রসায়ন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর PDF | Chemistry Questions Answers in Bengali PDF
হ্যালো বন্ধুরা,
আজকে তোমাদের দিচ্ছি, রসায়ন বিদ্যা MCQ প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর দেওয়া আছে। আজকের প্রশ্ন গুলি তোমাদের আগত NTPC, WBPSC, RRB, Bank, WBP সহ WBPSC, UPSC এই সকল পরীক্ষা গুলির জন্য দারুন উপযোগী হতে চলেছে।
তাই আর দেরি না করে অবিলম্বে আজকের দেওয়া প্রশ্ন গুলি খুবই মনোযোগ সহকারে মুখস্ত করে নাও এবং এই রকম পোস্ট যদি আরও পেতে চাও তার জন্য নীচের কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে।
রসায়ন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর
01. মার্কারি সালফাইডের সাধারন নাম কি?
[ক] মার্স গ্যাস
[খ] মোর লবণ
[গ] পটাশ অ্যালাম
[ঘ] ভার্মিলিয়ন [উত্তর]
02. নিম্নলিখিত কোন উপাদানটিকে উদ্ভিদে 'মাইক্রোনিউট্রিয়েন্ট' হিসাবে বিবেচনা করা হয়?
[ক] P
[খ] Mg
[গ] Ca
[ঘ] Zn [উত্তর]
03. জলে হাইড্রোজেনের ভরের সাথে অক্সিজেনের ভরের অনুপাত সর্বদা ____।
[ক] 2: 1
[খ] 1: 8 [উত্তর]
[গ] 8: 1
[ঘ] 1: 2
03. ব্রিশ্চিকা বা বিছুটি উদ্ভিদে নীচের কোন অ্যাসিডটি পাওয়া যায়?
[ক] মিথানয়িক অ্যাসিড [উত্তর]
[খ] সাইট্রিক অ্যাসিড
[গ] ইথানয়িক অ্যাসিড
[ঘ] অক্সালিক অ্যাসিড
04. অতিরিক্ত মাত্রায় CO2-এর সংস্পর্শে এলে, নিম্নলিখিত কোন যৌগের কারণে চুনের জল আবার বর্ণহীন হয়ে যায় ?
[ক] ক্যালসিয়াম কার্বোনেট
[খ] ক্যালসিয়াম বাইকার্বোনেট [উত্তর]
[গ] ক্যালসিয়াম ক্লোরাইড
[ঘ] কপার কার্বোনেট
05. টক দুধে কোন অ্যাসিড থাকে?
[ক] সাইট্রিক অ্যাসিড
[খ] অ্যাসিটিক অ্যাসিড
[গ] গ্লাইকলিক অ্যাসিড
[ঘ] ল্যাকটিক অ্যাসিড [উত্তর]
06. যখন 1 লিটার জল 4°C থেকে 0°C -এ ঠান্ডা করা হয় তখন তার আয়তন _____।
[ক] প্রথমে হ্রাস হয় এবং তার পরে বৃদ্ধি পায়
[খ] একই রয়ে যায়
[গ] বৃদ্ধি পায়
[ঘ] হ্রাস পায় [উত্তর]
07. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে 'মুক্তার ছাই (পার্ল অ্যাশ)' বলা হয়?
[ক] Na2CO3
[খ] NaHCO3
[গ] K2CO3 [উত্তর]
[ঘ] CaCO3
08. ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি?
[ক] সোডিয়াম ক্লোরাইড
[খ] সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট
[গ] সোডিয়াম কার্বোনেট [উত্তর]
[ঘ] সোডিয়াম হাইড্রক্সাইড
09. 1985 সালে রবার্ট এফ কার্ল, হ্যারোল্ড ডব্লিউ ক্রোটো এবং রিচার্ড ই স্ম্যালি কার্বনের কোন বহুরূপ আবিষ্কার করেছিলেন?
[ক] গ্রাফিন
[খ] লন্সডেলাইট
[গ] কার্বোফিন
[ঘ] ফুলেরিন [উত্তর]
10. লবণের রাসায়নিক সঙ্কেত বা সূত্র কী?
[ক] NaCl [উত্তর]
[খ] CaCO3
[গ] Na3PO4
[ঘ] Na2CO3
11. নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়?
[ক] পারদ
[খ] জিঙ্ক
[গ] সালফার [উত্তর]
[ঘ] তামা
12. ল্যাকটিক অ্যাসিড মূলত কোথায় পাওয়া যায়?
