WBPSC Clerkship 1st Shift Question 2024: Memory Based (collected) | WBPSC ক্লার্কশিপ প্রশ্নপত্র 2024
হ্যালো বন্ধুরা,
আমরা সকলেই জানি যে ২০২৪ এর ক্লার্কশিপ প্রিলি পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে, যার মধ্যে প্রথম শিফটের পরীক্ষাটি গতকাল অর্থাৎ ১৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে এবং আজকে অর্থাৎ ১৭ তারিখে দ্বিতীয় শিফটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
আমরা আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি WBPSC Clerkship Memory Based Question Paper 2024 PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে সংগৃহীত কিছু জিকে প্রশ্ন দেওয়া আছে যা তোমাদের আজকের প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
1st Day 1st Shift GK Question
- মোহিনী নাট্যম নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত?
- ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি?
- পার্ক চিক হিমবাহ কোন রাজ্যে অবস্থিত?
- গিগ ইকোনমি কিসের সাথে যুক্ত?
- সারেঙ্গী বাদ্যযন্ত্রের সাথে কোন বিখ্যাত ব্যক্তির যোগ রয়েছে?
- রেনেসাঁস এর সঙ্গে কোন বিখ্যাত শিল্পীর যোগ রয়েছে?
- নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
- ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস কোন দেশ আন্তর্জাতিক অনুষ্ঠানটি হোস্ট করেছিল?
- ভারতের কোন রাজ্যে সাম্প্রতিক সময়ে যোগশ্রী প্রকল্পের সূচনা হয়েছে।?
- লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
- রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
- আর্জেন্টিনার মুদ্রার নাম কি?
- নাইজেরিয়ার রাজধানী কি?
- নিউমিস ম্যেটিক্স কি?
- সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে?
- জিএসটির প্রধান কে?
- বিশ্বের ক্ষুদ্রতম দেশটির নাম কি?
- এজরা কাপ কিসের সঙ্গে যুক্ত?
- সংবিধানের কোন সংশোধনে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত?
- অপারেশন সর্বশক্তি ভারতের কোন বাহিনীর সাথে যুক্ত
- লাইভ ডিভাইন কার লেখা?
- কোন সুলতানি শাসক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি জারি করেন?
- ভারতের কোন রাজ্যের সাথে মায়ানমারের সীমানা সংযোগ নেই?
- ফিফা কবে প্রতিষ্ঠিত হয়?
- জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নাম?
1st Day 1st Shift Topic
- নালন্দা বিশ্ববিদ্যালয়
- Fundamental Duty
- Bear Market কি
- রাজাজি ন্যাশনাল পার্ক
- Ezra Cup
- Smallest Country
- Next World Cup
- হ্রদ
- বাজার দর নিয়ন্ত্রণ
- দেশের মুদ্রা
- জাতীয় কংগ্রেস মহিলা সভাপতি
- গিরিপথ
- Economic Plainng
- 2024 ভারত রত্ন
- Math
- লাভ ক্ষতি
- শতকরা
- অংশীদারি
- Train
- সরল সুদ
- মিশ্রণ
- লসাগু গসাগু
- Voice Change 3 টে মতো
- Idioms
- Complex Compound sentence
আরও পড়ুন - পিএসসি ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র 2024 PDF
আরও পড়ুন - PSC Clerkship Practice Set 2024
No comments:
Post a Comment