Breaking




Wednesday, 9 October 2024

NTPC গণিত প্র্যাকটিস সেট 2024 PDF | RRB NTPC Math Practice Set, Part : 01

NTPC গণিত প্র্যাকটিস সেট 2024 PDF | RRB NTPC Math Practice Set, Part : 01

RRB NTPC Math Practice Set In Bengali PDF
RRB NTPC Math Practice Set In Bengali PDF
নমস্কার বন্ধুরা,
আজকে আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি RRB NTPC Math Practice Set In Bengali PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে ৫০টি NTPC পরীক্ষার উপযোগী বাছাই করা অঙ্ক প্রশ্ন উত্তর দেওয়া আছে যা তোমাদের এই পরীক্ষার প্রস্তুতির জন্য দারুন ভাবে কাজে আসবে। 
তাই তোমরা যারা উক্ত পরীক্ষার জন্য আবেদন করেছো অবশ্যই আজকের দেওয়া সেটটি খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করে নাও আর যদি আমাদের দেয়া এই পরীক্ষার আরও পোস্ট পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো সবার আগে পোস্ট ওখানেই শেয়ার করা হয়। 

বিঃ দ্রঃ- আজকের এই গণিত সেটটি যারা WBP পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তোমরাও প্র্যাকটিস করতে পারো আমরা সেইভাবেই সেটটি বানিয়েছি।

NTPC গণিত প্র্যাকটিস সেট

01. নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য ?
A) 4823718
B) 4832718
C) 8423718
D) 8432718

02. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা সর্বোচ্চ কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবেই ?
A) 3
B) 6
C) 9
D) 15

03. তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু 2400।  সংখ্যা তিনটির গসাগু কত ?
A) 40
B) 80
C) 120
D) 200

04. একজন মানুষের একটি পাতা টাইপ করতে ৪ মিনিট সময় লাগে।  যদি দুপুর 1 টা থেকে দুপুর 2 টোর মধ্যে 1710 টি পাতা টাইপ করতে হয়, তাহলে কতজন লোক লাগবে ?
A) 221 জন
B) 249 জন
C) 256 জন
D) 228 জন

05. সুমনের কাছে কিছু হাঁস ও কিছু গরু আছে।  যদি পশুদের মোট মাথার সংখ্যা 59 হয় এবং মোট পায়ের সংখ্যা 190 হয়, তাহলে সুমনের কাছে কটি গরু আছে?
A) কা 23
B) 32
C) 36
D) 30

06. একটি পার্টিতে 15 জন মানুষের প্রত্যেকে একে অপরের সাথে Hand-shake করে।  মোট কতবার Hand-shake হয়েছিল ?
A) 105
B) 120
C) 135
D) 165

07. 75 টি সংখ্যার গড় 35। যদি প্রত্যেকটি সংখ্যাকে 5 বাড়ানো হয়, তাহলে নতুন গড় কত হবে ?
A) 80
B) 40
C) 70
D) 105

08. একজন মা ও তার মেয়ের বর্তমান বয়সের অনুপাত 7:1।  4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 19:1।  এখন থেকে 4 বছর পরে মায়ের বয়স কত হবে ?
A) 42 বছর
B) 38 বছর
C) 46 বছর
D) 36 বছর

09. যদি 3 জন লোক 336 টি শাল 14 দিনে বুনতে পারেন, তাহলে ৪ জন লোক 5 দিনে কতগুলি শাল বুনতে পারবেন ?
A) 180 টি
B) 210 টি
C) 252 টি
D) 320 টি

10. একজন মানুষ তার যাত্রাপথের 2/15 অংশ ট্রেনে 9/20 অংশ বাসে এবং বাকি 10 কিমি সাইকেলে করে গেলেন।  তিনি মোট কত পথ অতিক্রম করলেন ?
A) 31.2 কিমি
B) 38.4 কিমি
C) 32.8 কিমি
D) 24 কিমি

11. 5টি লেবু 1 টাকায় বিক্রি করে একজন বিক্রেতার 40% লাভ হয়।  1 টাকায় সে কতগুলো লেবু কিনেছিল ?
A) 8 টি
B) 7 টি
C) 9 টি
D) 10 টি

12. 2 জন লোক এবং 7 জন ছেলে একটি কাজ 14 দিনে করতে পারে, 3 জন লোক এবং ৪ জন ছেলে ওই কাজটি করে 11 দিনে।  ৪ জন লোক এবং 6 জন ছেলের এর তিনগুণ কাজ করতে কতদিন সময় লাগবে ?
A) 21 দিন
B) 18 দিন
C) 24 দিন
D) 36 দিন