[ক] ভিনিগার
[খ] লেবু
[গ] দই [উত্তর]
[ঘ] পালং শাক
13. নিম্নলিখিত কোনটি ধাতু নয়?
[ক] পারদ
[খ] ফসফরাস [উত্তর]
[গ] অ্যালুমিনিয়াম
[ঘ] সোডিয়াম
14. কোনটি রাসায়নিক পরিবর্তন?
[ক] জল বাষ্পে পরিণত হওয়া
[খ] কাঁচের গ্লাস ভেঙে টুকরো হওয়া
[গ] লোহায় মরিচা ধরা [উত্তর]
[ঘ] চিনির দানাকে গুঁড়া করা
15. প্রাকৃতি গ্যাসের উপাদান কোনটি?
[ক] মিথেন [উত্তর]
[খ] ইথেন
[গ] প্রোপেন
[ঘ] বিউটেন
16. কোন ধরনের পদার্থ শরীরে ক্যান্সার সৃষ্টি করে?
[ক] দাহ্য পদার্থ
[খ] বিস্ফোরক পদার্থ
[গ] তেজস্ক্রিয় পদার্থ [উত্তর]
[ঘ] জারক পদার্থ
17. রাসায়নিক সার মাটিতে কী প্রদান করে?
[ক] উদ্ভিদের পুষ্টি [উত্তর]
[খ] উদ্ভিদের শক্তি
[গ] উদ্ভিদের খাবার
[ঘ] উদ্ভিদের তাপ
18. জীবের দেহ গঠনের প্রধান জটিল অনু কোনটি?
[ক] চর্বি
[খ] সেলুলোজ
[গ] প্রোটিন [উত্তর]
[ঘ] শ্বেতসার
19. নীচের কোনটি অ্যালুমিনিয়ামের পুরু অক্সাইড স্তর গঠনের একটি প্রক্রিয়া?
[ক] প্রসার্যতা
[খ] গ্যালভানাইজেশন
[গ] অ্যানোডাইজিং [উত্তর]
[ঘ] ক্ষয়
20. অবস্থা পরিবর্তনের সময় পদার্থকে যে তাপ প্রদান করা হয় তাকে বলা হয়-
[ক] আপেক্ষিক তাপ
[খ] লীন তাপ [উত্তর]
[গ] তাপ ক্ষমতা
[ঘ] উপরের কোনোটিই নয়
21. ব্লিচিং পাউডারের প্রকৃতি কী?
[ক] বিজারক এজেন্ট
[খ] ব্লিস্টারিং এজেন্ট
[গ] সালফোনেটিং এজেন্ট
[ঘ] জারক এজেন্ট [উত্তর]
22. H2O2 + Cl2 → 2HCl + O2 বিক্রিয়ায় H2O2 কী হিসাবে কাজ করে?
[ক] একটি অ্যাসিড
[খ] একটি জারক
[গ] একটি বিজারক [উত্তর]
[ঘ] একটি ক্ষার
23. নীচের কোন অ্যাসিড সোনা ও রূপার পরিশোধনে ব্যবহৃত হয়?
[ক] অ্যাসিটিক অ্যাসিড
[খ] নাইট্রিক অ্যাসিড [উত্তর]
[গ] মালেইক অ্যাসিড
[ঘ] ফর্মিক অ্যাসিড
24. নীচের কোনটি সমসত্ব মিশ্রণের উদাহরণ?
[ক] তেল এবং জল
[খ] জলে চিনি [উত্তর]
[গ] লবণ এবং সালফার
[ঘ] সোডিয়াম ক্লোরাইড এবং লৌহ চূর্ণ
25. তাপমাত্রা _______ মোলারিটি হ্রাস পাবে।
[ক] বৃদ্ধি করলে [উত্তর]
[খ] হ্রাস করলে
[গ] একই রাখলে
[ঘ] কোনটিই নয়
26. নীচের কোন ভিটামিনটি টোকোফেরল?
[ক] A
[খ] B
[গ] D
[ঘ] E [উত্তর]
27. নীচের কোন সোডিয়াম যৌগ খর জলকে মৃদু করার জন্য ব্যবহৃত হয়?
[ক] Na2CO3 [উত্তর]
[খ] NaHCO3
[গ] NaOH
[ঘ] Na2SO4
28. জ্বর কমানোর ওষুধ কী নামে পরিচিত?
