Breaking




Thursday, 4 April 2024

ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা PDF | Historical Inscriptions of India

ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা PDF | Historical Inscriptions of India

ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা PDF
ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আমরা তোমাদের সঙ্গে করছি ইতিহাস বিষয়ের দারুন গুরুত্বপূর্ণ একটি টপিক যে টপিকটি আগত WBCS, PSC, WBP, RRB Group D, NTPC সহ আরও অন্যান্য পরীক্ষা গুলির জন্য দারুন গুরুত্বপূর্ণ একটি পোস্ট। আমাদের পোস্টটি হল, ঐতিহাসিক লিপি ও প্রশস্তি PDF যে পোস্টটি তোমাদের সকলের আলাদা করে পড়ে রাখা দরকার। যাতে করে এই টপিকের প্রশ্ন গুলির উত্তর খুব সহজে দিতে পারো।
সুতরাং দেরি না করে প্রথমে নীচে দেওয়া তালিকাটি মনোযোগ সহকারে দেখে নাও এবং তারপর PDF-টি সংগ্রহ করে নাও। 

ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা

লিপি ও প্রশস্তির নাম যাঁর কথা জানা যায়
ঘুনাই লিপি
কৌশম্বী লিপি
কলিঙ্গ লিপি
গুর্জর লিপি
অশোক
তাঞ্জোর লিপি
তিরুমালাই লিপি
প্রথম রাজেন্দ্র চোল
হাতিগুম্ফা লিপি কলিঙ্গরাজ খারবেল
খালিমপুর লিপি দেবপাল
হরহ লিপি ঈশান বর্মা
নানাঘাট শিলালিপি প্রথম সাতকর্নী
জুনাগড় শিলালিপি রুদ্রদমন
মান্দাশোর লিপি যশোবর্মন
মহরৌলি লৌহস্তম্ভ লিপি চন্দ্রগুপ্ত
কাসাকুদ্দি প্রশস্তি মহেন্দ্র বর্মন
দেওপাড়া প্রশস্তি বিজয় সেন
আইহোল প্রশস্তি দ্বিতীয় পুলকেশী
গোয়ালিয়র প্রশস্তি রাজা ভোজ
এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্ত
সম্পত লিপি কনিষ্ক
গরুড়ধ্বজ লিপি হেলিওডোরাস
বোঘাজকোই লিপি আর্য রাজাদের সম্বন্ধে
নাসিক লিপি গৌতমীপুত্র সাতকর্নী
গঞ্জাম লিপি শশাঙ্ক
ভিতরী স্তম্ভলিপি স্কন্দগুপ্ত
এরান লিপি চন্দ্রগুপ্ত, ভানুগুপ্ত

ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name:  ঐতিহাসিক লিপি ও প্রশস্তি

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  232 KB 


No comments:

Post a Comment