WBSSC SLST Mathematics Question Paper 2016 PDF|SLST একাদশ-দ্বাদশ গণিত প্রশ্নপত্র 2016
হ্যালো বন্ধুরা, ৩৫৭২৬টি সহকারী শিক্ষক পদের জন্য WBSSC SLST ২০২৫ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমাদের স্বপ্নের চাকরি অর্জনের জন্য এবং পরীক্ষার জন্য নিখুঁতভাবে অনুশীলন করতে হবে। পরীক্ষার জন্য নিখুঁতভাবে প্রস্তুতি নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তোমরা কোন অর্থ প্রদান ছাড়াই প্রয়োজনীয় WB SLST পূর্ববর্তী প্রশ্নপত্র গুলি সংগ্রহ করতে পারবে আমাদের প্রতিষ্ঠান থেকে। পরীক্ষার জন্য দ্রুত আবেদন করে এখনই আপনার অনুশীলন শুরু করো।
তোমাদের আজকে দিচ্ছি WBSSC SLST Mathematics Question Paper 2016 PDF এই পোস্টটি। তাই তোমরা প্রশ্নের ধরন সম্পর্কে জানতে, সিলেবাস এবং নিজেকে সঠিক ভাবে উক্ত পরীক্ষায় প্রস্তুত কররে তুলতে অবশ্যই এই প্রশ্নপত্রটি সংগ্রহ করে অতি মনোযোগ সহকারে প্রশ্ন গুলি দেখে নাও।
WBSSC SLST একাদশ-দ্বাদশ গণিত প্রশ্নপত্র 2016 PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: একাদশ-দ্বাদশ গণিত প্রশ্নপত্র 2016
File Format: PDF
No. of Pages: 17
File Size: 3.6 MB
WBSSC SLST একাদশ-দ্বাদশ জীববিজ্ঞান প্রশ্নপত্র 2016
No comments:
Post a Comment