Breaking




Monday, 30 June 2025

ভারতীয় সংবিধানের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF {MCQ}

ভারতীয় সংবিধানের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Indian Constitution Question Answer PDF

ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর PDF
ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর PDF
সুপ্রিয় বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর দেওয়া আছে যা তোমাদের SSC MTS, WBSSC, RRB সহ আরও অন্যান্য পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে।
তাই বন্ধু তোমাদের কাজ হবে কোন রকম সময় নষ্ট না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন উত্তর গুলি খুব ভালোভাবে মুখস্ত করে নেওয়া এবং সঙ্গে PDF-টি সংগ্রহ করে রাখা, যাতে পরবর্তী সময়ে পড়তে পারো।

ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর

01. ‘প্রধানমন্ত্রী শাসিত’ শাসনব্যবস্থা বলতে কোন প্রকার শাসনব্যবস্থাকে বোঝায়?
ক) মন্ত্রীপরিষদ শাসিত
খ) ক্যাবিনেট শাসিত
গ) সংসদীয় শাসন
ঘ) উপরের সবগুলিই

উত্তরঃ ঘ) উপরের সবগুলিই 

02. ভারতে কয় প্রকার ‘রাষ্ট্রকৃত্যক কমিশন’ (Public Service Commission) রয়েছে?
ক) এক প্রকার
খ) দু-প্রকার
গ) তিন প্রকার
ঘ) চার প্রকার

উত্তরঃ গ) তিন প্রকার

03. কেন্দ্রীয় রাষ্ট্রকত্যক কমিশনের সভাপতি ও সদস্যবৃন্দ কার দ্বারা নিযুক্ত হন?
ক) প্রধানমন্ত্রী
খ) স্পীকার
গ) রাষ্ট্রপতি
ঘ) উপরাষ্ট্রপতি

উত্তরঃ গ) রাষ্ট্রপতি

04. ভারতে অরাজনৈতিক প্রশাসক কাদের বলা হয়?
ক) প্রধানমন্ত্রী
খ) লোকসভার স্পীকার
গ) আমলা
ঘ) বিচারপতি

উত্তরঃ গ) আমলা 

05. যৌথ রাষ্টকৃত্যক কমিশনের সভাপতি ও সদস্যদের কে নিযুক্ত করেন?
ক) উপরাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) প্রধান বিচারপতি
ঘ) রাষ্ট্রপতি

উত্তরঃ ঘ) রাষ্ট্রপতি

06. ‘দেশের স্টিলফ্রেম’ কাদের বলে?
ক) আমলা
খ) প্রধানমন্ত্রী
গ) রাষ্ট্রপতি
ঘ) মুখ্যমন্ত্রী

উত্তরঃ ক) আমলা 

07. রাজ্য রাষ্টকৃত্যক কমিশনের সভাপতি ও সদস্যবৃন্দ নিযুক্ত হন?
ক) রাজ্যপাল
খ) মুখ্যমন্ত্রী
গ) রাষ্ট্রপতি
ঘ) স্পীকার

উত্তরঃ ক) রাজ্যপাল

08. ভারতীয় সংবিধানের কোন্ ধারা দুটিতে রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে?
ক) 54 ও 55 ধারা
খ) 56 ও 57 ধারা
গ) 57 ও 58 ধারা
ঘ) 110 ও 111 ধারা

উত্তরঃ ক) 54 ও 55 ধারা 

09. কোন দেশে সরকারের পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রকৃত্যক কর্মীদের পদচ্যুতি ঘটে?
ক) ভারত
খ) ব্রিটেন
গ) মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ) কোনোটিই নয়

উত্তরঃ গ) মার্কিন যুক্তরাষ্ট্র

10. ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতিপদের যোগ্যতা বিষয়ে আলোচনা করা হয়েছে?
ক) 55 ধারা
খ) 56 ধারা
গ) 57 ধারা
ঘ) 58 ধারা

উত্তরঃ ঘ) 58 ধারা 

11. রাষ্ট্রকৃত্যক বা Public Service সম্পর্কিত বিষয়টি ভারতীয় সংবিধানের কোন ধারাগুলিতে আলোচিত হয়েছে?
ক) 308 – 323 ধারা
খ) 329 –333 ধারা
গ) 411 – 412 ধারা
ঘ) 220 – 225 ধারা

উত্তরঃ ক) 308 – 323 ধারা

12. ভারতীয় সংবিধানের 58নং ধারায় বলা হয়েছে যে, রাষ্ট্রপতি যোগ্যতা স্বরূপ-
ক) লোকসভার সদস্য নির্বাচিত হবার যোগ্যতা সম্পন্ন হতে হবে
খ) রাজ্যসভার সদস্য নির্বাচিত হবার যোগ্যতা সম্পন্ন হতে হবে
গ) যে-কোনো কক্ষের সদস্য নির্বাচিত হবার যোগ্যতা সম্পন্ন হতে হবে
ঘ) উপরের কোনটিই নয়