[ক] বারবিচুরেট
[খ] অ্যান্টিসেপটিক
[গ] অ্যান্টিপাইরেটিক [উত্তর]
[ঘ] অ্যান্টিবায়োটিক
29. CH3NH2 যৌগের IUPAC নাম কী?
[ক] প্রোপান-1-এমিন
[খ] মিথানামিন [উত্তর]
[গ] 2-মিথাইল প্রোপান-1-এমিন
[ঘ] ইথানামিন
30. মানক বিশ্লেষণে লৌহ দল (III) এর অধঃক্ষেপণের সময় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পূর্বে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করা হয় কেন?
[ক] ফসফেট আয়নের হস্তক্ষেপ রোধ করার জন্য
[খ] -OH আয়নের ঘনত্ব কমাতে [উত্তর]
[গ] Cl- আয়নের ঘনত্ব বৃদ্ধি করার জন্য
[ঘ] NH4+ আয়নের ঘনত্ব বৃদ্ধি করার জন্য
31. বিউটেনের রাসায়নিক সূত্র কী?
[ক] C2H10
[খ] C4H8
[গ] C2H6
[ঘ] C4H10 [উত্তর]
32. ব্রোঞ্জে, তামার সাথে কী মিশ্রিত থাকে?
[ক] টিন [উত্তর]
[খ] লোহা
[গ] রুপা
[ঘ] সোনা
33. বাতাস কোন ধরনের পদার্থ?
[ক] মৌলিক
[খ] যৌগিক
[গ] মিশ্র [উত্তর]
[ঘ] কোনটিই নয়
34. আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়?
[ক] অক্সিজেন
[খ] নাইট্রোজেন
[গ] কার্বন ডাই অক্সাইড [উত্তর]
[ঘ] কার্বন মনোক্সাইড
35. আধুনিক দীর্ঘ পর্যায় সুত্র কে প্রকাশ করেন?
[ক] নিউল্যান্ড
[খ] মেন্ডেলিভ
[গ] প্ল্যাঙ্ক'
[ঘ] বোর [উত্তর]
36. নিচের কোনটি বিজারক পদার্থ?
[ক] H2S
[খ] SO2
[গ] CO
[ঘ] সব কটি [উত্তর]
37. পারদ সংকর কোন ধরনের দ্রবনের উদাহরণ?
[ক] দ্রাবক ও দ্রাব উভয় তরল
[খ] দ্রাবক কঠিন দ্রাব তরল [উত্তর]
[গ] দ্রাবক তরল দ্রাব কঠিন
[ঘ] উভয় দ্রাবক এবং দ্রাব কঠিন
38. অসম্পৃক্ত দ্রবনকে কীভাবে সম্পৃক্ত দ্রবনে পরিনত করা যায়?
[ক] দ্রাবক যোগ করে
[খ] আরো দ্রবণ যোগ করে
[গ] দ্রাব যোগ করে [উত্তর]
[ঘ] সব কটি
39. নিচের কোনটি সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত?
[ক] ক্লোরোফর্ম
[খ] ইথার
[গ] বেঞ্জিন
[ঘ] জল [উত্তর]
40. 500 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 45 গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে ,দ্রাবটির দ্রাব্যতা কত?
[ক] 45
[খ] 25
[গ] 9 [উত্তর]
[ঘ] 5
41. কোনো নির্দিষ্ট পর্যায়ের বাঁদিক থেকে ডানদিকে গেলে পরমানুর কোন পরিবর্তন ঘটে?
[ক] তড়িত ঋনাত্বকতা কমে
[খ] ধাতব ধর্ম বাড়ে
[গ] আকার কমে [উত্তর]
[ঘ] অধাতব ধর্ম বাড়ে
42. অ্যাসিড দ্রবনে কোনটি দেখা যায়?
[ক] মিথাইল অরেঞ্জ হলুদ বর্ণের হয়
[খ] ফেনলপথ্যালিন গোলাপী বর্ণের হয়
[গ] মিথাইল রেড হলুদ বর্ণের হয়
[ঘ] ফেনলপথ্যালিন বর্ণহীন হয় [উত্তর]
43. অন্তর্ধৃতি দেখায় কোন ধাতু গুলি?
[ক] আয়রন
[খ] প্যালাডিয়াম
[গ] নিকেল
[ঘ] সব কটি [উত্তর]
44. বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেল ছবির সাদা রং কালো হয়ে যায়?
[ক] NO2
[খ] H2S [উত্তর]
[গ] CO2
[ঘ] SO2
45. নিচের কোন গ্যাসটি পোড়া বারুদের গন্ধযুক্ত?
