ্র প্রদেশ

❐ চিড়িয়াখানা ➺ নন্দনকানন জুলজিকাল পার্ক(ভারতে দ্বিতীয় বৃহত্তম)
❐ শহর ➺ ভুবনেশ্বর (বারং)
❐ রাজ্য ➺ ওড়িশা

❐ চিড়িয়াখানা ➺ ইন্দিরা গান্ধী প্রাণি পার্ক (ভারতের তৃতীয় বৃহত্তম)
❐ শহর ➺ বিশাখাপত্তনম
❐ রাজ্য ➺ অন্ধ্র প্রদেশ

❐ চিড়িয়াখানা ➺ আমিথেরি জুলজিকাল পার্ক
❐ শহর ➺ ভেলোর
❐ রাজ্য ➺ তামিলনাড়ু

❐ চিড়িয়াখানা ➺ ব্যানারঘাট্টা জাতীয় উদ্যান
❐ শহর ➺ বেঙ্গালুরু
❐ রাজ্য ➺ কর্ণাটক

❐ চিড়িয়াখানা ➺ কুমির প্রজনন কেন্দ্র
❐ শহর ➺ রাঁচি
❐ রাজ্য ➺ ঝাড়খণ্ড

❐ চিড়িয়াখানা ➺ অ্যালেন ফরেস্ট চিড়িয়াখানা
❐ শহর ➺ কানপুর
❐ রাজ্য ➺ উত্তর প্রদেশ

❐ চিড়িয়াখানা ➺ ব্ল্যাক বাক প্রজনন কেন্দ্র, পিপলি মিনি চিড়িয়াখানা
❐ শহর ➺ পিপলি
❐ রাজ্য ➺ হরিয়ানা

❐ চিড়িয়াখানা ➺ গোরক্ষপুর প্রাণি উদ্যান
❐ শহর ➺ গোরক্ষপুর
❐ রাজ্য ➺ উত্তর প্রদেশ

❐ চিড়িয়াখানা ➺ বন্ডলা বন্যজীবন অভয়ারণ্য
❐ শহর ➺ পন্ডা
❐ রাজ্য ➺ গোয়া

❐ চিড়িয়াখানা ➺ বিরসা হরিণ পার্ক (বিরসা মৃগ বিহার)
❐ শহর ➺ রাঁচি
❐ রাজ্য ➺ ঝাড়খণ্ড

❐ চিড়িয়াখানা ➺ চেন্নাই স্নেক পার্ক ট্রাস্ট
❐ শহর ➺ চেন্নাই
❐ রাজ্য ➺ তামিলনাড়ু

❐ চিড়িয়াখানা ➺ ইটাওয়াহ সাফারি পার্ক
❐ শহর ➺ ইটাওয়াহ
❐ রাজ্য ➺ উত্তর প্রদেশ

❐ চিড়িয়াখানা ➺ টাটা স্টিল প্রাণি পার্ক
❐ শহর ➺ জামশেদপুর
❐ রাজ্য ➺ ঝাড়খণ্ড

❐ চিড়িয়াখানা ➺ সায়জী বাগ চিড়িয়াখানা
❐ শহর ➺ ভাদোদরা
❐ রাজ্য ➺ গুজরাট

❐ চিড়িয়াখানা ➺ সারনাথ হরিণ পার্ক
❐ শহর ➺ বারাণসী
❐ রাজ্য ➺ উত্তর প্রদেশ

❐ চিড়িয়াখানা ➺ রাজীব গান্ধী প্রাণি পার্ক
❐ শহর ➺ পুনে
❐ রাজ্য ➺ মহারাষ্ট্র

❐ চিড়িয়াখানা ➺ ভগবান বিরসা জৈবিক উদ্যান
❐ শহর ➺ রাঁচি
❐ রাজ্য ➺ ঝাড়খণ্ড

❐ চিড়িয়াখানা ➺ সঞ্জয় গান্ধী জয়ভিক উদ্যান
❐ শহর ➺ পাটনা
❐ রাজ্য ➺ বিহার

❐ চিড়িয়াখানা ➺ পিলিকুলা জৈবিক উদ্যান
❐ শহর ➺ ম্যাঙ্গালোর
❐ রাজ্য ➺ কর্ণাটক

❐ চিড়িয়াখানা ➺ নেহেরু জুলজিকাল পার্ক
❐ শহর ➺ হায়দরাবাদ
❐ রাজ্য ➺ তেলঙ্গানা

❐ চিড়িয়াখানা ➺ মহারাজবাগ চিড়িয়াখানা
❐ শহর ➺ নাগপুর
❐ রাজ্য ➺ মহারাষ্ট্র

❐ চিড়িয়াখানা ➺ শ্রী চামরাজেন্দ্র প্রাণিক উদ্যান/মহীশূর চিড়িয়াখানা
❐ শহর ➺ মাইসুরু
❐ রাজ্য ➺ কর্ণাটক