13. একজন পিতার বর্তমান বয়স তার পুত্রের বর্তমান বয়সের তিনগুণ।  6 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 5:2।  পিতার বর্তমান বয়স কত ?
A) 48 বছর
B) 50 বছর
C) 54 বছর
D) 60 বছর

14. A ও B দুটি পাইপ একটি ট্যাঙ্ককে যথাক্রমে 24 মিনিট ও 32 মিনিটে পূর্ণ করে।  দুটি পাইপকে একসাথে খুলে রাখার কতক্ষণ পরে B পাইপটিকে বন্ধ করলে ট্যাঙ্কটি 18 মিনিটে পূর্ণ হবে ?
A) 10 মিনিট
B) ৪ মিনিট
C) 7 মিনিট
D) 6 মিনিট

15. একজন লোক তার যাত্রাপথের প্রথম 160 কিমি 64 কিমি/ঘন্টা বেগে এবং পরবর্তী 160 কিমি 80 কিমি/ঘন্টা বেগে যান।  যাত্রাপথে তার গড়বেগ কত ছিল?
A) 75 কিমি/ঘন্টা
B) 71.11 কিমি/ঘন্টা
C) 72 কিমি/ঘন্টা
D) 71 কিমি/ঘন্টা

16. 60 কিমি/ঘন্টা বেগে একটি ট্রেন একটি ইলেকট্রিক পোস্টকে 30 সেকেন্ডে অতিক্রম করল।  ট্রেনটির দৈর্ঘ্য কত ?
A) 500 মিটার
B) 550 মিটার
C) 650 মিটার
D) 750 মিটার

17. স্রোতের অনুকূলে একই নৌকার 1 কিমি যেতে সময় লাগে 10 মিনিট, যেখানে স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে 20 মিনিট।  স্থির জলে নৌকার বেগ কত ?
A) 1.5 কিমি/ঘন্টা
B) 3 কিমি/ঘন্টা
C) 3.4 কিমি/ঘন্টা
D) 4.5 কিমি/ঘন্টা

18. রাম 3.75 টাকা প্রতি ডজন দরে 1600টি ডিম কিনেছে।  সে 2টি ডিম 1 টাকা দরে 900টি ডিম বিক্রি করে, এবং বাকি ডিমগুলি 5টি ডিম 2 টাকা দরে বিক্রি করে।  রাম এর শতকরা লাভ কত ?
A) 40%
B) 45%
C) 42%
D) 46%

19. A, B ও C এর বর্তমান বয়সের অনুপাত যথাক্রমে 10:11:12।  5 বছর আগে তাদের বয়স এর যোগফল ছিল 150।  তাদের বর্তমান বয়স কত ?
A) 40 বছর, 50 বছর, 60 বছর
B) 30 বছর, 33 বছর, 36 বছর
C) 40 বছর, 44 বছর, 48 বছর
D) 50 বছর, 55 বছর, 60 বছর

20. একজন ছাত্রকে একটি সংখ্যাকে 12 দিয়ে গুণ করতে বলা হয়েছিল।  ভুল করে ছাত্রটি সংখ্যাটিকে 21 দিয়ে গুণ করে ফেলে এবং তার ফলে সঠিক উত্তর এর থেকে তার উত্তর 63 বেশি আসে।  সংখ্যাটি কত ?
A) 7
B) ৪
C) 9
D) 12

21. 450 টাকায় কিছু সংখ্যক বল কেনা হয়, যদি প্রত্যেকটি বলের দাম 15 টাকা কম হত, তাহলে ঐ টাকায় আরো 5 টি বল কেনা যেত।  মোট কতগুলি বল কেনা হয়েছে ? 
A) 10 টি
B) 15 টি
C) 20 টি
D) 25 টি

22. নিচের কোন বৃহত্তম সংখ্যাটি 210, 315, 147 এবং 168 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য ?
A) 3
B) 7
C) 21
D) 4410

23. একজন লোক 5 টি জামার প্রত্যেকটি 450 টাকা, 4 টি প্যান্টের প্রতিটি 750 টাকায় এবং 12 পাটি জুতোর প্রত্যেকটি 750 টাকায় কিনল।  প্রত্যেকটি জিনিসের গড় দাম কত ?
A) 678.50 টাকা
B) 800 টাকা
C) 675 টাকা
D) 650 টাকা

