WBJEE GNM-ANM Exam & Admit Card Date 2024 :: জিএনএম নার্সিং পরীক্ষার তারিখ 2024
ডিয়ার স্টুডেন্টস,
ইতিমধ্যে ২০২৪ সালে WBJEEB GNM-ANM পরীক্ষায় বসার জন্য সমস্ত রাজ্য জুড়ে কয়েক লক্ষ ছাত্রছাত্রী আবেদন করে প্রস্তুতি পর্ব শেষ করতে চলেছো। আমরা সকলেই জানি যে গত ২৪শে এপ্রিল ২০২৪ তারিখে আবেদন পর্ব শেষ হয়েছে।
এখন আবেদনকারী ছাত্রছাত্রীরা উক্ত পরীক্ষায় আবেদন করার পাশাপাশি একটি বিজ্ঞপ্তির অপেক্ষায় আছে। অপেক্ষায় আছে বোর্ড কবে ২০২৪ এর পরীক্ষার তারিখ এবং এডমিট কার্ড কবে থেকে দেওয়া শুরু করবে। তোমাদের সেই অপেক্ষায় অবসান ঘটাতে আজকের পোস্টটি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি।
আমরা আজকে জয়েন্ট বোর্ডের ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গের GNM নার্সিং পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এডমিট কার্ড কবে থেকে দেওয়া শুরু হবে সেই সকল তথ্য গুলি অফিশিয়াল নোটিফিকেশন অনুযায়ী নিচে সমস্ত গুরুত্বপূর্ণ তারিখ গুলি তালিকা আকারে শেয়ার করলাম। তোমরা মনোযোগ সহকারে দেখে নাও।
পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড সংক্রান্ত তথ্য
Admit Card | 05.07.24 (শুক্রবার) to 14.07.24 (রবিবার) (12.00 noon) |
Date of Examination | 14.07.24 (রবিবার) 12.00 noon to 1.30 P.M. |
Official Website | https://wbjeeb.in/anm-gnm/ |
বিঃ দ্রঃ- ১৪ই জুলাই তারিখটি আপাতত আনুমানিক নির্ধারিত তারিখ, প্রয়োজনে বদল হতে পারে পরবর্তী নোটিফিকেশন না আসা পর্যন্ত। ১৪ ই জুলাই তারিখটিকে হাতে ধরেই আপাতত প্রস্তুতি চালিয়ে যেতে হবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।
ANM-GNM নার্সিং পরীক্ষার সমস্ত পোস্ট :: Click Here
No comments:
Post a Comment