WBPSC Clerkship 3rd Shift Question 2024: Memory Based (collected) | WBPSC ক্লার্কশিপ প্রশ্নপত্র 2024
হ্যালো বন্ধুরা,
আজকে তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি, WBPSC Clerkship Memory Based Question Paper 2024 PDF এই পোস্টটি নিয়ে। আজকের পোস্টটিতে আমরা 3rd শিফটের কিছু জিকে প্রশ্ন দেওয়া আছে যে প্রশ্ন গুলি আমরা কিছু ছাত্রছাত্রীর কাছ থেকে সংগ্রহ করেছি।
সুতরাং তোমরা দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও-
Clerkship 3rd Shift Question
- মোনালিসা ছবিটি কোন মিউজিয়ামে অবস্থিত?
- T20 2024 কোথায় হয়েছে?
- জর্ডন এর রাজধানী কী?
- পশ্চিম্বঙ্গের কোথায় সর্বাধিক তামাক পাওয়া যায়?
- রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
- ২০২৪ সাল হিন্দুস্থান রিপাবলিকান আসোসিয়াশন কে গঠন করেন?
- রেমাল ঘূর্ণিঝড়টি কোন দেশ নামকরণ করে?
- বৈঠা বন্দনা উৎসবটি কোথায় পালিত হয়?
- তেজস্ক্রিয়তার এস আই একক কি?
- নিচের কোনটি শক্তির একক নয়- কেলভিন/জুল/নিউটন
- মানুষের ক্যান্সারের চিকিৎসা করা হয় নিচের কোন নিষ্ক্রিয় মৌলের দ্বারা?
- T- 20, 2024 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে আয়োজিত করা হয়?
- 1817 সালে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন?
- এসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী?
- ভারতের কোন মহিলা সর্বপ্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কাটে পার হন?
- অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন?
- 2024 ডাবা গ্র্যান্ড মাস্টার কে হন?
- দাবা খেলায় মোট কটি ঘর থাকে?
- জ্যামিতির জনক কে ছিলেন?
- দ্য স্টাডি নাইট চিত্রটি কে রচনা করেছিলেন?
আরও পড়ুন - পিএসসি ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র 2024 PDF
আরও পড়ুন - WBPSC Clerkship 1st Shift Question 2024
No comments:
Post a Comment