বিভিন্ন পণ্য উৎপাদনে ভারতের স্থান তালিকা PDF | India place in the production of products
আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যা তোমাদের সাধারণ জ্ঞান এবং চাকরীর পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে। আজকের টপিকটি হল, বিভিন্ন পণ্য উৎপাদনে ভারতের স্থান। আমরা প্রত্যেকেই জানি যে ভারত কৃষি ও অন্যান্য পণ্য উৎপাদনের দিক থেকে বিশ্বে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু আমরা সম্পূর্ণ ভাবে তথ্যটি জানিনা, তাই তোমাদের সামনে সম্পূর্ণ তথ্য গুলি তুলে ধরলাম। আশাকরছি তোমাদের এই পোস্টটি কাজে আসবে এবং ভালোলাগবে।
সুতরাং আর কোনো রকম সময় নষ্ট না করে মনোযোগ সহকারে জেনে নাও বিভিন্ন পণ্য উৎপাদনে ভারত কোন কোন স্থান অধিকার করেছে । নিম্নে সম্পূর্ণ PDF এর কিছু নমুনা দেওয়া হল তালিকা আকারে। সম্পূর্ণ PDF ডাউনলোড করতে নীচের শর্তাবলী অনুসন্ধান করো।
বিভিন্ন পণ্য উৎপাদনে ভারতের স্থান
◪ পাঠ উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ প্রথম
◪ দুধ উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ প্রথম
◪ মহিষের সংখ্যার দিকথেকে ভারতের স্থান কত ?
➺ প্রথম
◪ তৈল বীজ উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ চতুর্থ
◪ আম উৎপাদন ও রপ্তানিতে ভারতের স্থান কত ?
➺ প্রথম
◪ কলা উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ প্রথম
◪ কাজু বাদাম উৎপাদন ও রপ্তানিতে ভারতের স্থান কত ?
➺ দ্বিতীয়
◪ ফুলকপি উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ প্রথম
◪ বেগুন উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ দ্বিতীয়
◪ পেঁপে উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ প্রথম
◪ গবাদি পশুর সংরক্ষণে ভারতের স্থান কত ?
➺ প্রথম
◪ আদা উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ প্রথম
◪ লেবু উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ প্রথম
◪ কালো মরিচ ভারতের স্থান কত ?
➺ তৃতীয়
◪ কার্পাস বস্ত্র উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ দ্বিতীয়
◪ পাট জাত দ্রব্য উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ প্রথম
◪ বাইসাইকেল উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ দ্বিতীয়
◪ কয়লা উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ দ্বিতীয়
◪ চিনাবাদাম উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ দ্বিতীয়
◪ খাদ্য উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ দ্বিতীয়
◪ রেডিমেড বস্ত্র উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ দ্বিতীয়
◪ টমেটো উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ দ্বিতীয়
◪ পেঁয়াজ উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ দ্বিতীয়
◪ ফল ও শাকসবজি উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ দ্বিতীয়
◪ আখ উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ দ্বিতীয়
◪ চা উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ দ্বিতীয়
◪ গম উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ দ্বিতীয়
◪ ধান উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ দ্বিতীয়
◪ কার্পাস উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ তৃতীয়
◪ তামাক উৎপাদনে ভারতের স্থান কত ?
➺ তৃতীয়
◪ ভেড়ার সংখ্যা তে ভারতের স্থান কত ?
➺ তৃতীয়
বিভিন্ন পণ্য উৎপাদনে ভারতের স্থান PDF টি সংগ্রহ করতে নীচের Download-লেখাটিতে ক্লিক করুনFile Details ::
File Name: বিভিন্ন পণ্য উৎপাদনে ভারতের স্থান
File Format: PDF
No. of Pages: 03
File Size: 206 KB
Download Link :
No comments:
Post a Comment