ANM GNM ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | ANM GNM Physical Science Question Answers PDF
নমস্কার বন্ধুরা,
তোমরা যারা পশ্চিমবঙ্গ নার্সিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তোমাদের প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যাবার জন্য আমরা আজকে WBJEE ANM GNM ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি খবু সুন্দর ভাবে সাজিয়ে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ভালো ভাবে জানো যে এই পরীক্ষায় ভৌত বিজ্ঞান থেকে ২০টি প্রশ্ন থাকবে। তাই তোমাদের অন্যান্য বিষয় গুলির পাশাপাশি এই বিষয়টিকেও ভালো ভাবে লক্ষ্য দেওয়া উচিত।
অতএব তোমরা কোনো রকম সময় নষ্ট না করে অবিলম্বে নীচের দেওয়া প্রশ্ন গুলি ভালোভাবে দেখে নাও এবং নিজেকে সঠিক ভাবে বিষয় ভিত্তিক প্রস্তুত করে তোল।
ANM GNM ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর
🌺আলো হলো একপ্রকার –
➦ অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং তির্যক তরঙ্গ
🌺একটি আলোকরশ্মির লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে ?
➦ 0°
🌺একটি আলোকরশ্মির আপতন কোণ 40° হলে চ্যুতি কোণ কত হবে ?
➦ 100°
🌺একটি সমতল দর্পনের বক্রতা ব্যাসার্ধ কত হয় ?
➦ অসীম
🌺আলোর প্রতিসরণের প্রথম সূত্রের প্রবক্তা কে ?
➦ টলেমি
🌺মোটর গাড়ির ভিউ ফাইন্ডার –
➦ উত্তল দর্পণ
🌺বার্নিং গ্লাস রুপে ব্যবহৃত হয় ?
➦ উত্তল লেন্স
🌺আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রের প্রবক্তা –
➦ স্নেল
🌺ক্যামেরায় কী প্রকার লেন্স ব্যবহার করা হয় ?
➦ অভিসারী লেন্স
🌺আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে ?
➦ Frequency
🌺পদার্থ বিদ্যায় নোবেলজয়ী সি ভি রমনের গবেষণা আলোর কোন ধর্মের সাথে সম্পর্কিত ?
➦ বিক্ষেপণ
🌺রঙিন কাঁচ গুড়ো করলে সাদা দেখায় এর কারণ
➦ বিক্ষিপ্ত প্রতিফলন
🌺রামধনু সৃষ্টির কারণ হলো ?
➦ বিচ্ছুরণ
🌺রামধনুর উপরের বর্ণ কী ?
➦ লাল
🌺কোন বর্ণের আলোর জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক ?
➦ লাল
🌺পরীক্ষামূলক ভাবে VIBGYOR তে মধ্যবর্ণ কোনটি ?
➦ হলুদ
🌺সবুজ আলোয় আলোকিত ঘরে লাল ফুলকে কেমন দেখাবে ?
➦ কালো
🌺কোন দুটি বর্ণ পরস্পরের পরিপূরক ?
➦ নীল ও হলুদ
🌺দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত ?
➦ 400-800nm
🌺কোনটি থেকে অবলোহিত আলো পাওয়া যায় ?
➦ নার্নস্টের বাতি
🌺অবলোহিত বর্ণালি কোন যন্ত্রে সনাক্ত করা যায় ?
➦ বোলোমিটার
🌺Armstrong একক ব্যবহৃত হয় ?
➦ দূরত্ব নির্ণয়ে
🌺আলোর প্রতিসরণে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে চ্যুতি কোণ কত হয় ?
➦ 0°
🌺বৃহৎ নভোবীক্ষণে অভিলক্ষ্য হিসাবে ব্যবহার করা হয় ?
➦ লেন্স যুগ্ম
🌺জলে বায়ুর বুদবুদ চকচকে দেখায় ?
➦ অভ্যন্তরীন পূর্ণ প্রতিফলনের জন্য
🌺আকাশকে নীল দেওয়া আলোর কোন ধর্মের জন্য ?
➦ বিক্ষেপণ
🌺কোন প্রকার দর্পণের দৃষ্টিক্ষেত্র বেশি হয় ?
➦ উত্তল দর্পণের
🌺রামধনু সৃষ্টির জন্য আমরা যে দুটি ঘটনা দেখতে পাই ?
➦ বিচ্ছুরণ ও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
🌺সূর্য থেকে আগত আলোকরশ্মি –
➦ বহুবর্ণী
🌺নীচের কোন বর্ণের আলোর জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি ?
➦ নীল
🌺আলোকরশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য-
➦ হ্রাস পায়
🌺যে কোনো মাধ্যমে আলোর বেগ শূন্যস্থানের চেয়ে –
➦ কম
🌺বায়ুমন্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে কেমন দেখাত ?
➦ কালো
🌺মৌলিক বর্ণ হলো –
➦ লাল, নীল, সবুজ
🌺আলোর তরঙ্গদৈর্ঘ্য বাড়লে প্রতিসরাঙ্ক –
➦ কমে
🌺লেন্সের আলোক কেন্দ্র –
➦ একটি নির্দিষ্ট বিন্দু
🌺লেন্সের মূখ্য ফোকাস-
➦ দুটি
🌺লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য-
➦ বৃদ্ধি পায়
🌺বস্তু অপেক্ষা বড়ো অসদবিম্ব গঠিত হয়-
➦ উত্তল লেন্সে
🌺সরল ক্যামেরায় আলোক নিরুদ্ধ বাক্সের ভিতরের রং-
➦ কালো
🌺লেন্সের গৌণ ফোকাস বিন্দুর সংখ্যা-
➦ অসংখ্য
🌺চক্ষুনার্ভগুলি রেটিনার যে অংশে যুক্ত তা হলো-
➦ অন্ধ বিন্দু
🌺চোখের কর্নিয়া সংরক্ষণে কোন গ্যাস ব্যবহার করা হয় ?
➦ তরল নাইট্রোজেন
🌺উত্তল লেন্সব্যবহার করা হয় ?
➦ দীর্ঘ দৃষ্টি প্রতিকারে
🌺কোন বর্ণের আলোর বেগ শূন্য মাধ্যমে বেশি ?
➦ সব বর্ণের সমান
No comments:
Post a Comment