100 বাংলার নবজাগরণ প্রশ্নোত্তর PDF - 100 Bengal Renaissance Questions Answers PDF
হ্যালো বন্ধুরা,
বাংলার নবজাগরণ ভারতীয় ইতিহাসে এক সোনালী অধ্যায়, যেখানে সমাজ সংস্কার, শিক্ষা বিস্তার, সাহিত্য, শিল্প ও স্বাধীনতার চেতনা একসাথে বিকশিত হয়েছিল। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল কুসংস্কার, অশিক্ষা ও সামাজিক অবিচার দূর করে নতুন প্রগতিশীল সমাজ গঠন।
রাজা রামমোহন রায় তাঁর ব্রাহ্মসমাজ আন্দোলনের মাধ্যমে সতীদাহ প্রথা বিলোপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং আধুনিক ভারতের জনক হিসেবে খ্যাতি অর্জন করেন। ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীশিক্ষার প্রসার এবং বিধবা বিবাহ প্রবর্তনের মতো যুগান্তকারী পদক্ষেপ নিয়ে সমাজকে নতুন দিশা দেখান। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য, সংগীত ও শিক্ষা ক্ষেত্রে বিশ্বমঞ্চে বাংলাকে পরিচিত করেন এবং জাতীয়তাবাদী ভাবধারাকে নতুন উচ্চতায় পৌঁছে দেন। অন্যদিকে সুভাষচন্দ্র বসু তাঁর অগ্নিশিখা-সম নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামকে তীব্রতর করেন এবং জাতিকে আত্মমর্যাদার শিক্ষা দেন।
বাংলার নবজাগরণের এই মহাপুরুষরা শুধু বাংলাকেই নয়, সমগ্র ভারতবর্ষকে এক নতুন আলোর পথে নিয়ে গিয়েছিলেন। তাই এই বাংলার নবজাগরণ প্রশ্ন উত্তর PDF-এর মাধ্যমে তাঁদের জীবন, আন্দোলন ও অবদান বিস্তারিতভাবে জানা যাবে, যা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেমন জরুরি, তেমনই জ্ঞান সমৃদ্ধ করার ক্ষেত্রেও অপরিহার্য।
বাংলার নবজাগরণে রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু
রাজা রামমোহন রায় (১৭৭২ – ১৮৩৩)
- তাঁকে ‘ভারতীয় নবজাগরণের জনক’ বলা হয়।
- সতীদাহ প্রথা বিলোপে মুখ্য ভূমিকা নেন (১৮২৯ সালে লর্ড বেন্টিক আইনে নিষিদ্ধ করেন)।
- ১৮১৭ সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় সাহায্য করেন।
- ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন (১৮২৮)।
- ইংরেজি শিক্ষার প্রচারে ছিলেন সক্রিয়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০ – ১৮৯১)
- তাঁকে বলা হয় ‘বাংলা সমাজ সংস্কারক’ ও ‘Dayar Sagar’ (Dayar সাগর)।
- বিধবা বিবাহ আইন (১৮৫৬) পাশ করাতে মুখ্য ভূমিকা।
- বাংলাভাষার গদ্য সহজ ও সরল করেন।
- বর্ণপরিচয়, বেতাল পঞ্চবিংশতি ইত্যাদি রচনা।
- অসহায় ও দরিদ্র মানুষদের শিক্ষায় অনন্য ভূমিকা পালন করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১ – ১৯৪১)
- বিশ্বকবি, প্রথম এশীয় নোবেলজয়ী (১৯১৩, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্য নোবেল)।
- জাতীয় সংগীত “জন গণ মন” রচয়িতা।
- শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন (১৯২১)।
- বাংলা সাহিত্য, সংগীত, চিত্রকলা, দর্শন সব ক্ষেত্রেই অবদান রাখেন।
সুভাষচন্দ্র বসু (১৮৯৭ – ১৯৪৫)
- তাঁকে বলা হয় ‘দেশনায়ক’ ও ‘নেতাজি’।
- ১৯৩৮ সালে হরিপুর সেশনে কংগ্রেস সভাপতি নির্বাচিত।
- আজাদ হিন্দ ফৌজ (INA) ও আজাদ হিন্দ সরকার গঠন করেন।
- তাঁর বিখ্যাত ডাক – “তুম আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো।”
- ভারতের স্বাধীনতা আন্দোলনে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বিশেষ ভূমিকা।
, বাংলার নবজাগরণ সম্পর্কিত প্রশ্ন উত্তর ,
রাজা রামমোহন রায়
প্রশ্নঃ কাকে ‘ভারতীয় নবজাগরণের জনক’ বলা হয়?
