বিভিন্ন দেশের সরকারি ভাষা তালিকা PDF | List of Official Languages of Different Countries PDF
![]() |
বিভিন্ন দেশের সরকারি ভাষা তালিকা PDF |
আমার স্নেহের ছাত্রছাত্রীরা,
তোমাদের আজ আমরা ধারনা দিতে চলেছি, বিভিন্ন দেশের অফিশিয়াল ভাষা PDF সম্পর্কে। তোমরা অবশ্যই এই পোস্টটি মনোযোগ সকারে পড়বে, কারন এই টপিকটি থেকে বিভিন্ন পরীক্ষায় জিকে বিভাগে প্রশ্ন থাকে। কারন জিকে বিভাগের একটি অন্যতম একটি টপিক হল এই টপিকটি।
তোমাদের আমরা এই পোস্টটি দুটি ভাবে তোমাদের শেয়ার করছি, একটি হল নীচে প্রশ্ন আকারে দেওয়া থাকবে সমস্থ দেশের সরকারি ভাষার নাম গুলি কারন যাতে প্রশ্ন সহ মনে থাকে এবং পরীক্ষার হলে তাড়াতাড়ি প্রশ্নের উত্তর গুলি মনে পরে যায় এবং সবার নীচে থাকবে তালিকা আকারে PDF-টি যা তোমাদের পরবর্তী সময়ে অফলাইনে পড়তে সুবিধা হয়।
সুতরাং তোমরা তাড়াতাড়ি নীচের দেওয়া প্রশ্ন গুলি ভালোভাবে মুখস্থ করে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও।
বিভিন্ন দেশের সরকারি ভাষার তালিকা
📚 নেপালের সরকারি ভাষা কি ?
Ans ::- নেপালি, মৈথিলী
📚 ভুটানের সরকারি ভাষা কি ?
Ans ::- জংখা
📚 ভারতের সরকারি ভাষা কি ?
Ans ::- ইংরাজি, হিন্দি
📚 বাংলাদেশের সরকারি ভাষা কি ?
Ans ::- বাংলা
📚 শ্রীলঙ্কার সরকারি ভাষা কি ?
Ans ::- সিংহলি, তামিল
📚 পাকিস্তানের সরকারি ভাষা কি ?
Ans ::- ঊর্দু, ইংরাজি
📚 চীনের সরকারি ভাষা কি ?
Ans ::- মান্দারিন চাইনিজ
📚 ইন্দোনেশিয়ার সরকারি ভাষা কি ?
Ans ::- ইন্দোনেশিয়ান
📚 আফগানিস্তানের সরকারি ভাষা কি ?
Ans ::- পশত, দারি
📚 আমেরিকার সরকারি ভাষা কি ?
Ans ::- সরকারি ভাষা নেই
📚 ফ্রান্সের সরকারি ভাষা কি ?
Ans ::- ফরাসী
📚 রাশিয়ার সরকারি ভাষা কি ?
Ans ::- রাশিয়ান
📚 ব্রাজিলের সরকারি ভাষা কি ?
Ans ::- পর্তুগিজ
📚 পোল্যান্ডের সরকারি ভাষা কি ?
Ans ::- পলিশ
📚 ফিলিপিন্সের সরকারি ভাষা কি ?
Ans ::- ফিলিপিনো, ইংরাজি
📚 বেলজিয়ামের সরকারি ভাষা কি ?
Ans ::- ডাচ, জার্মান, ফরাসী
📚 সুইডেনের সরকারি ভাষা কি ?
Ans ::- সুইডিশ
📚 সুইজারল্যান্ডের সরকারি ভাষা কি ?
Ans ::- জার্মান, ফরাসী, ইতালিয়ান, রোমানশ
📚 সংযুক্ত আরব অমিরাতের সরকারি ভাষা কি ?
Ans ::- আরবী
📚 ভিয়েতনামের সরকারি ভাষা কি ?
Ans ::- ভিয়েতনামিজ
📚 ঘানার সরকারি ভাষা কি ?
Ans ::- ইংরাজি
📚 অস্ট্রেলিয়ার সরকারি ভাষা কি ?
Ans ::- সরকারি ভাষা নেই
📚 নিউজিল্যান্ডের সরকারি ভাষা কি ?
Ans ::- মাওরি
📚 দক্ষিন করিয়ার সরকারি ভাষা কি ?
Ans ::- কোরিয়ান
📚 উত্তর কোরিয়ার সরকারি ভাষা কি ?
Ans ::- কোরিয়ান
📚 ইজিপ্টের সরকারি ভাষা কি ?
Ans ::- আরবী
📚 সৌদি আরবের সরকারি ভাষা কি ?
Ans ::- আরবী
📚 তুর্কির সরকারি ভাষা কি ?
Ans ::- তুর্কিশ
📚 ইরানের সরকারি ভাষা কি ?
Ans ::- পার্সি
📚 ইরাকের সরকারি ভাষা কি ?
Ans ::- আরবি, কুর্দিশ
📚 আর্জেন্টিনার সরকারি ভাষা কি ?
Ans ::- স্প্যানিশ
📚 কেনিয়ার সরকারি ভাষা কি ?
Ans ::- স্বহিলি, ইংরাজি
📚 ইতালির সরকারি ভাষা কি ?
Ans ::- ইতালিয়ান
📚 নেদারল্যান্ডসের সরকারি ভাষা কি ?
Ans ::- ডাচ
📚 জাপানের সরকারি ভাষা কি ?
Ans ::- জাপানিজ
📚 যুক্তরাজ্যের সরকারি ভাষা কি ?
Ans ::- ইংরাজি
📚 ইজরায়েলের সরকারি ভাষা কি ?
Ans ::- হিব্রু
📚 থাইল্যান্ডের সরকারি ভাষা কি ?
Ans ::- থাই
📚 মালেশিয়ার সরকারি ভাষা কি ?
Ans ::- মালয়
📚 মায়ানমারের সরকারি ভাষা কি ?
Ans ::- বার্মিজ
বিভিন্ন দেশের সরকারি ভাষার PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করো
File Details ::
File Name: বিভিন্ন দেশের সরকারি ভাষা
File Format: PDF
No. of Pages: 02
File Size: 115 KB
No comments:
Post a Comment