WBP SI 2024 Syllabus and Exam Pattern in Bengali | পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর সিলেবাস 2024 PDF
হ্যালো বন্ধুরা,
তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি, পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর সিলেবাস 2024 PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে আমরা সম্পূর্ণ নতুন সিলেবাস এবং পরীক্ষার ধরন এই সকল তথ্য গুলি খুব সুন্দর ভাবে সাজিয়ে তোমাদের সামনে উপস্থপন করলাম, যাতে তোমাদের উক্ত পরীক্ষার সম্পর্কে সম্পূর্ণ ধারনা তৈরি হয়ে যায়।
তাই তোমরা দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া তথ্য গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং অবশ্যই সিলেবাসের PDF-টি সংগ্রহ করে নাও।
নিয়োগ প্রক্রিয়া
- প্রিলিমিনারি পরীক্ষা
- শারীরিক পরিমাপ ও শারীরিক দক্ষতা পরীক্ষা
- মেন পরীক্ষা
- ইন্টারভিউ
Prelims পরীক্ষার সিলেবাস & প্যাটার্ন
সর্বমোট নম্বরঃ ২০০ (১০০ প্রশ্ন × ২ নম্বর)
সময়ঃ ৯০ মিনিট
নেগেটিভ মার্কিংঃ ১/৪ নম্বর
প্রশ্নপত্রের ভাষাঃ ইংরেজি ও বাংলা
নম্বর বিভাগঃ
- General Studies – ৫০ প্রশ্ন (১০০ নম্বর)
- Logical & Analytical Reasoning – ২৫ প্রশ্ন (৫০ নম্বর)
- Arithmetic – ২৫ প্রশ্ন (৫০ নম্বর)
Prelims–এর বিষয়ের বিস্তারিত:
- General Studies: রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং প্রযুক্তি, বর্তমান বিষয়াবলি (Current Affairs), সংস্কৃতি ও শিল্প ইত্যাদি
- Logical & Analytical Reasoning: সিলিঙ্গ, কোডিং-ডিকোডিং, সিমিলারিটি, ক্লাসিফিকেশন, অর্ডারিং, ডিজিটাল রিলেশনশিপ, স্পেস ভিজ্যুয়ালাইজেশন ইত্যাদি
- Arithmetic: অনুপাত, সময় ও দূরত্ব, লিনিয়ার সমীকরণ, পাহারা ও ক্ষতি, ভগ্নাংশ, শতাংশ, ট্রিগনোমেট্রি, সময় ও কাজ, রৈখিক সমীকরণ ইত্যাদি
শারীরিক পরিমাপ (PMT)
পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা শারীরিক পরিমাপ এর তথ্য গুলি জানার জন্য PDF-টি সংগ্রহ করতে হবে, PDF-এর মধ্যে সমস্ত তথ্য দেওয়া আছে।
শারীরিক দক্ষতা (PET)
লিঙ্গ | দৌড় | সময় |
---|---|---|
পুরুষ | ৮০০ মিটার | ৩ মিনিট |
মহিলা | ৪০০ মিটার | ২ মিনিট |
ট্রান্সজেন্ডার | ৪০০ মিটার | ১ মিনিট ৪০ সেকেন্ড |
Main পরীক্ষার সিলেবাস & প্যাটার্ন
পেপার-1
জেনারেল স্টাডিজ ৫০
গণিত ২৫
লজিক্যাল ও অ্যানালিটিক্যাল রিজনিং ২৫
সময়ঃ ২ ঘণ্টা
পেপার-2
ইংরেজি ৫০
সময়ঃ১ ঘণ্টা
পেপার-3
বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি ৫০
সময়ঃ ১ ঘণ্টা
মোট নম্বরঃ ২০০
মোট সময়ঃ ৪ ঘণ্টা
পরীক্ষার ধরনঃ ডেসক্রিপটিভ টাইপ
পেপার-১-এর ভাসাঃ ইংরেজি, বাংলা ও নেপালি
Main–এর বিষয়ের বিস্তারিত:
পেপার-১ পরীক্ষার সিলেবাস প্রিলিমিনারি পরীক্ষার সমতুল্য
পেপার-২
Drafting of a report from the points or material supplied;
Translation from Bengali/Hindi/ Urdu/ Nepali, as the case may be to English,
Condensing of a prose passage (summary/precis)
Correct use of words, correction of sentences, use of common phrases, synonyms and antonyms etc.
পেপার-৩
বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি
খসড়া প্রতিবেদন
ইংরেজি থেকে বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি ভাষায় অনুবাদ
ইন্টারভিউ
ইন্টারভিউর নম্বরঃ ৩০
ন্যূনতম পাশ মার্কসঃ ৮
মেন পরীক্ষা ও ইন্টারভিউর নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।
বিঃ দ্রঃ- উপরে উল্লেখিত তথ্য গুলি পড়তে এবং বুঝতে সমস্যা হয় তাহলে PDF-টি অবশ্যই সংগ্রহ করে নেবে। PDFএর মধ্যে আরও ভালোভাবে সাজিয়ে দেওয়া আছে।
WBP SI 2024 Syllabus PDF টি সংগ্রহ করতে নীচের Download Now- লেখায় ক্লিক করো
File Details ::
File Name: পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর সিলেবাস
File Format: PDF
No. of Pages: 03
File Size: 314 KB
No comments:
Post a Comment