উঃ রাজা রামমোহন রায়।
প্রশ্নঃ রাজা রামমোহন রায়ের জন্মস্থান কোথায়?
উঃ রাধানগর, হুগলি, পশ্চিমবঙ্গ।
প্রশ্নঃ সতীদাহ প্রথা কোন সালে বিলোপ হয়?
উঃ ১৮২৯ সালে।
প্রশ্নঃ সতীদাহ প্রথা বিলোপের সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিক।
প্রশ্নঃ ‘ব্রাহ্ম সমাজ’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ রাজা রামমোহন রায় (১৮২৮)।
প্রশ্নঃ রামমোহন রায়ের ইংরেজি শিক্ষার প্রস্তাবিত স্মারকপত্র কাকে দেন?
উঃ লর্ড আমহার্স্ট (১৮২৩)।
প্রশ্নঃ রামমোহনের প্রথম পত্রিকা কোনটি?
উঃ ‘সম্বাদ কৌমুদী’।
প্রশ্নঃ ‘তুফাত-উল-মুওয়াহহিদিন’ কার লেখা?
উঃ রাজা রামমোহন রায়।
প্রশ্নঃ তিনি মৃত্যুবরণ করেন কোথায়?
উঃ ব্রিস্টল, ইংল্যান্ডে (১৮৩৩)।
প্রশ্নঃ কাকে বলা হয় ‘Indian Socrates’?
উঃ রাজা রামমোহন রায়।
প্রশ্নঃ রাজা রামমোহন রায় কোন ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশ করেন?
উঃ পার্সি (Mirat-ul-Akbar, 1822)।
প্রশ্নঃ সম্বাদ কৌমুদী কোন সালে প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৮২১ সালে।
প্রশ্নঃ রামমোহন রায়ের লিখিত "Percepts of Jesus" গ্রন্থের মূল উদ্দেশ্য কী ছিল?
উঃ খ্রিস্টধর্মের নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা।
প্রশ্নঃ কোন ব্রিটিশ গভর্নর জেনারেল সতীদাহ প্রথা বিলোপ আইন জারি করেন?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিক (১৮২৯)।
প্রশ্নঃ রামমোহন রায়কে ব্রিটিশ সরকার কোন উপাধি প্রদান করে?
উঃ "Raja" উপাধি, মুঘল সম্রাট আকবর II দ্বারা।
প্রশ্নঃ ইংরেজি শিক্ষার প্রচারে রাজা রামমোহন কোন সালে লর্ড আমহার্স্টকে স্মারকলিপি দেন?
উঃ ১৮২৩ সালে।
প্রশ্নঃ রামমোহনের মৃত্যুকালে ব্রিটেনে কোন প্রভাবশালী নেতা তাঁর পাশে ছিলেন?
উঃ আখতার দাদ খান ও ডোয়াইট।
প্রশ্নঃ তাঁর লেখা "Gift to Monotheists" কোন ভাষায় রচিত?
উঃ পার্সি ভাষায়।
প্রশ্নঃ রামমোহন রায়ের চিন্তাধারার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল কোন দর্শন?
উঃ উপনিষদ ও পাশ্চাত্য যুক্তিবাদ।
প্রশ্নঃ কাকে বলা হয় ‘Father of Indian Journalism’?
উঃ রাজা রামমোহন রায়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কবে?
উঃ ২৬ সেপ্টেম্বর ১৮২০।
প্রশ্নঃ তাঁর জন্মস্থান কোথায়?
উঃ বীরসিংহ গ্রাম, হুগলি (বর্তমান পশ্চিম মেদিনীপুর)।
প্রশ্নঃ বিদ্যাসাগরের আসল পদবী কী ছিল?
