WBP SI Practice Set – 01 2025 [100 Marks] : পুলিশ সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF
হ্যালো বন্ধুরা,
আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর ২০২৫ প্রিলি পরীক্ষার তারিখ ১২ই অক্টোবর ঘোষণা করে হয়ছে। তারিখ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে হাতে আর মাত্র ২টি মাস আছে, তাই তোমাদের সঠিক এবং কঠোর ভাবে প্রস্তুতি নিতে হবে।
আশা করছি তোমরা ইতিমধ্যে সেই ভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছো। আমরা তোমাদের সেই প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যাবার জন্য WBP SI Bengali Practice Set -01 PDF এই পোস্টটি নিয়ে উপস্থিত হয়েছি। যে সেটটির মধ্যে দেওয়া আছে ৫০টি জেনারেল স্টাডিজ, ২৫টি অঙ্ক এবং ২৫টি রিজনিং প্রশ্ন উত্তর দেওয়া আছে, যে সকল প্রশ্ন গুলি প্র্যাকটিস করার ফলে তোমাদের প্রস্তুতি লেভেল বাড়বে বলে আশা করা যায়।
WBP SI Bengali Practice Set Part - 01
Part – A: General Studies (50 Questions × 1 mark)
01. অজগর নদী কোন রাজ্যে অবস্থিত?
A) বিহার
B) উত্তর প্রদেশ
C) মধ্যপ্রদেশ
D) রাজস্থান
02. ‘দ্য ডিসকভারি অব ইন্ডিয়া’ কার রচনা?
A) সুভাষ চন্দ্র বসু
B) জওহরলাল নেহেরু
C) মহাত্মা গান্ধী
D) বি. আর. আম্বেদকর
03. অষ্টম সূচিপত্র সংশোধনীতে কোন ভাষা যোগ হয়েছিল?
A) সিন্ধি
B) কঙ্কণী
C) মৈথিলী
D) সাঁওতালি
04. হরপ্পা সভ্যতার প্রধান ফসল কোনটি?
A) ধান
B) গম
C) যব
D) ডাল
05. ‘পদ্মা নদী’ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত?
A) ভারত
B) মায়ানমার
C) নেপাল
D) বাংলাদেশ
06. তামিলনাড়ুর রাজধানী কোনটি?
A) মাদুরাই
B) চেন্নাই
C) ত্রিচি
D) কোয়েম্বাটুর
07. ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা কোন রাজ্যের সঙ্গে যুক্ত ছিল?
A) জম্মু ও কাশ্মীর
B) অরুণাচল প্রদেশ
C) নাগাল্যান্ড
D) মিজোরাম
08. গগনযান প্রকল্পের সঙ্গে কোন সংস্থা যুক্ত?
A) DRDO
B) ISRO
C) HAL
D) NASA
09. ‘পঞ্চায়েতি রাজ’ কোন রাজ্যে প্রথম চালু হয়?
A) পাঞ্জাব
B) গুজরাট
C) উত্তর প্রদেশ
D) রাজস্থান
10. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
A) ভিটামিন A
B) ভিটামিন C
C) ভিটামিন K
D) ভিটামিন D
11. ‘সাইলেন্ট ভ্যালি’ কোথায় অবস্থিত?
A) তামিলনাড়ু
B) কেরালা
C) কর্ণাটক
D) আসাম
12. চন্দ্রযান-৩ কবে উৎক্ষেপিত হয়?
A) 2022
B) 2023
C) 2024
D) 2025
13. ভারতের প্রথম রেলপথ কোথায় নির্মিত হয়?
A) বোম্বে–থানে
B) হাওড়া–হুগলি
C) মাদ্রাজ–আর্কট
D) দিল্লি–আগ্রা
14. হকি বিশ্বকাপ ২০২৩ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
A) পাঞ্জাব
B) হরিয়ানা
C) ওড়িশা
D) গুজরাট
15. সন্ত্রাসবিরোধী আইন ‘UAPA’ কোন সালে প্রণীত হয়?
A) 1965
B) 1967
C) 1971
D) 1973
16. বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
A) অ্যামাজন
B) গঙ্গা
C) নীল
D) ইয়াংৎসে
17. RBI-এর বর্তমান গভর্নর (2025 অনুযায়ী) কে?
A) রঘুরাম রাজন
B) শক্তিকান্ত দাস
C) উর্জিত প্যাটেল
D) দুভুরি সুব্বারাও
18. UNESCO বিশ্ব ঐতিহ্য “সুন্দরবন” কোন রাজ্যে?
A) ওড়িশা
B) বিহার
C) আসাম
D) পশ্চিমবঙ্গ
19. অমরনাথ গুহা কোন রাজ্যে অবস্থিত?
