Breaking




Saturday, 22 June 2024

ANM GNM জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | ANM GNM Life Science Question Answer PDF

ANM GNM জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | ANM GNM Life Science Question Answer PDF

ANM GNM জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
ANM GNM জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
ডিয়ার ছাত্র ছাত্রীরা,
আজ তোমাদের জন্য নিয়ে হাজির হলাম, ANM GNM জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে বেশ কিছু জীবন বিজ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর দেওয়া আছে যে প্রশ্ন গুলি উপরে উল্লেখিত পরীক্ষাটির জন্য দারুন ভাবে কাজে আসবে। আমাদের আজকের দেওয়া প্রশ্ন গুলি MCQ ফরম্যাটে দেওয়া আছে যাতে পড়তে এবং পরীক্ষার জন্য নিজেকে আগে থেকে প্রস্তুত করে তুলতে পারো। 
তাই যেহেতু উক্ত পরীক্ষাটি সম্পন হতে বেশিদিন সময় সেহেতু কোন সময় নষ্ট না করে অবিলম্বে নীচের দেওয়া প্রশ্ন গুলি মনোযোগ সহকারে পড়া শুরু করে দাও। 

ANM GNM জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর

 জীবন বিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় ?
[a] এন্টমোলজি ✔️
[b] ইকোলজি 
[c] মাইক্রোবায়োলজি
[d] বংশগতি

 ইষ্ট কোন কিংডোমের অন্তর্গত ?
[a] ফানজাই ✔️
[b] মনেরা
[c] প্রোটিষ্টা
[d] প্লান্টি

 প্লাষ্টিড থাকেনা কোনটিতে ?
[a] উদ্ভিদকোষে
[b] প্রাণীকোষে ✔️
[c] দেহকোষে
[d] জননকোষে

 কোনটি এককোষী জীব ?
[a] ব্যাকটেরিয়া ✔️
[b] কেঁচো
[c] চিংড়ি
[d] মানুষ 

 কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয় ?
[a] O2
[b] CO2 ✔️
[c] H2
[d] CO

 রক্তকণিকার জন্ম কোথায় ?
[a] অস্থিমজ্জায় ✔️
[b] লসিকায়
[c] ধমনীতে
[d] শিরায় 

 গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয় ?
[a] বৃক্কে 
[b] রক্তরসে
[c] যকৃতে ✔️
[d] অগ্ন্যাশয়ে 

 কোনধরনের খাদ্যের শ্বেতসার সহজে হজম হয় না ?
[a] কাঁচা ✔️
[b] রান্না করা 
[c] সিদ্ধ করা 
[d] পঁচা 

 সিসেলা নামক ব্যাকটেরিয়ার সংক্রমনে কোন রোগটি হয় ?
[a] আমাশয় ✔️
[b] ডায়রিয়া 
[c] পাতলা পায়খানা 
[d] হার্ট অ্যাটাক

 ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত ?
[a] পেরিটোনিয়াম 
[b] পেরিকার্দিয়াম
[c] প্লুরা ✔️
[d] মায়োকার্দিয়াম 

 আর্থ্রাইটিস রোগ কী ?
[a] বাত রোগ ✔️
[b] পেটের রোগ 
[c] জ্বর 
[d] ম্যালেরিয়া

 উদ্ভিদ কোষে অক্সিনের পরিবহন কিরূপ ?
[a] উর্ধ্বমুখী
[b] নিম্নমুখী ✔️
[c] স্বাভাবিক 
[d] অস্বাভাবিক 

 কোনটির প্রভাবে ধমনীতে রক্ত প্রবাহ বন্ধ হয় ?
[a] হরমোন 
[b] I2
[c] কোলেস্টেরল ✔️
[d] শাকসব্জী

 জননমাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয় ?
[a] মাইটোসিস
[b] মিয়োসিস ✔️
[c] অ্যামাইটোসিস
[d] কোনটিই নয় 

 বাস্তুতন্ত্রে অজৈব বস্তু কোনটি ?
[a] তাপমাত্রা 
[b] হিউমাস
[c] ক্যালশিয়াম ✔️
[d] ভেটকি 

 টিউলিপ ফুলের পাপড়ি মুদে যাওয়া কি ধরণের চলন ?
[a] সিসমোন্যাস্টি
[b] কেমোন্যাস্টি
[c] থার্মোন্যাস্টি ✔️
[d] ফটোন্যাস্টি

 ডাবের জলে কোন হরমোন থাকে ?
[a] সাইটোকাইনিন ✔️
[b] অক্সিন
[c] জীববারেলিন
[d] ইথিলিন

 নিম্নের কোনটি অন্ত:ক্ষরা গ্রন্থি ?
[a] পিটুইটারী
[b] থাইরয়েড
[c] এড্রেনালীন
[d] উপরের সবগুলি ✔️

 থাইরক্সিন এর কম ক্ষরনে শিশুদের কোন রোগ হয় ?
[a] মিক্সিডিমা
[b] ক্রেটিনিজম ✔️
[c] গয়টার
[d] কোয়াশীয়রকর 

 অগ্নাশয় এর কোন কোশ থেকে ইনসুলিন হরমোন ক্ষরিত হয় ?
[a] বিটা ✔️
[b] আলফা
[c] ডেল্টা
[d] গামা

 প্রসবকালীন জরায়ুর সংকোচন ঘটায় কোন হরমোন ?
[a] অক্সিটোসিন ✔️
[b] ভেসোপ্রেসিন
[c] ফলিকল হরমোন
[d] গ্রোথ হরমোন 