উঃ বন্দ্যোপাধ্যায়।
প্রশ্নঃ ‘বিদ্যাসাগর’ উপাধি কে প্রদান করেন?
উঃ সংস্কৃত কলেজ, কলকাতা।
প্রশ্নঃ বিধবা বিবাহ আইন কোন সালে পাশ হয়?
উঃ ১৮৫৬ সালে।
প্রশ্নঃ বিদ্যাসাগরের রচিত প্রধান গ্রন্থ কোনটি?
উঃ বর্ণপরিচয়।
প্রশ্নঃ কোন ব্রিটিশ গভর্নর-জেনারেলের সময় বিধবা বিবাহ আইন পাশ হয়?
উঃ লর্ড ডালহৌসি।
প্রশ্নঃ কাকে বলা হয় ‘Dayar Sagar’?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্নঃ ‘বাংলার প্রথম আধুনিক পণ্ডিত’ বলা হয় কাকে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
প্রশ্নঃ তিনি মৃত্যুবরণ করেন কবে?
উঃ ১৮৯১ সালে।
প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রবর্তিত বর্ণমালায় মোট কতগুলি অক্ষর রাখা হয়?
উঃ ১২টি স্বরবর্ণ, ৪০টি ব্যঞ্জনবর্ণ (মোট ৫২টি)।
প্রশ্নঃ তিনি সংস্কৃত কলেজে অধ্যক্ষ (Principal) হন কোন সালে?
উঃ ১৮৫১ সালে।
প্রশ্নঃ বিধবা বিবাহ আইন (Act XV of 1856) পাশ করাতে প্রধান ইংরেজ সহযোগী কে ছিলেন?
উঃ লর্ড ডালহৌসি।
প্রশ্নঃ বিদ্যাসাগরের "বেতাল পঞ্চবিংশতি" মূল কোন ভাষার অনুবাদ?
উঃ সংস্কৃত ভাষা।
প্রশ্নঃ কোন আইন পাশের বিরোধিতায় রক্ষণশীল সমাজ বিদ্যাসাগরের কুশপুতুল দাহ করে?
উঃ বিধবা বিবাহ আইন, ১৮৫৬।
প্রশ্নঃ ‘Barnaparichay’ প্রথম প্রকাশিত হয় কোন সালে?
উঃ ১৮৫৫ সালে।
প্রশ্নঃ বিদ্যাসাগরের নামাঙ্কিত ‘Dayar Sagar’ উপাধি কে প্রদান করেছিলেন?
উঃ সমকালীন বাঙালি সমাজ।
প্রশ্নঃ তিনি কাকে ‘ভারতীয় সমাজ সংস্কারের দ্বিতীয় জনক’ বলা হয়?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্নঃ কোন সরকারি পদে থাকাকালীন বিদ্যাসাগর বাল্যবিবাহ রোধে সচেষ্ট হন?
উঃ ডেপুটি ইন্সপেক্টর অফ স্কুলস (১৮৫৫)।
প্রশ্নঃ বিদ্যাসাগর কোন বছরে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন?
উঃ ১৮৫৮ সালে।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কবে?
উঃ ৭ মে ১৮৬১।
প্রশ্নঃ তাঁর জন্মস্থান কোথায়?
উঃ জোড়াসাঁকো, কলকাতা।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান?
উঃ ১৯১৩ সালে।
প্রশ্নঃ কোন গ্রন্থের জন্য নোবেল পান?
উঃ গীতাঞ্জলি।
প্রশ্নঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯২১ সালে।
প্রশ্নঃ ভারতের জাতীয় সংগীত কে রচনা করেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংগীত কে রচনা করেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (আমার সোনার বাংলা)।
প্রশ্নঃ রবীন্দ্রনাথকে কবে নাইট উপাধি দেওয়া হয়?
উঃ ১৯১৫ সালে।
প্রশ্নঃ কোন ঘটনার প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেন?
উঃ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড (১৯১৯)।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করেন কবে?
উঃ ৭ আগস্ট ১৯৪১।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
উঃ গীতাঞ্জলি (১৯১৩)।
প্রশ্নঃ তিনি কবে নাইট উপাধি পান এবং কবে ত্যাগ করেন?