24. নিম্নলিখিত কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় ?
A) 13924
B) 11881
C) 40401
D) 31506

25. একটি 60 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 2:1, দুধ ও জলের অনুপাত 1:2 করতে গেলে আর কত লিটার জল মেশাতে হবে ?
A) 20 লিটার
B) 30 লিটার
C) 40 লিটার
D) 60 লিটার

26. A এবং B এর কাছে মোট 158 টাকা আছে, A ও B এর কাছে মোট যত টাকা আছে, C এর কাছে তার থেকে 101 টাকা কম আছে।  B এর কাছে C এর থেকে 23 টাকা বেশি আছে।  তাহলে A'র কাছে কত টাকা আছে ?
A) 75
B) 78
C) 80
D) 85

27. 21600 কে কত দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে ?
A) 6
B) 10
C) 30
D) 60

28. একটি সংখ্যাকে প্রথমে 10% কমানোর পর 10% বাড়ানো হল।  তার ফলে যে সংখ্যাটি পাওয়া যায়, সেটি মূল সংখ্যার থেকে 50 কম।  মূল সংখ্যাটি কত ছিল ?
A) 5900
B) 5000
C) 5500
D) 5050

29. একজন বিক্রেতা গ্রাহকদের লিখিত মূল্যের উপর ০% ছাড় দেওয়ার পরেও 26 % লাভ করে।  যে জিনিসটির লিখিত মূল্য 280 টাকা, সেটির উৎপাদন ব্যায় কত ?
A) 175 টাকা
B) 200 টাকা
C) 215 টাকা
D) 225 টাকা

30. একটি বস্তুর ধার্য মূল্য 240 টাকা।  বস্তুটির উপর পর্যায়ক্রমিক 10% ও 5% ছাড় দেওয়ার পর বস্তুটির বিক্রয় মূল্য কত হবে ?
A) 234.80 টাকা
B) 210 টাকা
C) 204 টাকা
D) 205.20 টাকা

31. একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার কয়েন এর অনুপাত যথাক্রমে 8:9:11।  যদি ব্যাগটিতে মোট 122 টাকা থাকে, তাহলে ব্যাগটিতে কতগুলি 1 টাকার কয়েন আছে ?
A) 72 টি
B) 70 টি
C) 64 টি
D) ৪৪ টি

32. 5 বছর আগে এক ব্যক্তির বয়স তার ছেলের বয়সের 5 গুণ ছিল।  2 বছর পরে তার বয়স তার ছেলের বয়সের ও গুণ হবে।  বর্তমানে তার ও তার ছেলের বয়সের অনুপাত কত ?
A) 5:2
B) 5:3
C) 10:3
D) 11:5

33. A, B ও C একসাথে একটি ব্যবসায় যথাক্রমে 27000 টাকা, 81000 টাকা ও 72000 টাকা নিয়োগ করে।  এক বছর পর B লভ্যাংশ থেকে 36000 টাকা পায়, মোট কত টাকা লাভ হয়েছিল ?
A) 108000 টাকা
B) 116000 টাকা
C) 80000 টাকা
D) 92000 টাকা

34. 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে।  4 জন মহিলা ওই কাজটি 48 দিনে করে এবং 10 জন বালকের কাজটি করতে সময় লাগে 24 দিন।  10 জন লোক, 4 জন মহিলা এবং 10 জন বালকের একসাথে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে ?
A) 5 দিন
B) 15 দিন
C) 28 দিন
D) 6 দিন

35. একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6050 বর্গমিটার হলে তার কর্ণের দৈর্ঘ্য কত ?
A) 110 মিটার
B) 112 মিটার
C) 120 মিটার
D) 135 মিটার

36. স্থির জলে একটি নৌকার বেগ 12 কিলোমিটার/ঘন্টা।  স্রোতের অনুকূলে নৌকাটি কোন স্থানে গিয়ে তার দ্বিগুণ সময়ে ফিরে আসে।  স্রোতের গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার ?
A) 2 কিমি
B) 3 কিমি
C) 4 কিমি
D) 5 কিমি

37. দুটি সংখ্যার সমষ্টি 22 ও তাদের বর্গের সমষ্টি 404।  সংখ্যা দুটির গুণফল কত ?
A) 40
B) 44
C) 43
D) ৪৪

38. 7 টি সংখ্যার গড় 12।  প্রতিটি থেকে 4 বিয়োগ করার পর নতুন সংখ্যাগুলোর গড় কত হবে ?
A) 7
B) 11
C) ৪
D) 10