 100 ml রক্তে শর্করার স্বাভাবিক পরিমান কত ?
[a] 80 - 120 mg ✔️
[b] 150 - 180 mg
[c] 40 - 80 mg
[d] 60 - 130 mg

 নিম্নের কোনটি বহি:ক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় ?
[a] লালারস
[b] পাকরস
[c] আন্ত্রিক রস
[d] উপরের সবগুলি ✔️

 করোটিক স্নায়ু কত জোড়া ?
[a] 13 
[b] 11
[c] 12 ✔️
[d] 10

 সুষুন্না স্নায়ু কত জোড়া ?
[a] 30 জোড়া
[b] 31 জোড়া ✔️
[c] 32 জোড়া
[d] 33 জোড়া 

 নিম্নের কে আল্ট্রাসোনিক শব্দতরঙ্গ শুনতে পায় ? 
[a] বাঘ
[b] বাদুড় ✔️
[c] মানুষ
[d] পতঙ্গ

 বৃক্ক থেকে নি:সৃত প্রধান হরমোন কোনটি ?
[a] গ্যাস্ট্রিন
[b] রেনিন ✔️
[c] ভিলিকাইনইন
[d] সিক্রেটিন

 মাম্পস রোগের আক্রান্ত স্থান হল -
[a] বৃক্ক
[b] হৃৎপিন্ড
[c] মুখ
[d] গলা ✔️

 কোন গ্যাসের উপস্থিতিতে কয়লাখনিতে বিস্ফোরণ হয় ?
[a] কার্বন মনো-অক্সাইড
[b] মিথেন ✔️
[c] হাইড্রোজেন
[d] ইথেন

 দেহকোশের ডিপ্লয়েড নিউক্লিয়াস কে লি বলা হয় ?
[a] প্রোনিউক্লিয়াস
[b] আস্ক নিউক্লিয়াস
[c] হেটারো ক্যারিয়ন ✔️
[d] হেমিনিউক্লিয়াস

 মায়োসিস কোশ বিভাজনের ফলে কত গুলি অপত্য কোশ সৃষ্টি হয় ?
[a] 7 টি
[b] 10 টি
[c] 3 টি
[d] 4 টি ✔️

 কোন প্রাণীকে ডেভিল ফিস বলা হয় ?
[a] ডলফিন
[b] তিমি
[c] অক্টোপাস ✔️
[d] হাঙ্গর

 নিম্নের কোন প্রাণীটির ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায় ?
[a] প্রজাপতি ✔️
[b] আরশোলা
[c] মৌমাছি
[d] মশা

 সালোক সংশ্লেষের কোন দশায় জল আবশ্যক ?
[a] অন্ধকার দশা
[b] আলোক দশা ✔️
[c] উভয় দশা
[d] ওপরের কোনটি নয় 

 মানুষের পৌষ্টিক নালির দৈর্ঘ্য কত ?
[a] 6 মিটার
[b] 2 মিটার
[c] 8-10 মিটার ✔️
[d] 7 মিটার 

 নিম্নের কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ ?
[a] কোলন
[b] অ্যাপেনডিক্স ✔️
[c] মূত্রথলি
[d] সিকাম

 নিম্নের কোন অমেরুদন্ডী প্রাণীটির রক্তে শ্বাসরঞ্জক নেই ?
[a] জোঁক
[b] চিংড়ি
[c] আরশোলা ✔️
[d] কেঁচো

 অতিরিক্ত ভিটামিন A কোথায় জমা হয় ?
[a] যকৃৎ ✔️
[b] অন্ত্র
[c] অস্থি
[d] ধমনী

 নিম্নের কোনটি হজমকারী উৎসেচক নয় ?
[a] রেনিন
[b] এমিলোপসিন
[c] ইনসুলিন ✔️
[d] পেপসিন

 স্তন্যপায়ী প্রাণীর স্নায়ুকোশ সর্বদা যে দশায় থাকে সেটি হলো - 
[a] m দশা
[b] G0 দশা ✔️
[c] G1 দশা
[d] G2 দশা

 নিম্নের কোনটি একটি প্রোটিন পরিপাককারী উৎসেচক ?
[a] টায়ালিন
[b] মল্টেজ
[c] লাইপেজ
[d] ট্রিপসিন ✔️

 এনজাইম কি দিয়ে তৈরি হয় ?
[a] প্রোটিন ✔️
[b] কার্বোহাইড্রেট
[c] ভিটামিন
[d] ফ্যাট

 সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের অনুপাত কত ?
[a] 5 : 6 : 1
[b] 2 : 1 : 3
[c] 2 : 3 : 1
[d] 2 : 1 : 1 ✔️

 ঘ্রাণ নিয়ন্ত্রণকারী স্নায়ুর নাম কি ?
[a] অডিটরি
[b] অলফ্যাক্টর ✔️
[c] অপটিক
[d] হাইপোগ্লসাল

 রেয়নে নিম্নের কোন পদার্থ উপস্থিত ?
[a] লিভুলোজ
[b] গ্লুকোজ
[c] এমাইলেজ
[d] সেলুলোজ ✔️

মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি যকৃতের ওজন সাধারণ ভাবে কত ?
[a] 3 কেজি
[b] 1 কেজি
[c] 0.5 কেজি
[d] 1.5 কেজি ✔️


No comments:

Post a Comment