উত্তরঃ ক) লোকসভার সদস্য নির্বাচিত হবার যোগ্যতা সম্পন্ন হতে হবে

13. সর্বভারতীয় কৃত্যক রাজ্যসভা গঠন করতে পারে যদি ঐ সম্পর্কিত প্রস্তাবটি রাজ্যসভায় পাস হয়-
ক) সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়
খ) এক-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়
গ) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়
ঘ) কোনোটিই নয়

উত্তরঃ গ) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়

14. প্রাক্তন রাষ্ট্রপতি জৈল সিং রাষ্ট্রপতি হবার পূর্বে কোন দপ্তরের মন্ত্রী ছিলেন?
ক) স্বরাষ্ট্র
খ) অর্থ
গ) প্রতিরক্ষা
ঘ) বিদেশ

উত্তরঃ ক) স্বরাষ্ট্র 

15. লি কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯২০ সালে
খ) ১৯২৪ সালে
গ) ১৯২৯ সালে
ঘ) ১৯৩৫ সালে

উত্তরঃ খ) ১৯২৪ সালে

16. কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশন কবে গঠিত হয়?
ক) ১লা অক্টোবর, ১৯২৬
খ) ১লা মে, ১৯২৭
গ) ১লা এপ্রিল, ১৯৩৪
ঘ) ২৬শে জানুয়ারী ১৯৫০

উত্তরঃ ক) ১লা অক্টোবর, ১৯২৬

17. ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন’ কোন্ খ্রিস্টাব্দে পাস হয়?
ক) 1974
খ) 1975
গ) 1976
ঘ) 1977

উত্তরঃ ক) 1974 

18. কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের (UPSC) সদস্য হতে হলে সংশ্লিষ্ট সদস্য বা প্রার্থীকে কত বছরের সরকারী কর্মচারী হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে?
ক) ৫ বছর
খ) ১০ বছর
গ) ১৫ বছর
ঘ) ২০ বছর

উত্তরঃ খ) ১০ বছর

19. 1974 খ্রিস্টাব্দের রাষ্ট্রপতির নির্বাচন আইন অনুসারে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে কত টাকা জামানত হিসাবে জমা দিতে হয়?
ক) 10,000 টাকা
খ) 15,000 টাকা
গ) 20,000 টাকা
ঘ) 25,000 টাকা

উত্তরঃ খ) 15,000 টাকা 

20. কোন ধারাবলে ভারতের রাষ্ট্রপতি কেন্দ্রীয় রাষ্টকৃত্যক কমিশনের সদস্যদের পদচ্যুত করতে পারেন?
ক) 312 ধারা
খ) 315 ধারা
গ) 317 ধারা
ঘ) 320 ধারা

উত্তরঃ গ) 317 ধারা

21. রাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়ন পত্র কতজন নির্বাচক দ্বারা সমর্থিত হতে হবে?
ক) 50 জন
খ) 70 জন
গ) 80 জন
ঘ) 100 জন

উত্তরঃ ক) 50 জন 

22. রাষ্ট্রপতি কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের পদচ্যুত করতে পারেন কার পরামর্শে বা অনুমোদন ক্রমে?
ক) প্রধানমন্ত্রী
খ) উপরাষ্ট্রপতি
গ) কেন্দ্রীয় আইনমন্ত্রী
ঘ) সুপ্রীমকোর্টের পরামর্শে

উত্তরঃ ঘ) সুপ্রীমকোর্টের পরামর্শে

23. রাষ্ট্রপতির নির্বাচনের জন্য নির্বাচক সংস্থা (Electoral college) গঠনের কথা কোন্ ধারায় উল্লেখ করা হয়েছে?
ক) 54 ধারা
খ) 59 ধারা
গ) 112 ধারা
ঘ) 261 ধারা

উত্তরঃ ক) 54 ধারা

24. কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশন কার নিকট বার্ষিক প্রতিবেদন পেশ করে?
ক) রাষ্ট্রপতি
খ) উপরাষ্ট্রপতি
গ) প্রধানমন্ত্রী
ঘ) সুপ্রীমকোর্ট

উত্তরঃ ক) রাষ্ট্রপতি 

25. কোনটি সঠিকরাষ্ট্রপতির নির্বাচনের জন্য গঠিত ‘নির্বাচক সংস্থা’র
ক) সকল সদস্যের ভোটমূল্য সমান
খ) সকল সদস্যের ভোটমূল্য সমান নয়
গ) কোনো ভোটমূল্য নির্ধারিত হয় না
ঘ) কোনটিই সঠিক নয়

উত্তরঃ খ) সকল সদস্যের ভোটমূল্য সমান নয় 

26. লোকসভার সদস্যসংখ্যা অপরিবর্তিত রাখা হবে কোন্ খ্রিস্টাব্দ পর্যন্ত?
ক) 2009
খ) 2010
গ) 2011
ঘ) 2012

