RRB NTPC History Question Answers PDF | RRB NTPC ইতিহাস প্রশ্ন উত্তর পিডিএফ
হ্যালো বন্ধুরা,
আজকে তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি, RRB NTPC ইতিহাস প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে দেওয়া আছে উক্ত পরীক্ষার উপযোগী বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং উনিক প্রশ্ন উত্তর, যা তোমাদের অবশ্যই কাজে আসবে। তাই তোমরা দেরি না করে অবিলম্বে আজকের দেওয়া প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে পড়া শুরু করে দাও, আর যদি আজকের প্রশ্ন গুলি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে।
RRB NTPC ইতিহাস প্রশ্ন উত্তর
❏ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মুঘল ভারতের ইতিহাসের জন্য পরামর্শযোগ্য কাজ নয় ?
✔️ শাহনামেহ
খ) শাহজাহান নামা
গ) আকবর নামা
ঘ) আলমগীর নামা
❏ “অষ্টাঙ্গসংগ্রহ” গ্রন্থের রচয়িতা কে ?
✔️ ভগভটা
খ) আর্যভট্ট
গ) বরাহমিহির
ঘ) কালিদাস
❏ কাথিয়াওয়ারের সুদর্শন হ্রদ মেরামতের জন্য বিখ্যাত শাক শাসক কে ছিলেন ?
ক) কনিষ্ক
খ) চাস্তানা
গ) নাহাপনা
✔️ রুদ্রমণ আই
❏ কোন মৌর্য সম্রাট 260 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে কলিঙ্গ জয় করার জন্য একটি সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন ?
ক) বৃহদ্রথ
✔️ অশোক
গ) বিন্দুসার
ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য
❏ বক্সারের যুদ্ধে ব্রিটিশ সশস্ত্র বাহিনীর কমান্ডার কে ছিলেন ?
ক) লর্ড লিটন
✔️ স্যার হেক্টর মুনরো
গ) কলিন ক্যাম্পবেল
ঘ) রবার্ট ক্লাইভ
❏ নিম্নলিখিত কোন বছরে মুসলিম লীগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বায়ত্তশাসনের একটি পরিমাপের দাবিতে একটি প্রস্তাব পাস করে ?
ক) 1944 সালে
✔️ 1940 সালে
গ) 1935 সালে
ঘ) 1937 সালে
❏ 20 ফেব্রুয়ারী, 1947-এ কে ঘোষণা করেছিলেন যে 1948 সালের জুনের মধ্যে ক্ষমতা ভারতীয়দের কাছে হস্তান্তর করা হবে ?
ক) জওহরলাল নেহেরু
খ) লর্ড ওয়েভেল
গ) লর্ড মাউন্টব্যাটেন
✔️ ক্লিমেন্ট অ্যাটলি
❏ কোন সাতবাহন শাসকের কীর্তি নাসিক ও নানেঘাট শিলালিপিতে খোদাই করা আছে ?
ক) সিমুকা
খ) পুলোমাভি আই
✔️ গৌতমীপুত্র সাতকর্ণী
ঘ) কৃষ্ণ
❏ কে প্রথমবার অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছেন ?
ক) ফ্রাঞ্জ বোপ
✔️ জেমস প্রিন্সেপ
গ) উইলিয়াম জোন্স
ঘ) চার্লস উইলকিনস
❏ অর্থশাস্ত্রে কৌটিল্য আইনের _____ টি সূত্র উল্লেখ করেছেন।
✔️ চার
খ) দুই
গ) সাত
ঘ) এগারো
❏ বিক্রমাদিত্য কোন বিখ্যাত গুপ্ত শাসকের অপর নাম ?
ক) চন্দ্রগুপ্ত প্রথম
খ) রামগুপ্ত
গ) কুমারগুপ্ত ২
✔️ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
❏ 'হুমায়ুন নামা' মুঘলদের জগতের একটি আভাস দেয়। বইটি কে লিখেছেন ?
ক) জাহানারা বেগম
✔️ গুলবদন বেগম
গ) আবুল ফজল
ঘ) নাদিরা
❏ ঝিলাম নদীর তীরে হাইডাস্পেসের যুদ্ধে কে জিতেছে ?
✔️ আলেকজান্ডার
খ) পোরাস
গ) দারিয়াস
ঘ) বিম্বিসার
❏ নন্দ রাজবংশের শেষ শাসক কে ?