উঃ পান – ১৯১৫ সালে, ত্যাগ – ১৯১৯ সালে (জালিয়ানওয়ালাবাগ হত্যার প্রতিবাদে)।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে "Viswakabi" উপাধি দেন কে?
উঃ মহাত্মা গান্ধী।
প্রশ্নঃ কোন গ্রন্থে রবীন্দ্রনাথ জাতীয়তাবাদের সমালোচনা করেছেন?
উঃ "Nationalism" (১৯১৭)।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কবে "Knighthood" ত্যাগপত্র দেন?
উঃ ৩০ মে, ১৯১৯।
প্রশ্নঃ ভারতের জাতীয় সংগীত কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়?
উঃ ১৯১১ সালের কলকাতা অধিবেশন (Indian National Congress)।
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংগীত কোন কবিতার অংশ?
উঃ ‘আমার সোনার বাংলা’ (ভানুসিংহ ঠাকুরের পদাবলী)।
প্রশ্নঃ কোন রবীন্দ্র-রচনা "Golden Book of Tagore"-তে অন্তর্ভুক্ত?
উঃ কবিতা "Crisis in Civilization"।
প্রশ্নঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রাথমিক অর্থদান কে করেছিলেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নোবেল পুরস্কারের অর্থ ব্যবহার করেন।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ কোন সালে সোভিয়েত ইউনিয়ন ভ্রমণ করেন?
উঃ ১৯৩০ সালে।
সুভাষচন্দ্র বসু
প্রশ্নঃ সুভাষচন্দ্র বসুর জন্ম কবে?
উঃ ২৩ জানুয়ারি ১৮৯৭।
প্রশ্নঃ তাঁর জন্মস্থান কোথায়?
উঃ কটক, ওড়িশা।
প্রশ্নঃ কাকে ‘নেতাজি’ বলা হয়?
উঃ সুভাষচন্দ্র বসু।
প্রশ্নঃ আজাদ হিন্দ ফৌজ কে সংগঠিত করেন?
উঃ সুভাষচন্দ্র বসু।
প্রশ্নঃ সুভাষচন্দ্র বসুর বিখ্যাত ডাক কী?
উঃ “তুম আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।”
প্রশ্নঃ কোন সম্মেলনে তিনি কংগ্রেস সভাপতি নির্বাচিত হন?
উঃ হরিপুরা অধিবেশন (১৯৩৮)।
প্রশ্নঃ ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন?
উঃ সুভাষচন্দ্র বসু (১৯৩৯)।
প্রশ্নঃ আজাদ হিন্দ সরকারের রাজধানী কোথায় ছিল?
উঃ সিঙ্গাপুর।
প্রশ্নঃ আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কী ছিল?
উঃ ঝাঁসির রানি বাহিনী।
প্রশ্নঃ সুভাষচন্দ্র বসুর মৃত্যু কবে ও কোথায় হয়েছিল বলে ধারণা করা হয়?
উঃ ১৮ আগস্ট ১৯৪৫, তাইপেই (বিমান দুর্ঘটনা, যদিও বিতর্কিত)।
প্রশ্নঃ সুভাষচন্দ্র কোন সালে ICS পরীক্ষা উত্তীর্ণ হন?
উঃ ১৯২০ সালে (চাকরি ত্যাগ করেন)।
প্রশ্নঃ তিনি ১৯৩৯ সালে কোন কংগ্রেস অধিবেশনে গান্ধীবাদীদের সঙ্গে দ্বন্দ্বে পড়েন?
উঃ ত্রিপুরী অধিবেশন।
প্রশ্নঃ Forward Bloc প্রতিষ্ঠার সাল কত?
উঃ ১৯৩৯।
প্রশ্নঃ সুভাষচন্দ্র বসুকে ‘নেতাজি’ উপাধি কবে দেওয়া হয়?
উঃ ১৯৪২ সালে, আজাদ হিন্দ ফৌজে।
প্রশ্নঃ আজাদ হিন্দ সরকার (Provisional Government of Free India) কোথায় গঠিত হয়?