A) হিমাচল প্রদেশ
B) জম্মু ও কাশ্মীর
C) উত্তরাখণ্ড
D) সিকিম
20. বিদ্যাসাগরের আসল নাম কী ছিল?
A) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
B) মহেন্দ্রনাথ দত্ত
C) শিবনাথ শাস্ত্রী
D) কালীপ্রসন্ন সিংহ
21. জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়?
A) 26 জানুয়ারি
B) 28 ফেব্রুয়ারি
C) 5 সেপ্টেম্বর
D) 15 অক্টোবর
22. ভারতের সবচেয়ে ছোট রাজ্য (আয়তনে) কোনটি?
A) সিকিম
B) মণিপুর
C) ত্রিপুরা
D) গোয়া
23. ‘দ্বীপকল্প’ কোন ভাষায় রচিত?
A) সংস্কৃত
B) পালি
C) হিন্দি
D) উর্দু
24. ভারতীয় সংবিধানের মূল খসড়ায় মোট কতটি অনুচ্ছেদ ছিল?
A) 389
B) 395
C) 400
D) 410
25. দুধসাগর জলপ্রপাত কোথায় অবস্থিত?
A) কর্ণাটক
B) মহারাষ্ট্র
C) গোয়া
D) কেরালা
26. জলিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়?
A) 1918
B) 1919
C) 1920
D) 1921
27. ভারতীয় মহাকাশ গবেষণার জনক কে?
A) বিক্রম সারাভাই
B) হোমি ভাবা
C) এপিজে আব্দুল কালাম
D) সত্যেন্দ্র নাথ বসু
28. IT আইন ভারত কবে কার্যকর হয়?
A) 1998
B) 2000
C) 2001
D) 2002
29. চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি?
A) পশ্চিমবঙ্গ
B) আসাম
C) কেরালা
D) তামিলনাড়ু
30. তুঙ্গভদ্রা বাঁধ কোন রাজ্যে অবস্থিত?
A) কর্ণাটক
B) অন্ধ্রপ্রদেশ
C) তামিলনাড়ু
D) মহারাষ্ট্র
31. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?
A) ইন্দিরা গান্ধী
B) সরোজিনী নাইডু
C) সুচেতা কৃপলানি
D) সুষমা স্বরাজ
32. ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন?
A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B) সুভাষচন্দ্র বসু
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) দীনবন্ধু মিত্র
33. ভারতের সংবিধান কার্যকর হয় কবে?
A) ১৫ আগস্ট ১৯৪৭
B) ২৬ জানুয়ারি ১৯৫০
C) ২৬ নভেম্বর ১৯৪৯
D) ২ অক্টোবর ১৯৫০
34. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
A) প্যারিস
B) জেনেভা
C) লন্ডন
D) নিউ ইয়র্ক
35. প্লাসি যুদ্ধ কবে হয়েছিল?
A) ১৭৫০
B) ১৭৫৭
C) ১৭৬৪
D) ১৭৭৬
36. ভারতের জাতীয় পশু কোনটি?
A) সিংহ
B) রয়েল বেঙ্গল টাইগার
C) হাতি
D) গন্ডার
37. ‘চিপকো আন্দোলন’-এর মূল উদ্দেশ্য কী ছিল?
A) বন্যপ্রাণী সংরক্ষণ
B) কৃষি উন্নয়ন
C) জলদূষণ প্রতিরোধ
D) বন সংরক্ষণ
38. ভারতের প্রথম মহাকাশযাত্রী কে ছিলেন?
A) কল্পনা চাওলা
B) রাকেশ শর্মা
C) বিক্রম সারাভাই
D) সত্যেন বসু
39. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
A) ড. রাজেন্দ্র প্রসাদ
B) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ
C) জাকির হুসেন
D) শঙ্কর দয়াল শর্মা
40. ‘পঞ্চশীল নীতি’ কোন দেশের সাথে ভারতের চুক্তি?
A) নেপাল
B) পাকিস্তান
C) চীন
D) শ্রীলঙ্কা
কারেন্ট অ্যাফেয়ার্স (২০২৪–২৫)
41. ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক কে জিতেছেন?
A) পি.ভি. সিন্ধু
B) বাজরং পুনিয়া
C) নীরজ চোপড়া
D) মীরাবাই চানু
42. ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কোন দল সর্বাধিক আসন পেয়েছে?
A) কংগ্রেস
B) বিজেপি
C) তৃণমূল কংগ্রেস
D) AAP
43. ২০২৪ সালে ভারতের নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
A) দ্রৌপদী মুর্মু
B) রামনাথ কোবিন্দ
C) ভেঙ্কাইয়া নাইডু
D) অমিত শাহ
44. ২০২৪ সালের ICC টি-২০ বিশ্বকাপ কে জিতেছে?
