বিভিন্ন ধাতুর আবিস্কারক তালিকা PDF | List of inventors of various metals In Bengali PDF
বিভিন্ন ধাতুর আবিস্কারক | | আবিষ্কর্তা তালিকা PDF |
নমস্কার বন্ধুরা,
তোমাদের Sohojogita.Com -এ স্বাগতম। সকলেই ভালো আছো আশাকরছি। তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বিভিন্ন ধাতুর আবিস্কারক তালিকা PDF। তোমরা অবশ্যই নীচে দেওয়া তালিকাটি ভালোভাবে মুখস্থ করে নেবে এবং পরবর্তী সময়ে অফলাইনে পড়ার জন্য নীচে দেওয়া PDF-টি সংগ্রহ করে নাও।
এই টপিকটি থেকে সোডিয়াম কে আবিস্কার করেছিলেন ? পটাশিয়াম -এর আবিষ্কর্তা কে ? ইস্পাত কত সালে আবিষ্কৃত হয় ? এই রকমের প্রশ্ন আসে। সুতরাং আর দেরি না করে অবিলম্বে পোস্টটি খুব ভালোভাবে দেখে নাও।
বিভিন্ন ধাতুর আবিস্কারক তালিকা
ধাতু | আবিস্কারক | সাল |
---|---|---|
কোবাল্ট | জি. ব্রান্ডট | ১৭৩৫ |
নিকেল | এ. ক্রোনস্টেডট | ১৭৫১ |
টাংস্টেন | এফ. ডি. ইগলুয়ার ও এইচ. ডি. ইগলুয়ার | ১৭৮৩ |
ম্যাঙ্গানিজ | ইলসেমান | ১৭৮৫ |
বেরিলিয়াম | এল. ভ্যায়ুকুইলিন | ১৭৯৩ |
ক্রোমিয়াম | এল. ভ্যায়ুকুইলিন | ১৭৯৭ |
ট্যান্টালাম | এ. একবার্গ | ১৮০২ |
রোডিয়াম | ডব্লু ওল্লাসটোন | ১৮০৩ |
সোডিয়াম | হামফ্রে ডেভি | ১৮০৭ |
পটাশিয়াম | হামফ্রে ডেভি | ১৮০৭ |
বেরিয়াম | হামফ্রে ডেভি | ১৮০৮ |
ক্যালসিয়াম | হামফ্রে ডেভি | ১৮০৮ |
মলিবডিয়াম | জে. বার্জিলিয়াস | ১৮১৭ |
ম্যাগনেসিয়াম | এ. বুসি | ১৮৩১ |
ল্যান্থালাম | সি. মোসাণ্ডার | ১৮৩৯ |
ইউরেনিয়াম | ই. পেলিগট | ১৮৪১ |
টারবিয়াম | সি. মোসাণ্ডার | ১৮৪৩ |
রুবিডিয়াম | আর. বুনসেন ও জ. কিরচফ | ১৮৬১ |
গ্যালিয়াম | পি.ই.লেকোকডি বোইসবাউড্রেন | ১৮৭৫ |
ইস্পাত | হ্যারি ব্রিয়ার্লে | ১৯১৩ |
বিভিন্ন ধাতুর আবিস্কারক তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন ধাতুর আবিস্কারক
File Format: PDF
No. of Pages: 01
File Size: 147 KB
No comments:
Post a Comment