Breaking




Saturday 6 May 2023

ভারতের বিভিন্ন জলপ্রপাত সমূহ PDF | List of Indian Waterfalls In Bengali

ভারতের বিভিন্ন জলপ্রপাত সমূহ PDF | List of Indian Waterfalls In Bengali

ভারতের বিভিন্ন জলপ্রপাত সমূহ PDF
ভারতের বিভিন্ন জলপ্রপাত সমূহ PDF
হ্যালো বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভারতের জলপ্রপাত সমূহ তালিকা PDF-এই পোস্টটির সম্পর্কে। আমরা আজকে তোমাদের কিছু বাছাইকরা জলপ্রপাতের নাম তার অবস্থান,তার উচ্চতা এবং সেটি কোন নদীতে অবস্থিত এই সমস্থ গুরুত্বপূর্ণ তথ্য গুলি সম্পর্কে আলোচনা করবো। যাতে তোমাদের এই টপিকটি থেকে আশা যে কোনো প্রশ্ন গুলি তোমরা খুবই সহজে উত্তর দিতে পারো।
                 তাই তোমরা আর দেরি না করে, নীচের তালিকাটি ভালোভাবে মুখস্থ করে নাও এবং পরবর্তী সময়ে অফলাইনে পড়ার জন্য PDF-টি সংগ্রহ করে নাও।

 ভারতের বিভিন্ন জলপ্রপাতের তালিকা 

জলপ্রপাত নদীর নাম উচ্চতা অবস্থান
কুঞ্চিকল জলপ্রপাত বরাহি নদী ৪৫৫ মি. কর্নাটক
বারেহিপানি জলপ্রপাত বুদ্ধবালঙ্গ নদী ৩৯৯ মি. উড়িষ্যা
দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদী ৩১০ মি. গোয়া ও কর্নাটক
কিনরেম জলপ্রপাত ------ ৩০৫ মি. মেঘালয়
মিনমুত্তি জলপ্রপাত ------ ৩০০ মি. কেরালা
বরকনা জলপ্রপাত সীতা নদী ২৫৯ মি. কর্নাটক
যোগ জলপ্রপাত শরাবতী নদী ২৫৩ মি. কর্নাটক
খান্দাধার জলপ্রপাত কোরা নালা ২৪৪ মি. উড়িষ্যা
কুনে জলপ্রপাত ------ ২০০ মি. মহারাষ্ট্র
ডুডুমা জলপ্রপাত মাচকুন্দ নদী ১৭৫ মি. উড়িষ্যা
পালানি জলপ্রপাত ------ ১৫০ মি. হিমাচল প্রদেশ
দূর্গাবতী জলপ্রপাত কারমানাসা নদী ১৪৫ মি. বিহার
বিশপ জলপ্রপাত ------ ১৩৫ মি. মেঘালয়
কালহাত্তি জলপ্রপাত ----- ১২২ মি. কর্নাটক
কুসল্লি জলপ্রপাত ----- ১১৬ মি. কর্নাটক
রজত প্রপাত ------ ১০৭ মি. মধ্যপ্রদেশ
শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদী ৯৮ মি. কর্নাটক
হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদী ৯৮ মি. ঝাড়খন্ড
কেওতি জলপ্রপাত মহনা নদী ৯৮ মি. মধ্যপ্রদেশ
কেদুমারি জলপ্রপাত ------- ৯১ মি. কর্নাটক
তীরথগড় জলপ্রপাত ------ ৯১ মি. ছত্তিসগড়
কুন্তলা জলপ্রপাত ------ ৪৫ মি. তেলেঙ্গানা
মতিঝরনা জলপ্রপাত ------ ৪৫ মি. ঝাড়খন্ড
দশম জলপ্রপাত কাঞ্চি নদী ৪৪ মি. ঝাড়খন্ড
ধুঁয়াধার জলপ্রপাত নর্মদা নদী ৩০ মি. মধ্যপ্রদেশ
চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদী ২৯ মি. ছত্তিসগড়
অথীরাপিল্লি জলপ্রপাত চালাকুড়ি নদী ২৫ মি. কেরালা
চাচাই জলপ্রপাত বিহাড় নদী ১৩০ মি. মধ্যপ্রদেশ
বসুধারা জলপ্রপাত ------ ১২২ মি. উত্তরাখন্ড
উসরি জলপ্রপাত ------ ১২ মি. ঝাড়খন্ড
ভারতের বিভিন্ন জলপ্রপাত PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name:  ভারতের বিভিন্ন জলপ্রপাত সমূহ

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  262 KB


No comments:

Post a Comment