Breaking




Thursday, 4 April 2024

9,144 শূন্যপদে ভারতীয় রেলে টেকনিশিয়ান নিয়োগ 2024 | RRB Technician Requirement 2024

9,144 শূন্যপদে ভারতীয় রেলে টেকনিশিয়ান নিয়োগ 2024 | RRB Technician Requirement 2024

ভারতীয় রেলে টেকনিশিয়ান নিয়োগ 2024
ভারতীয় রেলে টেকনিশিয়ান নিয়োগ 2024
নমস্কার বন্ধুরা,
গত মাসের ৯ তারিখে ভারতীয় রেলে টেকনিশিয়ান নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে RRB বোর্ড। যার আবেদন পর্ব আর কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তাই আমরা আজকে তোমাদের ভারতীয় রেলে টেকনিশিয়ান নিয়োগ 2024 এই বিজ্ঞপ্তিটির সমস্ত তথ্য গুলি অতি সহজ ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। 
তাই তোমরা যারা পোস্টটির টাইটেল দেখে আগ্রহী হচ্ছো একবার নীচের প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখে নাও তারপর যদি মনে হয় আবেদন করে দাও- 

পদের নাম :: 
  • টেকনিশিয়ান গ্রেড 1 
  • টেকনিশিয়ান গ্রেড 3

মোট শূন্যপদ :: ৯,১৪৪টি

শূন্যপদের বিন্যাস :: 
  • টেকনিশিয়ান গ্রেড 1 - ১০৯২টি
  • টেকনিশিয়ান গ্রেড 3 - ৮০৫২টি

শিক্ষাগত যোগ্যতা :: 
  • টেকনিশিয়ান গ্রেড 1 : এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বিজ্ঞানের যে কোন বিভাগে স্নাতক করতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং বিভাগে ন্যূনতম ডিপ্লোমা বা গ্রাজুয়েশন করে থাকতে হবে।
  • টেকনিশিয়ান গ্রেড 3 : এই পদে আবেদনের জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশের সাথে সাথে কোনো বিভাগে আইটিআই এর ডিপ্লোমা ডিগ্রী করতে হবে।
বয়সসীমা :: 
  • টেকনিশিয়ান গ্রেড 1 পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১লা জুলাই ২০২৪ তারিখের মধ্যে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। 
  • টেকনিশিয়ান গ্রেড 3 পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১লা জুলাই ২০২৪ তারিখের মধ্যে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। 
তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ৫ বছর, ওবিসি জাতিভুক্ত প্রার্থীদের ৩ বছর, প্রতিবন্ধী প্রার্থীদের ১০ বছর বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন :: 
  • টেকনিশিয়ান গ্রেড 1 পদে কর্মরত ব্যাক্তিদের মাসিক বেতন ২৯,২০০ টাকা। 
  • টেকনিশিয়ান গ্রেড 3 পদে কর্মরত ব্যাক্তিদের মাসিক বেতন ১৯,৯০০ টাকা। 

আবেদন পদ্ধতি :: ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য :: 
  • জেনারেল তথা অসংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য ৫০০ টাকা।
  • সংরক্ষিত শ্রেণী, মহিলা এবং তৃতীয় লিঙ্গের চাকরি প্রার্থীদের আবেদনমূল্য ২৫০ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ :: 

আবেদন শুরু ০৯ই মার্চ ২০২৪
আবেদন শেষ ০৮ই এপ্রিল ২০২৪

গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল বিজ্ঞপ্তি Click Here
আবেদন করার লিংক Click Here



No comments:

Post a Comment