39. একজন পুরুষ, একজন স্ত্রীলোক ও একজন বালক একসঙ্গে একটি কাজ 3 দিনে করতে পারে।  পুরুষ ও বালক আলাদাভাবে কাজটি যথাক্রমে 6 দিনে ও 18 দিনে করতে পারে।  একজন স্ত্রীলোক একা ওই কাজটি কত দিনে করতে পারবে ?
A) 9 দিন
B) 21 দিন
C) 24 দিন
D) 27 দিন

40. একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় কর, যাকে 7,8 ও 9 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 6 ভাগশেষ থাকে।
A) 400
B) 480
C) 500
D) 510

41. সৌভিক এর ইংরেজি ও অংকের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170 ও নম্বরের পার্থক্য 10।  ইংরেজি ও অংকে প্রাপ্ত নম্বরের অনুপাত কত ?
A) 7:8
B) 8:9
C) 9:8
D) 9:7

42. A ও B একটি কাজ যথাক্রমে 24 দিনে ও 18 দিনে শেষ করে।  4 দিন একসঙ্গে কাজ করার পর A চলে যায়। বাকি কাজ B কতদিনে শেষ করবে ?
A) 13 দিন
B) 12 দিন
C) 11 দিন
D) 10 দিন

43. 9909 এর ঠিক পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা কত ?
A) 9908
B) 9900
C) 9899
D) 9801

44. একটি সংখ্যাকে 5 দ্বারা গুণ করলে 280 বৃদ্ধি পায়।  সংখ্যাটি কত?
A) 56
B) 60
C) 70
D) 75

45. একটি শঙ্কু ও একটি লম্ব বৃত্তাকার চোঙের ভুমির ব্যাসার্ধ সমান এবং উচ্চতা যথাক্রমে 3 সেমি ও 6 সেমি। শঙ্কু ও চোঙের আয়তনের অনুপাত কত ? 
A) 1 : 2
B) 2 : 1
C) 3 : 4
D) 1 : 6

46. একজন দালাল ক্রেতার কাছ থেকে 3% কমিশন নেন এবং বিক্রেতার কাছে 4% কমিশন নেন।  তিনি একটি জায়গা বিক্রি করে যদি 7000 টাকা কমিশন পান, তবে জায়গাটি কত টাকায় বিক্রি হয়েছিল ?
A) 100000 টাকা
B) 700000 টাকা
C) 10000 টাকা
D) 70000 টাকা

47. তিনটি সংখ্যার অনুপাত 1 : 2 : 3 এবং তাদের গসাগু 5 হলে, সংখ্যা তিনটির গুণফল কত ?
A) 30
B) 150
C) 180
D) 200

48. বাঁকুড়া থেকে পুরুলিয়ার বাস ভাড়া ও ট্রেন ভাড়ার অনুপাত 5:3।  ট্রেন ভাড়া 10% ও বাস ভাড়া 20% বৃদ্ধি পেলে নতুন অনুপাত কত হবে ?
A) 20:11
B) 11:20
C) 12:19
D) 19:12

49. কোন একটি নির্বাচন কেন্দ্রে 10% লোক ভোট দিতে আসেনি, 5% ভোট বাতিল হয়ে যায়। মোট ভোটের 45% পেয়ে বিজয়ী প্রার্থী 2500 ভোটে প্রতিদ্বন্দ্বী কে পরাজিত করেন। মোট ভোটার কত ?
A) 5000 জন
B) 50000 জন
C) 10000 জন
D) 100000 জন

50. 250 মিটার লম্বা একটি ট্রেন 150 মিটার লম্বা ব্রিজ কে অতিক্রম করতে 16 সেকেন্ড সময় নেয় আবার একটি প্লাটফর্মকে অতিক্রম করে 18 সেকেন্ডে প্লাটফর্মের দৈর্ঘ্য কত ?
A) 250 মিটার
B) 200 মিটার
C) 450 মিটার
D) 400 মিটার


বিঃ দ্রঃ- নিজেদের প্র্যাকটিস করা উত্তর গুলি মেলাবার জন্য PDF সংগ্রহ করতে হবে। 

NTPC গণিত প্র্যাকটিস সেট PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name: NTPC গণিত প্র্যাকটিস সেট

File Format:  PDF

No. of Pages:  06

File Size: 336 KB  






আরও পড়ুন - RRB NTPC সিলেবাস 2024

No comments:

Post a Comment