প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর,পর্ব-01 PDF | Indian History Question Answers PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আমরা যে পোস্টটি শেয়ার করছি সেই পোস্টটি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট, যে পোস্টটি থেকে সমস্ত রকম চাকরির পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসে। আমাদের আজকের পোস্টটি হল, প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর,পর্ব-01 PDF যে পোস্টটির মধ্যে প্রাচীন ভারতের ইতিহাস থেকে বেশ কিছু MCQ প্রশ্ন উত্তর দেওয়া আছে এবং তার সঙ্গে থাকছে অতি সংক্ষিপ্ত তথ্য যে তথ্য গুলি তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার।
সুতরাং দেরি না করে অবিলম্বে নীচের দেওয়া প্রশ্ন গুলি মনোযোগ সহকারে দেখে নাও এবং নিজেকে এই সকল বিষয় গুলিতে সঠিক ভাবে পারদর্শী করে তোল।
প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর
❏ নিচের কোনটি বেদের চূড়ান্ত লক্ষ্য প্রকাশ করে ?
[A] আরণ্যক
[B] উপনিষদ
[C] বেদান্ত
[D] বেদাঙ্গ
❏ আজিবিকা নিচের কোনটির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ?
[A] মকখালি গোসালা
[B] জনক
[C] কৃষ্ণ
[D] তিরুজ্ঞান
❏ অবন্তী মহাজনপদের উত্তরাঞ্চলের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
[A] মহিষমতি
[B] ভোপাল
[C] উজ্জয়ি
[D] বিরাটনগর
❏ নিচের কোনটির উপর ভিত্তি করে গাঙ্গেয় অববাহিকার নতুন বস্তুগত সংস্কৃতি গড়ে উঠেছিল ?
[A] লোহার ব্যবহার
[B] তামার ব্যবহার
[C] টিনের ব্যবহার
[D] ব্রোঞ্জের ব্যবহার
❏ নিচের কোনটিকে আয়ুর্বেদের জনক বলা হয় ?
[A] চরক
[B] বসুমিত্র
[C] মথারা
[D] অশ্বঘোষা
❏ মুদ্রারাক্ষস ও দেবীচন্দ্রগুপ্তম এর রচয়িতা কে ?
[A] শূদ্রক
[B] ভাসা
[C] বিশাখদত্ত
[D] দন্ডীন
❏ হালিভাকর বলতে নিচের কোনটিকে বোঝায় ?
[A] সেচ কর
[B] লাঙ্গল কর
[C] ফসল কর
[D] গৃহ কর
❏ নিচের কোনটিকে হর্ষের সর্বাধিনায়ক বলা হত ?
[A] অবন্তী
[B] সিংহানন্দ
[C] ভানু
[D] কুন্তলা
❏ অবন্তীবর্মণের সাথে নিচের কোন যুগের সম্পর্ক রয়েছে ?
[A] 755 AD থেকে 783 AD
[B] 855 AD থেকে 883 AD
[C] 755 BC থেকে 783 BC
[D] 805 BC থেকে 803 BC
❏ নিচের কোন লেখক সাবদানসুসন লিখেছেন ?
[A] ভবভূতি
[B] শক্তিভদ্র
[C] হস্তিমল্ল
[D] সাকাতায়ন
❏ নিচের কোনটি পূর্ব চালুক্য রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?
[A] পুলকেসিন I
[B] পুলকেসিন II
[C] বিষ্ণুবর্ধন
[D] কীর্তিবর্মণ
❏ নিচের কোন চোল রাজা প্রথম রাজার উত্তরাধিকারী হন ?
[A] রাজেন্দ্র প্রথম
[B] রাজেন্দ্র দ্বিতীয়
[C] বীররাজেন্দ্র
[D] কোল্লুতুং প্রথম
❏ চোল প্রশাসনের সময় পরগা নাগারাম নিম্নলিখিত কোনটির কর্পোরেট সংস্থা ছিল ?
[A] বস্ত্র বাণিজ্য
[B] তেল ও ঘি সরবরাহকারী
[C] সমুদ্রপথে চলাচলকারী ব্যবসায়ী
[D] তেল ব্যবসায়ী
❏ মহেঞ্জোদারোতে পাওয়া বিখ্যাত নাচের মেয়েটি কোন উপাদান দিয়ে তৈরি ?
[A] ব্রোঞ্জ
[B] লাল চুনাপাথর
[C] স্টেটাইট
[D] টেরাকোটা
❏ গৌতম বুদ্ধের জন্ম কোন স্থানে ?
[A] বোধগয়া
[B] কুশীনগর
[C] সারনাথ
[D] লুম্বিনী
❏ সাঁচি স্তূপ কে নির্মাণ করেন ?
[A] চোল
[B] পল্লব
[C] অশোক
[D] গৌতম বুদ্ধ
❏ কোন পাল রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ?
[A] মিহিরা ভোজা
[B] পুলকেশিন
[C] ধর্মপাল
[D] রাজেন্দ্র চোল
❏ কোন গুপ্ত রাজার দরবারে আর্যভট্ট ও কালিদাস ছিলেন ?
[A] চন্দ্র গুপ্ত দ্বিতীয়
[B] স্কন্দ গুপ্ত
[C] সমুদ্র গুপ্ত
[D] কুমার গুপ্ত প্রথম
❏ মহাবীর কোন স্থানে জন্মগ্রহণ করেন ?
[A] ভাণ্ডবপুরা
[B] কুণ্ডগ্রাম
[C] লুম্বিনী
[D] সানকিঘাটা
❏ শঙ্করাচার্য কোথায় জন্মগ্রহণ করেন ?
[A] রুদ্রপ্রয়াগ
[B] কালাদি
[C] গাড়ওয়াল
[D] এগুলোর কোনোটিই নয়
আরও পড়ুন-
No comments:
Post a Comment