Breaking




Thursday 30 March 2023

ANM GNM ভৌত বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর PDF

ANM GNM ভৌত বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর PDF || ANM GNM Physical Science MCQ Question Answers PDF

ANM GNM ভৌত বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর
ANM GNM ভৌত বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর
ডিয়ার ANM & GNM পরীক্ষার্থী অনেকদিন পর আজ তোমাদের সঙ্গে আমরা আজকে এই পরীক্ষার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমরা আজ WBJEE ANM GNM ভৌত বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর PDF-টি খুব সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। 
তোমরা অবশ্যই এই প্রশ্ন গুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও কেনোনা তোমাদের হাতে আর মাত্র কয়েকটা মাস হাতে আছে, যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস না করো তোমাদের জন্যই সেটা প্রবলেম হয়ে দাঁড়াবে। কারন যত তোমরা আলাদা আলদা ভাবে সমস্থ বিষয় গুলিকে প্র্যাকটিস করবে বারবার তত তোমাদের জন্য খুবই সুবিধা হবে। 
তাই চলো কোনো রকম সময় নষ্ট না করে অবিলম্বে প্রশ্ন গুলি দেখে নাওয়ে যাক এবং যদি প্রয়োজন মনে হয় অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখতে পারো। 

ANM GNM ভৌত বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর

 সহজে পড়া যায় না এমন পুরাতন লেখা পড়া সম্ভব হয় কার মাধ্যমে ? 
[a] মহাজাগতিক রশ্মি 
[b] অতিবেগুনি রশ্মি
[c] অবলোহিত রশ্মি ✓
[d] কোনোটিই নয় 

 মেসন পাওয়া যায়-
[a] ᵞ-রশ্মিতে 
[b] লেসার বিমে
[c] x-রশিতে 
[d] মহাজাগতিক রশ্মিতে ✓

 x-রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত order (অর্ডার) এর-
[a] 1 cm 
[b] I m 
[c] 1Å ✓
[d] 10pµm 

 নীচের কোন্ যন্ত্র জলের তড়িৎবিশ্লেষণের কাজে ব্যবহৃত হয় ? 
[a] পোটেনসিওমিটার 
[b] অ্যামমিটার
[c] ভোল্টামিটার ✓
[d] ভোল্টমিটার 

 কত ডিগ্রি সেন্টিগেড উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন এক লিটার ?
[a] 1°C 
[b] 4°C ✓
[c] 2°C 
[d] 6°C

 এই নিউটন বলতে কত ডাইন হয় ?
[a] 10⁴ 
[b] 10⁵ ✓
[c] 10⁶
[d] 10 3 

 বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে ?
[a] গতি শক্তি 
[b] তাপ শক্তি
[c] স্থিতি শক্তি ✓
[d] আলোক শক্তি 

 আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান কি হবে ? 
[a] সঙ্কট কোণের সমান 
[b] সঙ্কট কোণের চেয়ে ছোট
[c] সঙ্কট কোণের চেয়ে বড়ো✓
[d] কোনটাই নয় 

 সুরশলাকার আকৃতি কিরূপ ?
[a] V আকৃতির 
[b] U আকৃতির✓
[c] I আকৃতির 
[d] Y আকৃতির 

 খালি বড় ঘরে শব্দ করলে শব্দ বারবার প্রতিশব্দ হয় একে কি বলে ? 
[a] অণুরণন
[b] প্রতিসরণ
[c] প্রতি ফলন 
[d] প্রতিধ্বনি ✓

 সমতল দর্পণে রশ্মির আপাতন কোন কত হলে,রশ্মির চ্যুতি কোণ 90° হবে ?
[a] 90° 
[b] 180° 
[c] 45° ✓
[d] 221/2 ̊

 কার্য করার সামর্থকে কি বলে ?
[a] শক্তি ✓
[b] বল 
[c] ক্ষমতা 
[d] কার্যহীন বলে 

 ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি ক'বার ব্যবহৃত হয় ? 
[a] একবার
[b] দুইবার ✓
[c] তিনবার
[d] চারবার  

 কয়লার দহনে তাপ উৎপন্ন হওয়া নিচের কোন ধরনের রূপান্তর ? 
[a] যান্ত্রিক শক্তি → তাপশক্তি .
[b] রাসায়নিক শক্তি → তাপশক্তি 
[c] আলোক শক্তি → তাপশক্তি
[d] পারমাণবিক শক্তি →তাপশক্তি ✓