উঃ সিঙ্গাপুরে, ১৯৪৩ সালে।
প্রশ্নঃ আজাদ হিন্দ সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ সুভাষচন্দ্র বসু।
প্রশ্নঃ আজাদ হিন্দ সরকারের মন্ত্রীরা কারা ছিলেন?
উঃ আচার্য প্রফুল্ল চন্দ্র ঘোষ, রাশবিহারী বসু প্রমুখ।
প্রশ্নঃ আজাদ হিন্দ সরকারের মুদ্রায় কোন প্রতীক ছিল?
উঃ তিন রঙা পতাকা ও বাঘের প্রতীক।
প্রশ্নঃ সুভাষচন্দ্র বসুর জীবনী ‘Indian Struggle’ কোন ভাষায় লেখা হয়েছিল?
উঃ ইংরেজি।
প্রশ্নঃ ১৯৪২ সালে সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে জাপানে কোন সাবমেরিনে যাত্রা করেন?
উঃ জার্মান সাবমেরিন U-180।
মিক্স প্রশ্ন উত্তর
প্রশ্নঃ সতীদাহ প্রথা কে বিলোপ করেন?
উঃ রাজা রামমোহন রায় (আইন করেন লর্ড বেন্টিক)।
প্রশ্নঃ বিধবা বিবাহ প্রবর্তনে কার অবদান?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্নঃ বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয়?
উঃ রাজা রামমোহন রায়।
প্রশ্নঃ Dayar Sagar উপাধি কাকে দেওয়া হয়?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্নঃ ভারতের জাতীয় সংগীত ও বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্নঃ আজাদ হিন্দ ফৌজ কে সংগঠিত করেছিলেন?
উঃ সুভাষচন্দ্র বসু।
প্রশ্নঃ কোন নবজাগরণ ব্যক্তিত্ব ব্রিস্টলে মৃত্যুবরণ করেন?
উঃ রাজা রামমোহন রায়।
প্রশ্নঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্নঃ ‘তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’ – কার উক্তি?
উঃ সুভাষচন্দ্র বসু।
প্রশ্নঃ নবজাগরণের চার মহানায়ক কারা?
উঃ রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু।
প্রশ্নঃ কোন নবজাগরণ নেতা ‘Indian Socrates’ নামে পরিচিত?
উঃ রাজা রামমোহন রায়।
প্রশ্নঃ কোন নবজাগরণ নেতাকে "চিরকালের জন্য শিরদাঁড়ায় দাঁড়ানো বাঙালি" বলা হয়?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্নঃ কোন নবজাগরণ ব্যক্তিত্ব প্রথম বিদেশে (ইংল্যান্ডে) মৃত্যুবরণ করেন?
উঃ রাজা রামমোহন রায়।
প্রশ্নঃ কোন নবজাগরণ নেতা ‘তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’ ডাক দেন?
উঃ সুভাষচন্দ্র বসু।
প্রশ্নঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
উঃ রথীন্দ্রনাথ ঠাকুর (রবীন্দ্রনাথের পুত্র)।
প্রশ্নঃ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় কোন সালে?
উঃ ১৮২৮ সালে।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে এশিয়ার প্রথম নোবেলজয়ী হন?
উঃ ১৯১৩ সালে।
প্রশ্নঃ INA-র নারী বাহিনীর নাম কী ছিল এবং কে নেতৃত্ব দেন?
উঃ ঝাঁসির রানি বাহিনী, নেতৃত্ব দেন ক্যাপ্টেন লক্ষ্মী সেহগল।
প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন সালে বাল্যবিবাহ প্রতিরোধের জন্য আন্দোলন করেন?
উঃ ১৮৬০ দশকে (বিশেষ করে ১৮৬৭ সালে পেটিশন দাখিল করেন)।
প্রশ্নঃ বাংলার নবজাগরণ মূলত কোন শতকে শুরু হয়েছিল?
উঃ উনবিংশ শতক।
100 বাংলার নবজাগরণ প্রশ্নোত্তরPDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: 100 বাংলার নবজাগরণ প্রশ্নোত্তর
File Format: PDF
No. of Pages: 06
File Size: 347 KB
No comments:
Post a Comment