Breaking




Monday, 11 August 2025

WBSSC Group D – Special Arithmetic Practice Set PDF | WBSSC গ্রুপ ডি পাটিগণিত প্র্যাকটিস সেট PDF

WBSSC Group D – Special Arithmetic Practice Set PDF | WBSSC গ্রুপ ডি পাটিগণিত প্র্যাকটিস সেট PDF

WBSSC Group D পাটিগণিত প্র্যাকটিস সেট 2025 PDF
WBSSC Group D পাটিগণিত প্র্যাকটিস সেট 2025 PDF
হ্যালো বন্ধুরা,
তোমারা যারা WBSSC গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো, আজকে আমরা এই পরীক্ষার জন্য নিয়ে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট। যে পোস্টটি তোমাদের অবশ্যই প্র্যাকটিস করা উচিৎ, আমাদের আজকের পোস্টটি হল- WBSSC Group D পাটিগণিত প্র্যাকটিস সেট 2025 PDF এটি।
যে পোস্টটির মধ্যে দেওয়া আছে ৫০টি বাছাই করা প্রশ্ন উত্তর এবং যেই প্রশ্ন গুলি দেওয়া আছে MCQ ফরম্যাটে, যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। 
তাই বন্ধুরা আর দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন গুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও কারণ তোমাদের পরীক্ষা আর বেশিদিন নেই।

শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি। 

WBSSC Group D – Special Arithmetic Practice Set (50 Questions)

01. যদি 5x + 7 = 3x + 15 হয়, তবে x এর মান কত?
a) 3 b) 4 c) 5 d) 6 উঃ b

02. 144 এর বর্গমূল কত?
a) 10 b) 12 c) 14 d) 16 উঃ b

03. একটি সংখ্যার 25% যদি 20 হয়, তবে সংখ্যাটি কত?
a) 50 b) 60 c) 70 d) 80 উঃ d

04. 2/5 ভাগের 40 কত?
a) 8 b) 12 c) 16 d) 20 উঃ c

05. 20% বৃদ্ধি পেলে নতুন দাম ₹240, আসল দাম কত?
a) 180 b) 190 c) 200 d) 220 উঃ c

06. 3:4 অনুপাতে দুটি সংখ্যার যোগফল 84, ছোট সংখ্যাটি কত?
a) 36 b) 42 c) 48 d) 52 উঃ a

07. 10% এর পরে 20% ছাড়, মোট ছাড়ের শতাংশ কত?
a) 28% b) 30% c) 32% d) 25% উঃ a

08. ক্রয়মূল্য ₹250, বিক্রয়মূল্য ₹300, লাভ শতাংশ কত?
a) 15% b) 18% c) 20% d) 25% উঃ c

