অঙ্ক প্র্যাকটিস সেট PDF | Math Practice Set With Solve in Bengali PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি অঙ্ক প্র্যাকটিস সেট 2024 PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে অঙ্ক বিষয়ের বিভিন্ন টপিক গুলি থেকে বেছে বেছে কিছু বাছাই করা টপিকের গুরুত্বপূর্ণ অঙ্ক গুলি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি এবং যার সঙ্গে সমাধান গুলিও।
অতএব দেরি না করে নীচে দেওয়া অঙ্ক গুলি মনোযোগ সহকারে প্র্যাকটিস করে নাও, আর আমাদের পক্ষ থেকে এই পোস্টটির PDF দেওয়া হয়নি তোমাদের যদি PDF-এর প্রয়োজন হয় আমাদের জানাবে আমরা অবশ্যই দিয়ে দেবো।
অঙ্ক প্র্যাকটিস সেট
❏ তুয়া যখন কিছু ভিক্ষুককে ৬ পয়সা দেয়, তখন তার কাছে ৭ পয়সা বাকি থাকে। তিনি তাদের প্রত্যেককে ৮ পয়সা দিলে, তিনি ৫ পয়সা ঘাটতির সম্মুখীন হন। কতজন ভিক্ষুক ছিল?
ⓐ ৬
ⓑ ৭
ⓒ ৫
ⓓ ৮
উত্তর ঃঃ ৬
ধরা যাক, ভিক্ষুকের সংখ্যা x
তুয়া যখন কিছু ভিক্ষুককে ৬ পয়সা দেয়, তখন তার কাছে ৭ পয়সা বাকি থাকে।
➡︎ তুয়ার মোট (৬x + ৭) পয়সা আছে
আবার যখন তুয়া তাদের প্রত্যেককে ৮ পয়সা দেয়, তখন সে ৫ পয়সা ঘাটতির সম্মুখীন হয়।
➡︎ তুয়ার (৮x - ৫) পয়সা আছে
সেই অনুযায়ী,
৬x + ৭ = ৮x - ৫
➡︎ ৮x - ৬x = ৭ + ৫
➡︎ ২x = ১২
➡︎ x = ৬
∴ ৬ জন ভিক্ষুক ছিল।
❏ সামনের সারিতে সর্বোচ্চ সংখ্যক সৈন্য নিয়ে একটি বর্গাকার কাঠামো সাজানো হয়েছিল। মোট ৬৩৫৩৫ সৈন্যকে এমন একটি গঠনে সাজানোর পর ৩১ জন সৈন্য বাদ পড়েছিল। সামনের সারিতে কতজন সৈন্য ছিল ?
ⓐ ২৬৫
ⓑ ২২৮
ⓒ ২৫৬
ⓓ ২৫২
উত্তর ঃঃ ২৫২
মোট সৈন্য সংখ্যা ৬৩৫৩৫
ব্যবস্থার পর বাদ পড়া সৈন্যের সংখ্যা ৩১ জন
ব্যবহৃত সুত্র :
একটি বর্গক্ষেত্রে মোট সৈন্য সংখ্যা = (সামনে সৈন্যের সংখ্যা) ২
গঠনে উপস্থিত মোট সৈন্য সংখ্যা = ৬৩৫৩৫ - ৩১ = ৬৩৫০৪
সামনের সারিতে সৈন্য সংখ্যা = √৬৩৫০৪ = ২৫২
∴ সামনের সারিতে ২৫২ জন সৈন্য ছিল।
❏ ৪৩৬২৮ কে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল এবং অবশিষ্টাংশ যথাক্রমে ৭৬ এবং ৫৩৬ হয়, ভাজক খুঁজুন।
ⓐ ৫৩৬
ⓑ ৫৬৭
ⓒ ৭৬৫
ⓓ ৫৭৬
উত্তর ঃঃ ৫৬৭
ব্যবহৃত সুত্র :
লভ্যাংশ = ভাজক × ভাগফল + অবশিষ্ট
গণনা:
ভাজকটি x
➡︎ ৭৬x + ৫৩৬ = ৪৩৬২৮
➡︎ ৭৬x = ৪৩৬২৮ - ৫৩৬
➡︎ ৭৬x = ৪৩০৯২
➡︎ x = ৪৩০৯২ ÷ ৭৬
x = ৫৬৭
❏ একটি ঘড়ির কাঁটা ৪ টা বাজতে ৪ সেকেন্ড সময় লাগে। ৮ টায় ঘণ্টা বাজতে কত সময় লাগবে ?
ⓐ ৯ ১/৩ সেকেন্ড
ⓑ ৯ ২/৩ সেকেন্ড
ⓒ ১২ সেকেন্ড
ⓓ ৬ সেকেন্ড
উত্তর ঃঃ ৯ ১/৩ সেকেন্ড
ব্যবহৃত সুত্র :
'n' ঘণ্টা বাজানোর ব্যবধান হল (n - ১) বার
সমাধান:
৪ ঘণ্টা বাজানোর জন্য সময়ের ব্যবধান হল ৩
৮ ঘণ্টা বাজানোর জন্য সময়ের ব্যবধান হল ৭
➡︎ ৩ ব্যবধানের জন্য ৪ সেকেন্ড সময় প্রয়োজন
➡︎ ১ ব্যবধানের জন্য প্রয়োজন ৪/৩ সেকেন্ড
➡︎ ৭ ব্যবধানের জন্য প্রয়োজন (৪ × ৭)/৩ = ২৮/৩ সেকেন্ড = ৯ ১/৩ সেকেন্ড
আরও পড়ুন - গণিত প্র্যাকটিস সেট PDF
আরও পড়ুন - ইম্পর্টেন্ট গণিত মক টেস্ট
No comments:
Post a Comment