A) ইংল্যান্ড
B) পাকিস্তান
C) ভারত
D) অস্ট্রেলিয়া
45. ২০২৫ সালে ভারতের G20 সম্মেলন কোন শহরে হবে?
A) কলকাতা
B) নয়াদিল্লি
C) মুম্বাই
D) বেঙ্গালুরু
46. ২০২৪ সালে ভারতের প্রথম সেমি-হাই স্পিড ফ্রেইট ট্রেন চালু হয়েছে কোন করিডরে?
A) মুম্বাই–আহমেদাবাদ
B) দিল্লি–মুম্বাই
C) কলকাতা–গৌহাটি
D) চেন্নাই–হায়দরাবাদ
47. ২০২৪ সালের অস্কার পুরস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র কোনটি জিতেছে?
A) All Quiet on the Western Front
B) The Zone of Interest
C) Anatomy of a Fall
D) Oppenheimer
48. ২০২৪ সালে ‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর আওতায় পশ্চিমবঙ্গের কোন স্টেশন প্রথম উন্নীত হয়?
A) হাওড়া জংশন
B) শিয়ালদহ
C) আসানসোল
D) নিউ জলপাইগুড়ি
49. ২০২৪ সালে ভারতের প্রথম মহিলা নৌবাহিনী চিফ হিসেবে কে দায়িত্ব নেন?
A) কর্ণেল গীতা রানা
B) সুনীতা শর্মা
C) অনুরাধা প্রসাদ
D) রিয়ার অ্যাডমিরাল প্রীতি কুলকার্নি
50. ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার কে জিতেছেন?
A) মারিয়া রেসা
B) ডেনিস মুকওয়েগে
C) নর্গেস মুহাম্মদ
D) মালালা ইউসুফজাই
Part – B: Mathematics (25 Questions × 1 mark)
51. ₹800 ক্রয়মূল্য, ₹920 বিক্রয়মূল্য → লাভ% কত?
A) 10%
B) 12%
C) 15%
D) 20%
52. 20% of X = 50 হলে X = কত?
A) 100
B) 150
C) 200
D) 250
53. গড় 45, সংখ্যা 2 হলে যোগফল = কত?
A) 80
B) 85
C) 90
D) 95
54. 120 কিমি দূরত্ব, গতি 40 কিমি/ঘণ্টা → সময় = কত ঘণ্টা?
A) 2
B) 3
C) 4
D) 5
55. সরল সুদ: মূলধন ₹1000, হার 10%, সময় 2 বছর → সুদ কত?
A) ₹150
B) ₹180
C) ₹200
D) ₹220
56. আয়তক্ষেত্র: দৈর্ঘ্য 8, প্রস্থ 6 → ক্ষেত্রফল কত?
A) 36
B) 42
C) 48
D) 56
57. 3 : 5 অনুপাতে 200 ভাগ করলে কত ও কত হবে?
A) 60 ও 140
B) 75 ও 125
C) 80 ও 120
D) 90 ও 110
58. 15% of 640 = কত?
A) 86
B) 90
C) 96
D) 100
59. একটি বই ₹250, 10% ছাড় → দাম কত হবে?
A) ₹200
B) ₹220
C) ₹225
D) ₹230
60. 4² + 5² = কত?
A) 36
B) 40
C) 41
D) 45
61. একটি গাড়ি 60 কিমি/ঘণ্টা গতিতে 2 ঘণ্টা চললে দূরত্ব = কত?
A) 100 কিমি
B) 110 কিমি
C) 120 কিমি
D) 130 কিমি
62. √144 = কত?
A) 10
B) 11
C) 12
D) 14
63. একটি সংখ্যার দ্বিগুণ 50 হলে সংখ্যা = কত?
A) 20
B) 25
C) 30
D) 35
64. 5² × 3 = কত?
A) 60
B) 65
C) 70
D) 75
65. 1/4 of 200 = কত?
A) 40
B) 45
C) 50
D) 55
66. 0.25 × 0.4 = কত?
A) 0.08
B) 0.10
C) 0.12
D) 0.14
67. 3⁵ = কত?
A) 218
B) 240
C) 243
D) 256
68. 1 ঘণ্টায় 60 মিনিট হলে 5 ঘণ্টায় কত মিনিট?
A) 280
B) 300
C) 320
D) 360
69. শতকরা লাভ: ₹400 → ₹500 হলে লাভ% কত?
A) 20%
B) 25%
C) 30%
D) 40%
70. বর্গমূল 169 = কত?