উত্তরঃ খ) 2010

27. 2002 খ্রিস্টাব্দের রাষ্ট্রপতির নির্বাচনে ড. এ. পি. জে. আবদুল কালামের বিরোধী প্রার্থী কে ছিলেন?
ক) প্রতিভা পাটিল
খ) শীলা দীক্ষিত
গ) শ্ৰীমতী লক্ষ্মী সায়গল
ঘ) ড. ভি. ভি. গিরি

উত্তরঃ গ) শ্ৰীমতী লক্ষ্মী সায়গল 

28. উপরাষ্ট্রপতির পদচ্যুত সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে—
ক) রাজ্যসভা
খ) লোকসভা
গ) উভয় কক্ষই
ঘ) রাষ্ট্রপতি

উত্তরঃ ক) রাজ্যসভা

29. মহাবিচার পদ্ধতি বা Impeachment বলতে বোঝায় যে পদ্ধতিতে-
ক) রাজ্যপালকে অপসারণ করা হয়
খ) প্রধানমন্ত্রীকে অপসারণ করা হয়
গ) মুখ্যমন্ত্রীকে অপসারণ করা হয়
ঘ) রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়

উত্তরঃ ঘ) রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় 

30. সুপ্রীমকোর্টের বিচারপতি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে কার চোখে একজন বিচক্ষণ আইন-বিশারদ বলে গণ্য হতে হবে?
ক) প্রধানমন্ত্রী
খ) সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি
গ) রাষ্ট্রপতি
ঘ) কেন্দ্রীয় আইনমন্ত্রী

উত্তরঃ গ) রাষ্ট্রপতি

31. রাষ্ট্রপতির অবর্তমানে কত মাস উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদে বহাল থাকতে পারেন?
ক) এক মাস
খ) দু-মাস
গ) তিন মাস
ঘ) ছ-মাস

উত্তরঃ ঘ) ছ-মাস 

32. ভারতের মূল সংবিধান অনুসারে সুপ্রীমকোর্টের মোট বিচারপতির সংখ্যা কত ছিল?
ক) আট জন
খ) দশ জন
গ) বারো জন
ঘ) কুড়ি জন

উত্তরঃ ক) আট জন

33. জাতীয় জরুরী অবস্থা (352 ধারা) ঘোষিত হলে তা কতমাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে?
ক) এক মাস
খ) দু-মাস
গ) তিন মাস
ঘ) ছ-মাস

উত্তরঃ ক) এক মাস 

34. ভারতীয় সুপ্রীম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?
ক) শ্রীমতী শীলা শেঠ
খ) শ্রীমতী মীরা সাহিব ফতিমা বিবি
গ) শ্ৰীমতী সোনা দেবী
ঘ) শ্ৰীমতী লক্ষ্মী সাইগল

উত্তরঃ খ) শ্রীমতী মীরা সাহিব ফতিমা বিবি

35. পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হবার পর সাধারণভাবে কত মাস জাতীয় জরুরী অবস্থা (National Emergency) জারী থাকবে?
ক) এক মাস
খ) দ-মাস
গ) তিন মাস
ঘ) ছ মাস

উত্তরঃ ঘ) ছ মাস 

36. রাজ্যে রাষ্ট্রপতি শাসনজারী হলে (365 নং ধারা) তা কতমাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে?
ক) এক মাস
খ) দু-মাস
গ) তিন মাস
ঘ) ছ-মাস

উত্তরঃ খ) দু-মাস 

37. ভারতীয় সংবিধানের কোন্ ধারাবলে রাষ্ট্রপতি সমস্ত সরকারী কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাসের নির্দেশ দিতে পারেন?
ক) 352 ধারা
খ) 356 ধারা
গ) 360 ধারা
ঘ) 110 ধারা

উত্তরঃ গ) 360 ধারা 

38. নিচের কোন ক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে থাকে?
ক) রাষ্ট্রপতিকে পদচ্যুত করা
খ) মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করা
গ) সুপ্রীমকোর্টের বিচারপতিকে পদচ্যুত করা
ঘ) উপরের সবগুলিই

উত্তরঃ ঘ) উপরের সবগুলিই

39. কে সংসদের কোনো কক্ষের সদস্য না হয়েই ভারতের প্রধানমন্ত্রী হন?
ক) ইন্দিরা গান্ধী
খ) রাজীব গান্ধী
গ) মোরারজী দেশাই
ঘ) পি. ভি. নরসীমা রাও 

উত্তরঃ ঘ) পি. ভি. নরসীমা রাও

40. কে প্রস্তাবনাকে ‘Soul of the Constitution’ বা সংবিধানের আত্মা’ বলে মনে করতেন?
ক) জী. অষ্টিন
খ) ঠাকুরদাস ভার্গব
গ) আরনেষ্ট বার্কার
ঘ) এম. ভি. পাইলি

উত্তরঃ খ) ঠাকুরদাস ভার্গব

ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details :: 

File Name: ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  05

File Size:  285 KB 


No comments:

Post a Comment