ক) মহানন্দা
খ) পদ্মানন্দ
গ) মহাপদ্মানন্দ
✔️ ধনানন্দ
❏ _____ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন।
✔️ উমেশ চন্দ্র ব্যানার্জী
খ) অ্যানি বেসান্ট
গ) জেবি কৃপলানি
ঘ) জওহরলাল নেহেরু
❏ আগ্রার লাল কেল্লা কোন মুঘল সম্রাট প্রতিষ্ঠা করেছিলেন ?
ক) জাহাঙ্গীর
খ) বাহাদুরশাহ জাফর
গ) শাহজাহান
✔️ আকবর
❏ 1798 সালে, কে গভর্নর জেনারেল হন এবং কলকাতায় নিজের জন্য একটি বিশাল প্রাসাদ, গভর্নমেন্ট হাউস তৈরি করেন ?
ক) লর্ড বেন্টিঙ্ক
খ) লর্ড ক্লাইভ
✔️ লর্ড ওয়েলেসলি
ঘ) লর্ড কর্নওয়ালিস
❏ বৌদ্ধ ধর্মের ত্রিপিটকগুলি কোন ভাষায় রচিত ?
ক) ফার্সি
খ) প্রাকৃত
✔️ পালি
ঘ) সংস্কৃত
❏ ২য় জৈন পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
ক) উজ্জয়িনী
খ) বারাণসী
গ) পাটলিপুত্র
✔️ বল্লভী
❏ হারাপান সভ্যতার সীলমোহরে নিচের কোন প্রাণীটিকে প্রায়শই দেখা যেত ?
ক) শিয়াল
✔️ ষাঁড়
গ) সিংহ
ঘ) হরিণ
❏ নিম্নলিখিত মুক্তিযোদ্ধাদের মধ্যে কে কাকোরী ট্রেন ডাকাতির সাথে জড়িত ছিলেন না ?
ক) চন্দ্রশেখর আজাদ
খ) রাম প্রসাদ বিসমিল
✔️ ভগৎ সিং
ঘ) আশফাকুল্লাহ খান
❏ লেভিরেটের অনুশীলন কী ?
✔️ ভাইয়ের বিধবাকে বিয়ে করা পুরুষ
খ) বোনের বিধবাকে বিয়ে করা মহিলা৷
গ) এটি বহুপতিত্বের মতই
ঘ) এটি বহুবিবাহের মতোই
❏ বৈদিক যুগে কোন ধাতুকে কৃষ্ণ আয়া বলা হয় ?
✔️ লোহা
খ) তামা
গ) টিন
ঘ) অ্যালুমিনিয়াম
❏ রাজসূয় ও বাজপেয় যগ কোন বেদে উল্লেখ আছে ?
ক) ঋগ্বেদ
খ) সামবেদ
গ) অথর্ববেদ
✔️ যজুর্বেদ
❏ আকবর ও হেমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল ?
✔️ 1556 সালে
খ) 1576 সালে
গ) 1536 সালে
ঘ) 1526 সালে
❏ 'মণিকর্ণিকা' নিচের কোন মুক্তিযোদ্ধার আসল নাম ছিল ?
ক) ম্যাডাম কামা
খ) কিত্তুর চেন্নাম্মা
গ) সরোজিনী নাইডু
✔️ রানি লক্ষ্মীবাঈ
❏ "মাইক্রোলিথ" কোন যুগে ব্যবহৃত হয় ?
ক) প্যালিওলিথিক যুগ
খ) নিওলিথিক যুগ
✔️ মেসোলিথিক যুগ
ঘ) উপরের কোনটি নয়
❏ ভারতীয় উপমহাদেশের নিওলিথিক সাইটের প্রাচীনতম উদাহরণ, মেহরগড় কোন নদীর তীরে অবস্থিত ?
ক) বিয়াস নদী
খ) রবি নদী
গ) সতলুজ নদী
✔️ বোলান নদী
❏ কিশোর মূর্তি ভবন কোন বিখ্যাত ব্যক্তির সাথে যুক্ত ?
ক) রাজেন্দ্র প্রসাদ
✔️ জওহরলাল নেহেরু
গ) সুভাষ চন্দ্র বসু
ঘ) মহাত্মা গান্ধী
NTPC ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: NTPC ইতিহাস প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 03
File Size: 228 KB
আরও পড়ুন - NTPC গণিত প্র্যাকটিস সেট 2024
আরও পড়ুন - RRB NTPC 2016 CBT-1 All Shift Question Paper
আরও পড়ুন - RRB NTPC সিলেবাস 2024
No comments:
Post a Comment