 দৌড় প্রতিযোগিতার সময় দেখার জন্য কোনটি ব্যবহার করা হয় ? 
[a] স্টপ ওয়াচ ✓
[b] রিস্ট ওয়াচ
[c] দেওয়াল ঘড়ি 
[d] জল ঘড়ি 

 নিচের কোনটি ভেক্টর রাশি ?
[a] দৈর্ঘ্য 
[b] ভর 
[c] ভার ✓
[d] উষ্ণতা

 তুলাযন্ত্রে ব্যবহুত ওজন বাক্সে ক'টি ২০ গ্রামের বাটখারা থাকে ?
[a] একটি 
[b] দুটি ✓
[c] তিনটি 
[d] চারটি 

 বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় ?
[a] পৃথিবীর কেন্দ্রে 
[b] খনিগর্ভে
[c] নিরক্ষীয় অঞ্চলে 
[d] মেরু অঞ্চলে ✓

 নিচের কোন পদার্থটির গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই ?  
[a] লোহা
[b] মোম ✓
[c] বিসমাথ 
[d] অ্যান্টিমনি

 দার্জিলিং-এ খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন ?
[a] বেশি ঠান্ডা
[b] বায়ুর চাপ বেশি
[c] বায়ুর চাপ কম ✓
[d] সৌরশক্তি কম

 আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত ?
[a] 60% 
[b] 50% 
[c] 100% ✓
[d] 75% 

 কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয় ?
[a] জলে 
[b] বাতাসে 
[c] কাচে 
[d] শূন্যমাধ্যমে ✓

 স্থির উয়তায় নির্দিষ্ট ভরের যে কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কার সূত্র ? 
[a] চার্লসের
[b] বয়েলের ✓
[c] অ্যাভোগ্যাড্রোর
 [d] গেলুকাসের 

 ফিউজ তারের উপাদান কী ?
[a] নিকেল' 
[b] টিন ও সিসার সংকর✓
[c] সিসা 
[d] টিন

 এক কুলম্ব (1c) আধানে কত সংখ্যক ইলেকট্রন থাকে ? 
[a] 1.6×1018
[b] 6.25×1014
[c] 1.6×1014
[d] 6.25×1018✓

 নীচের কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী ?
[a] গ্রাফাইট ✓
[b] গ্রানাইট 
[c] অ্যানথ্রাসাইট 
[d] ডায়মণ্ড (হীরক) 

 মো (mho) একক হল কোন রাশির-
[a] রোধ 
[b] রোধাক্ষ 
[c] পরিবাহিতা ✓
[d] কোনোটিই নয়

 আলোর প্রতিসরণের সূত্র আবিস্কার করেন কে ?
[a] হুক
[b] স্নেল✓
[c] বয়েল
[d] ওয়েসিক

 কোন রাশিটি মৌলিক নয় ?
[a] পদার্থের পরিমান
[b] তড়িৎ প্রবাহ
[c] তাপমাত্রা
[d] তাপ✓

 ঘড়ির কাঁটার গতি কেমন গতি ?
[a] রৈখিক গতি
[b] চলন গতি
[c] ঘূর্ণন গতি✓
[d] স্পন্দন গতি

 নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায় ?
[a] বলের পরিমান✓
[b] বলের সংজ্ঞা 
[c] বলের ক্রিয়া
[d] ঘর্ষণ বল

 বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কী ?
[a] থার্মোমিটার
[b] ব্যারোমিটার✓
[c] ম্যানোমিটার
[d] সিসমোমিটার

 শব্দ কোন ধরনের তরঙ্গ ?
[a] তির্যক তরঙ্গ
[b] তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
[c] অনুদৈর্ঘ্য তরঙ্গ✓
[d] বেতার তরঙ্গ

 উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয় ?
[a] গাড়িতে✓
[b] টর্চ লাইটে
[c] সৌরচুল্লিতে
[d] রাডারে

 মরীচিকার জন্য দায়ী কোনটি ?
[a] প্রতিসরণ
[b] প্রতিফলন
[c] অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন✓
[d] মরুভূমি

বাল্বের ফিলামেন্ট হিসাবে কোনটি ব্যবহৃত হয় ?
[a] তামা
[b] রুপা
[c] নাইক্রম
[d] টাংস্টেন✓
ANM GNM ভৌত বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: ANM GNM ভৌত বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর 

File Format:  PDF

No. of Pages:  05

File Size:  385 KB   


No comments:

Post a Comment