❐ চিড়িয়াখানা ➺ মান্ডা চিড়িয়াখানা
❐ শহর ➺ জম্মু সিটি
❐ রাজ্য ➺ জম্মু

❐ চিড়িয়াখানা ➺ লখনউ চিড়িয়াখানা
❐ শহর ➺ লখনউ
❐ রাজ্য ➺ উত্তর প্রদেশ

❐ চিড়িয়াখানা ➺ জিজামাতা উদয়ন
❐ শহর ➺ মুম্বই
❐ রাজ্য ➺ মহারাষ্ট্র

❐ চিড়িয়াখানা ➺ মাদ্রাজ কুমির ব্যাংক ট্রাস্ট
❐ শহর ➺ চেন্নাই
❐ রাজ্য ➺ তামিলনাড়ু

❐ চিড়িয়াখানা ➺ জওহরলাল নেহেরু জৈবিক উদ্যান
❐ শহর ➺ বোকারো স্টিল সিটি
❐ রাজ্য ➺ ঝাড়খণ্ড

❐ চিড়িয়াখানা ➺ জয়পুর চিড়িয়াখানা
❐ শহর ➺ জয়পুর
❐ রাজ্য ➺ রাজস্থান

❐ চিড়িয়াখানা ➺ মৈত্রী বাঘ
❐ শহর ➺ ভিলাই নগর
❐ রাজ্য ➺ ছত্রিশগড়

❐ চিড়িয়াখানা ➺ ইন্দোর চিড়িয়াখানা
❐ শহর ➺ ইন্দোর
❐ রাজ্য ➺ মধ্য প্রদেশ

❐ চিড়িয়াখানা ➺ গুলাব বাঘ এবং চিড়িয়াখানা
❐ শহর ➺ উদয়পুর
❐ রাজ্য ➺ রাজস্থান

❐ চিড়িয়াখানা ➺ গোপালপুর চিড়িয়াখানা
❐ শহর ➺ গোপালপুর
❐ রাজ্য ➺ হিমাচল প্রদেশ

❐ চিড়িয়াখানা ➺ গোরওয়াদা চিড়িয়াখানা
❐ শহর ➺ নাগপুর
❐ রাজ্য ➺ মহারাষ্ট্র

❐ চিড়িয়াখানা ➺ ছটবীর চিড়িয়াখানা (মহেন্দ্র চৌধুরী চৌধুরী প্রাণী উদ্যান)
❐ শহর ➺ জিরাকপুর
❐ রাজ্য ➺ পাঞ্জাব

❐ চিড়িয়াখানা ➺ আসাম রাজ্য চিড়িয়াখানা-কাম-বোটানিকাল গার্ডেন
❐ শহর ➺ গুয়াহাটি
❐ রাজ্য ➺ আসাম

❐ চিড়িয়াখানা ➺ কমলা নেহেরু প্রাণিবিজ্ঞান পার্ক
❐ শহর ➺ আহমেদাবাদ
❐ রাজ্য ➺ গুজরাট

❐ চিড়িয়াখানা ➺ থ্রিসুর চিড়িয়াখানা
❐ শহর ➺ ত্রিশুর
❐ রাজ্য ➺ কেরালা

❐ চিড়িয়াখানা ➺ সার্থনা চিড়িয়াখানা
❐ শহর ➺ সুরাট
❐ রাজ্য ➺ গুজরাট

❐ চিড়িয়াখানা ➺ ময়ূর এবং চিনকারা ব্রেডিং সেন্টার
❐ শহর ➺ রেওয়াড়ি জেলা
❐ রাজ্য ➺ হরিয়ানা

❐ চিড়িয়াখানা ➺ কুমির প্রজনন কেন্দ্র
❐ শহর ➺ কুরুক্ষেত্র জেলা
❐ রাজ্য ➺ হরিয়ানা

❐ চিড়িয়াখানা ➺ তীরের প্রজনন কেন্দ্র
❐ শহর ➺ পঞ্চকুলা জেলা
❐ রাজ্য ➺ হরিয়ানা

সম্ভাব্য প্রশ্ন উত্তর 

❐ ভারতের প্রাচীনতম চিড়িয়াখানার নাম কি ?
 আর্নিগার আনা জুলজিকাল পার্ক ভান্ডালুর চিড়িয়াখানা

❐ ভারতের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি ?
 শ্রী ভেঙ্কটেশ্বর জুলজিকাল পার্ক

❐ ভারতে দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানার নাম কি ?
 নন্দনকানন জুলজিকাল পার্ক

❐ ভারতে তৃতীয় বৃহত্তম চিড়িয়াখানার নাম কি ?
 ইন্দিরা গান্ধী প্রাণি পার্ক 

❐ কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ দ্বারা প্রকাশিত তালিকায় দেশের সেরা চিড়িয়াখানার শিরোপা পেলো ?
 পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্ক [দার্জিলিং]

❐ আলিপুর চিড়িয়াখানাটি কোথায় অবস্থিত ? 
 পশ্চিমবঙ্গ, কলকাতা

❐ নন্দনকানন জুলজিকাল পার্ক কোথায় অবস্থিত ?
 ওড়িশা, ভুবনেশ্বর
PDF  টি সংগ্রহ করতে নীচের Download-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name:  ভারতের বিখ্যাত চিড়িয়াখানা

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  520 KB

Download Link :   

No comments:

Post a Comment