Breaking




Tuesday, 1 July 2025

IBPS PO Notification 2025 In Bengali | ৫২০৮টি শূন্যপদে IBPS PO নিয়োগ বিজ্ঞপ্তি 2025

IBPS PO Notification 2025 In Bengali|৫২০৮টি শূন্যপদে IBPS PO নিয়োগ বিজ্ঞপ্তি 2025

IBPS PO Notification 2025 In Bengali
IBPS PO Notification 2025 In Bengali
ভারতের বিভিন্ন সরকারি ব্যাংকে প্রবেশনারি অফিসার পদের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করার জন্য ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (IBPS) দ্বারা প্রতি বছর IBPS PO পরীক্ষা পরিচালিত হয়। তাই এই বছরও IBPS PO পরীক্ষার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে। যে বিজ্ঞপ্তিতে আবেদনের সকল তথ্য গুলির পাশাপাশি পরীক্ষার সিলাবার, ধরন সম্পর্কেও বিস্তারিত ভাবে দেওয়া আছে। 
আমরা এখন তোমাদের সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত তথ্য গুলি অতি সহজ ভাবে তুলে ধরলাম, তাই তোমরা দেরি না করে নীচে দেওয়া তথ্য গুলি মনোযোগ সহকারে দেখে নাও- 

IBPS PO 2025- পরীক্ষার হাইলাইট

বোর্ড ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (IBPS)
পদের নাম Probationary Officer (PO)
শূন্যপদ ৫২০৮টি
অংশগ্রহণকারী ব্যাংক ১১টি
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শুরু ১লা জুলাই ২০২৫
আবেদন শেষ ২১শে জুলাই ২০২৫
পরীক্ষার ধরন অনলাইন
শিক্ষাগত যোগ্যতা স্নাতক
বয়সসীমা ২০ বছর থেকে ৩০ বছর
নিয়োগ প্রক্রিয়া প্রিলিমিনারি- মেইন- ইন্টারভিউ
বেতন ৭৪,০০০ থেকে ৭৬,০০০ টাকা
অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in

পদের নাম: Probationary Officer (PO)

শুন্যপদ: IBPS প্রবেশনারি অফিসার/ম্যানেজমেন্ট ট্রেইনি পদের জন্য 5208টি শূন্যপদ প্রকাশ করেছে। 

শিক্ষাগত যোগ্যতা: IBPS PO পদে পরীক্ষা দেবার জন্য প্রার্থীকে ভারত সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি ধারন করে থাকতে হবে।

অন্যান্য যোগ্যতাঃ চাকরির জন্য এবং অনলাইনের মাধ্যমে পরিচালিত IBPS PO পরীক্ষা দেওয়ার জন্য কম্পিউটার সিস্টেমের কার্যকরী জ্ঞান থাকা আবশ্যক।

বয়সসীমা: ০১/০৭/২০২৫ তারিখ অনুযায়ী IBPS PO পরীক্ষার জন্য আবেদনকারী যেকোনো প্রার্থীর বয়স ২০ বছরের কম এবং ৩০ বছরের বেশি হওয়া উচিত নয়। 

বিঃ দ্রঃ- তবে সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় দেওয়া হয়ছে, যা অফিশিয়াল PDF-সংগ্রহ করে দেখতে পাবে।

গুরুত্বপূর্ণ তারিখ: 

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ৩০শে জুন ২০২৫
অনলাইন আবেদন শুরু ১লা জুলাই ২০২৫
নলাইন আবেদন শেষ ২১শে জুলাই ২০২৫
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২১শে জুলাই ২০২৫
প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ১৭, ২৩, ২৪ আগস্ট ২০২৫
মেইন পরীক্ষার তারিখ ১২ই অক্টোবর ২০২৫

আবেদন পদ্ধতি: ইচ্ছুক সকল প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য: 

SC/ST/PWD ১৭৫ টাকা
জেনারেল & অন্যান্য ৮৫০ টাকা

নিয়োগ পদ্ধতি: IBPS PO পদে নিয়োগ করা হবে প্রিলিমিনারি- মেইন- ইন্টারভিউ এই তিনটি ধাপে। 

 গুরুত্বপূর্ণ লিংক:

অফিশিয়াল বিজ্ঞপ্তি Download Now
আবেদন করার লিংক Click Here
অফিশিয়াল ওয়েবসাইট Visit Now
Sohojogita টেলিগ্রাম চ্যানেল Join Now



No comments:

Post a Comment