Breaking




Tuesday, 8 July 2025

Recruitment of Indian Naval Civilian Staff 2025: ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান নিয়োগ ২০২৫

Recruitment of Naval Civilian Staff 2025: ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান নিয়োগ ২০২৫

ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান নিয়োগ 2025
ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান নিয়োগ 2025
বন্ধুরা আজকে আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান নিয়োগ 2025 এই পোস্টটি নিয়ে। যে খানে Technical, Administrative ও অফিসের কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। যাতে বিভিন্ন পদের জন্য পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা তাই তোমরা আমাদের দেওয়া প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখে নাও এবং যদি উক্ত পদের জন্য আবেদন করতে চাও তাহলে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদন করে দিতে পারো। 

Indian Navy Civilian Staff Recruitment Highlight

সংস্থা ভারতীয় নৌবাহিনী (Indian Navy)
পদের নাম Group-B, Group-C
শূন্যপদ ১১০০+
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শুরু ৫ই জুলাই ২০২৫
আবেদন শেষ ১৮ই জুলাই ২০২৫
পরীক্ষার ধরন অনলাইন
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ ডিপ্লোমা/ ডিগ্রি অনুযায়ী পদভিত্তিক
বয়সসীমা ১৮ – ৪৫ বছর (পদ অনুযায়ী আলাদা)
নিয়োগ প্রক্রিয়া লিখিত + ট্রেড টেস্ট (যদি প্রযোজ্য হয়)
অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in

পদের নামGroup-B, Group-C

শুন্যপদ + শিক্ষাগত যোগ্যতা

পদের নাম শূন্যপদ যোগ্যতা
Chargeman 227 বি.এসসি / ডিপ্লোমা
Fireman 90 উচ্চমাধ্যমিক + ফায়ার ফাইটিং কোর্স
Fire Engine Driver 14 উচ্চমাধ্যমিক + HMV লাইসেন্স
Tradesman Mate 207 মাধ্যমিক + ITI
Pest Control Worker 53 মাধ্যমিক + স্থানীয় ভাষার জ্ঞান
Storekeeper 176 উচ্চমাধ্যমিক + ১ বছরের অভিজ্ঞতা
Civilian Motor Driver 117 মাধ্যমিক + HMV/LMV ড্রাইভিং লাইসেন্স
Pharmacist 06 উচ্চমাধ্যমিক + ফার্মাসি ডিপ্লোমা
Cameraman 01 প্রিন্টিং ডিপ্লোমা + ৫ বছরের অভিজ্ঞতা
Assistant Artist Retoucher 02 কমার্শিয়াল আর্ট/লিথোগ্রাফি সার্টিফিকেট
Draughtsman (Construction) 02 ITI + AutoCAD
Bhandari 01 মাধ্যমিক + রান্নার অভিজ্ঞতা
Lady Health Visitor 01 মাধ্যমিক + ANM কোর্স
Store Superintendent (Armament) 08 পদার্থ/রসায়ন/গণিত ডিগ্রি
Staff Nurse 01 নার্সিং প্রশিক্ষণসহ মাধ্যমিক
MTS (Menestrial) 09 মাধ্যমিক + ITI
MTS (General) 185 মাধ্যমিক পাস

বয়সসীমা: ১৮/০৭/২০২৫ তারিখ অনুযায়ী Naval Civilian Staff পরীক্ষার জন্য আবেদনকারীর বয়স বিভিন্ন পদ অনুযায়ী নিম্নরূপ হবে- 

স্টাফ নার্স, লেডি হেলথ ভিজিটর ১৮ – ৪৫ বছর
ফায়ারম্যান, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, ফার্মাসিস্ট ১৮ – ২৭ বছর
চার্জম্যান, ক্যামেরাম্যান ১৮ – ৩০ বছর
অন্যান্য পদ ১৮ – ২৫ বছর

বিঃ দ্রঃ- তবে সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় দেওয়া হয়ছে, যা অফিশিয়াল PDF-সংগ্রহ করে দেখতে পাবে।

আবেদন মূল্য: 

সাধারণ / OBC / EWS ২৯৫/-
SC / ST / প্রাক্তন সৈনিক / মহিলা ০/-

গুরুত্বপূর্ণ লিংক:

অফিশিয়াল বিজ্ঞপ্তি Download Now
আবেদন করার লিংক Click Here
অফিশিয়াল ওয়েবসাইট Visit Now
Sohojogita টেলিগ্রাম চ্যানেল Join Now



No comments:

Post a Comment