09. 4 ঘণ্টায় 120 কিমি গেলে গড় গতি কত?
a) 25 b) 30 c) 35 d) 40 উঃ d

10. (4)³ × (4)² = ?
a) 4⁵ b) 4⁶ c) 4⁷ d) 4⁸ উঃ a

12. 12 জনে 15 দিনে কাজ, 20 জনে করলে কয় দিনে?
a) 8 b) 9 c) 10 d) 12 উঃ b

13. LCM(6, 9, 15) কত?
a) 45 b) 90 c) 180 d) 270 উঃ b

14. 0.25 × 0.4 = ?
a) 0.01 b) 0.10 c) 0.12 d) 0.14 উঃ b

15. 60 কিমি/ঘণ্টা বেগে 90 মিনিটে কত কিমি?
a) 60 b) 75 c) 80 d) 90 উঃ b

16. ₹500 এর 10% ছাড়ের পর দাম কত?
a) 450 b) 460 c) 470 d) 480 উঃ a

17. HCF(15, 20, 25) কত?
a) 5 b) 10 c) 15 d) 20 উঃ a

18. 20% বৃদ্ধি পরে 10% হ্রাস, মোট বৃদ্ধি কত?
a) 8% b) 10% c) 12% d) 15% উঃ a

19. 54 কিমি/ঘণ্টা = কত m/s?
a) 12 b) 13 c) 15 d) 18 উঃ c

20. 12% এর 150 = ?
a) 15 b) 16 c) 17 d) 18 উঃ d

21. 2² + 3² + 4² = ?
a) 25 b) 29 c) 27 d) 29 উঃ b

22. দৈর্ঘ্য 5m, প্রস্থ 4m, ক্ষেত্রফল কত?
a) 18 b) 19 c) 20 d) 25 উঃ c

23. 1000 এর 10% এর 10% = ?
a) 1 b) 10 c) 100 d) 1000 উঃ a

24. 2.5 × 2.5 = ?
a) 5.25 b) 6.25 c) 7.25 d) 8.25 উঃ b

25. ³√100 ≈ ?
a) 4.64 b) 5 c) 6 d) 4.5 উঃ a

26. 500 কিমি 50 কিমি/ঘণ্টা গতিতে যেতে সময় কত?
a) 8h b) 9h c) 10h d) 12h উঃ c

27. 40% ছাড় পরে 30% ছাড়, মোট ছাড় কত?
a) 58% b) 60% c) 62% d) 64% উঃ a

28. 15 জনে 20 দিনে কাজ, 10 দিনে করতে কত জন?
a) 20 b) 25 c) 30 d) 35 উঃ b

29. (3/4) ÷ (5/8) = ?
a) 6/5 b) 12/20 c) 15/24 d) 5/6 উঃ a

30. 72 কিমি/ঘণ্টা গতিতে 30 মিনিটে কত কিমি?
a) 30 b) 35 c) 36 d) 40 উঃ c

31. 0.2 × 0.2 = ?
a) 0.02 b) 0.04 c) 0.05 d) 0.06 উঃ b

32. 500 এর 15% এর 20% = ?
a) 10 b) 15 c) 20 d) 25 উঃ b

33. 7³ × 7⁵ = ?
a) 7⁷ b) 7⁸ c) 7⁹ d) 7¹⁰ উঃ b

34. দাম ₹800, 25% লাভে বিক্রয়মূল্য কত?
a) 900 b) 950 c) 1000 d) 1050 উঃ c

35. LCM(48, 60) কত?
a) 120 b) 140 c) 240 d) 280 উঃ c

36. দৈর্ঘ্য 12cm, প্রস্থ 9cm, ক্ষেত্রফল কত?
a) 96 b) 108 c) 110 d) 120 উঃ b

37. 2h-এ 90 কিমি গেলে গতি কত?
a) 40 b) 45 c) 50 d) 55 উঃ b

38. 17 ÷ 3 এর অবশিষ্ট কত?
a) 1 b) 2 c) 3 d) 0 উঃ b

39. HCF(15, 25, 35) কত?
a) 3 b) 4 c) 5 d) 6 উঃ c

40. ক্রয়মূল্য ₹200, 25% লাভে বিক্রয়মূল্য কত?
a) 225 b) 240 c) 250 d) 260 উঃ c

41. 50 কিমি 25 কিমি/ঘণ্টা গতিতে যেতে সময় কত?
a) 1h b) 1.5h c) 2h d) 2.5h উঃ c

42. 144² = ?
a) 19600 b) 20736 c) 22500 d) 25000 উঃ b

43. ³√27 × ³√8 = ?
a) 6 b) 8 c) 9 d) 12 উঃ a

45. 40% এর 250 = ?
a) 80 b) 90 c) 100 d) 110 উঃ c

46. 20% কমে দাম ₹160 হলে আসল দাম কত?
a) 180 b) 190 c) 200 d) 210 উঃ c

46. 5² × 5³ = ?
a) 5⁵ b) 5⁶ c) 5⁷ d) 5⁸ উঃ a

47. 15% বৃদ্ধি পরে 10% বৃদ্ধি, মোট বৃদ্ধি কত?
a) 25% b) 26.5% c) 27% d) 28% উঃ b

48. 0.5² = ?
a) 0.25 b) 0.5 c) 1 d) 1.25 উঃ a

49. 60 কিমি/ঘণ্টা গতিতে 45 মিনিটে কত কিমি?
a) 40 b) 42 c) 45 d) 50 উঃ c

50. বাহু 10cm সমবাহু ত্রিভুজের পরিসীমা কত?
a) 20 b) 25 c) 30 d) 35 উঃ c

51. 80 এর 12.5% = ?
a) 8 b) 9 c) 10 d) 12 উঃ c

WBSSC গ্রুপ ডি পাটিগণিত প্র্যাকটিস সেট PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: WBSSC গ্রুপ ডি পাটিগণিত প্র্যাকটিস সেট

File Format:  PDF

No. of Pages:  06

File Size:  340 KB  



No comments:

Post a Comment