A) 12
B) 13
C) 14
D) 15
71. ত্রিভুজ ক্ষেত্রফল: ½×10×8 = কত?
A) 36
B) 38
C) 40
D) 42
72. 15² − 10² = কত?
A) 100
B) 110
C) 120
D) 125
73. 2 : 3 = 40 হলে অংশ দুটি কত?
A) 15 ও 25
B) 16 ও 24
C) 18 ও 22
D) 20 ও 20
74. 1 কেজি = কত গ্রাম?
A) 500
B) 750
C) 1000
D) 1200
75. ₹5000, হার 8%, সময় 1 বছর → সুদ কত?
A) ₹300
B) ₹350
C) ₹400
D) ₹450
Part – C: Reasoning (25 Questions × 1 mark)
76. ‘BOOK’ → পরের অক্ষর লিখলে কী হবে?
A) CPNL
B) BQOL
C) DQPM
D) CRNM
77. ‘MANGO’ = 52 → ‘APPLE’ = কত?
A) 38
B) 40
C) 42
D) 44
78. আয়তক্ষেত্র 8×6 → ক্ষেত্রফল কত?
A) 44
B) 46
C) 48
D) 50
79. সিরিজ: 2, 4, 8, 16, ? →
A) 24
B) 30
C) 32
D) 36
80. 5, 10, 20, ? →
A) 25
B) 30
C) 35
D) 40
81. ‘CAT’ কোড = 3120, ‘DOG’ = ?
A) 4126
B) 4157
C) 4168
D) 4180
82. দক্ষিণ মুখে দাঁড়িয়ে 90° বাঁ দিকে ঘুরলে কোন দিকে হবে?
A) উত্তর
B) পশ্চিম
C) পূর্ব
D) দক্ষিণ-পশ্চিম
83. মা-ছেলের সম্পর্ক → ছেলের বোন → সম্পর্ক কী?
A) মেয়ে
B) নাতনি
C) খালা
D) বোন
84. বর্গ, আয়তক্ষেত্র, ত্রিভুজ → সাধারণ বৈশিষ্ট্য কী?
A) প্রাণী
B) জ্যামিতিক আকার
C) যানবাহন
D) পাখি
85. ODD one out: Apple, Mango, Potato, Banana →
A) Apple
B) Mango
C) Potato
D) Banana
86. 64 = 8² → 125 = ?
A) 4³
B) 5³
C) 6³
D) 7³
87. ঘড়িতে 3:15 এ ঘণ্টা ও মিনিট কাঁটার মধ্যে কোণ কত?
A) 5°
B) 15°
C) 10°
D) 7.5°
88. দুই ভাই ও এক বোন → মোট ভাই সংখ্যা কত?
A) 1
B) 2
C) 3
D) 4
89. Water : Liquid → Ice : ?
A) Solid
B) Gas
C) Liquid
D) Vapour
90. যদি A=1, Z=26, তাহলে AZ = কত?
A) 26
B) 27
C) 28
D) 29
91. কিউবের মুখ সংখ্যা কত?
A) 4
B) 5
C) 6
D) 8
92. দক্ষিণে 5মি, ডানে 5মি → মোট সরল দূরত্ব কত?
A) 7.07 মি
B) 6.07 মি
C) 8 মি
D) 9 মি
93. সোমবারের 3 দিন আগে কোন দিন?
A) বৃহস্পতিবার
B) শুক্রবার
C) শনিবার
D) রবিবার
94. ODD: 2, 4, 6, 9 →
A) 2
B) 4
C) 6
D) 9
95. ‘Hospital’ : ‘Patient’ → ‘School’ : ?
A) Student
B) Teacher
C) Classroom
D) Lesson
96. ত্রিভুজের বাহু সংখ্যা কত?
A) 2
B) 3
C) 4
D) 5
97. সিরিজ: A, C, E, G → পরের অক্ষর কী?
A) H
B) I
C) J
D) K
98. বিপরীত দিকের কোণ = কত ডিগ্রি?
A) 90°
B) 120°
C) 150°
D) 180°
99. সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি?
A) 45°
B) 60°
C) 75°
D) 90°
100. ‘Pen’ : ‘Write’ → ‘Brush’ : ?
A) Paint
B) Draw
C) Colour
D) Clean
WBP SI Practice Set – 01 2025 PDF টি সংগ্রহ করতে নীচের Click Here to Download-এ ক্লিক করুন
Practice Set Download Link: Click Here to Download
Answer Key Download Link: Click Here to Download
আরও পড়ুন- WBP SI বিগত বছরের প্রশ্নপত্র
No comments:
Post a Comment