[ক] NO2
[খ] H2S
[গ] SO2 [উত্তর]
[ঘ] CO2
46. সমুদ্রে সাদা ধোঁয়া তৈরীর জন্য কোন যৌগ ব্যবহার করা হয়?
[ক] H2S
[খ] PH3 [উত্তর]
[গ] Co2
[ঘ] NH3
47. নিচের কোনটি ক্যালশিয়ামের আকরিক?
[ক] কার্নালাইট
[খ] ফ্লুওস্পার [উত্তর]
[গ] ম্যাগনেটাইট
[ঘ] ক্যালামাইন
48. সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি অবশ্যই থাকবে?
[ক] ক্লোরিন
[খ] হাইড্রোজেন [উত্তর]
[গ] অক্সিজেন
[ঘ] সালফার
49. গোবর গ্যাসে প্রধানত কোন উপাদানটি থাকে?
[ক] মিথেন [উত্তর]
[খ] ইথেন
[গ] CFC
[ঘ] কার্বন মনোক্সাইড
50. দুধের ফ্যাটের পরিমান কোন সময়ে কমে যায়?
[ক] বর্ষাকালে
[খ] গরমকালে [উত্তর]
[গ] শীতকালে
[ঘ] সব সময় একই থাকে
51. নিচের কোনটি সমযোজী যৌগ?
[ক] CaC2
[খ] CCl4 [উত্তর]
[গ] NaCl
[ঘ] NaF
52. জার্মান সিলভারে কোন ধাতুটি অনুপস্থিত থাকে?
[ক] তামা
[খ] দস্তা
[গ] সিলভার [উত্তর]
[ঘ] নিকেল
53. এক লিটার সমুদ্রের জলে গড়ে কত গ্রাম লবন থাকে?
[ক] 50
[খ] 25 [উত্তর]
[গ] 20
[ঘ] 10
54. ওজোন গ্যাসের বর্ণ কী?
[ক] নীল [উত্তর]
[খ] লাল
[গ] হলদে
[ঘ] বাদামী
55. কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়?
[ক] তেঁতুল
[খ] ভিনিগার
[গ] টারটারিক অ্যাসিড
[ঘ] ল্যাকটিক অ্যাসিড [উত্তর]
56. কোনটির ক্ষেত্রে পানদান করা সম্ভব?
[ক] স্টিল [উত্তর]
[খ] কাস্ট আয়রন'
[গ] রট আয়রন
[ঘ] কোনটিই নয়
57. সম পরিমান আইসোমার যুক্ত মিশ্রনকে কি বলে?
[ক] বরডিয়াক্স মিশ্রণ
[খ] রেক্সিন মিশ্রণ
[গ] সেরামিক মিশ্রণ
[ঘ] রেসিমিক মিশ্রণ [উত্তর]
58. প্রথম ক্লোরোফর্ম কে প্রস্তুত করেন?
[ক] লিবিগ [উত্তর]
[খ] সিম্পসন
[গ] এডমন্ড ডেভি
[ঘ] বার্থেলো
59. কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়?
[ক] নাইট্রোজেন
[খ] কার্বন মনোক্সাইড [উত্তর]
[গ] মিথেন
[ঘ] সালফার ডাই অক্সাইড
60. নিচের কোনটি বক্সাইট থেকে উত্পন্ন হয়?
[ক] লোহা
[খ] অ্যালুমিনিযাম [উত্তর]
[গ] মাইকা
[ঘ] তামা
61. ফরম্যালডিহাইডের সাথে কার বিক্রিয়ায় ব্যাকেলাইট প্লাস্টিক তৈরী হয়?
[ক] ক্লোরোফর্ম
[খ] ন্যাপথালিন
[গ] ফেনল [উত্তর]
[ঘ] বেঞ্জিন
62. কোন মিশ্রনকে অম্লরাজ বলা হয়?
[ক] তিনভাগ H2SO4 এর সাথে একভাগ HCL এর মিশ্রণ
[খ] তিনভাগ HNO3 এর সঙ্গে একভাগ HCL এর মিশ্রণ
[গ] একভাগ H2SO4 এর সাথে তিনভাগ HCL এর মিশ্রণ
[ঘ] একভাগ HNO3এর সাথে তিনভাগ HCLএর মিশ্রণ [উত্তর]
রসায়ন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: রসায়ন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 06
File Size: 314 KB
No comments:
Post a Comment