Breaking




Sunday 17 March 2024

WBPSC Food SI 5th Shift Question Paper 2024 PDF || ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র 2024 PDF

WBPSC Food SI 5th Shift Question Paper 2024 PDF || ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র 2024 PDF

Food SI 5th Shift Question Paper 2024 PDF
Food SI 5th Shift Question Paper 2024 PDF
সুপ্রিয় বন্ধুরা,
এখন আমরা তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি, Food SI 5th Shift Question Paper 2024 PDF এই পোস্টটি। যে পরীক্ষাটি আজ কিছুক্ষণ আগে সম্পন্ন হল, তাই আমরা যতটা সম্ভব আমাদের স্টুডেন্টস দের কাছ থেকে মেমোরির উপর বেসড করে বেশকিছু প্রশ্ন উক্ত পোস্টের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। তাই তোমরা যারা পরের শিফটে পরীক্ষা দেবে অবশ্যই প্রশ্ন গুলি একবার হয়েও দেখে নাও। 

Board Name WBPSC
Exam Name Food SI
Exam Date 17th March 2024
Shift No. 5th Shift
Shift Time 12.30 PM to 2.00 PM
Category Question Paper
Official Website Click Here

ফুড সাব ইন্সপেক্টর 5th Shift প্রশ্ন সমূহ

1. অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেয় ? 
উত্তরঃ খেলাধুলায়

2. কোন মুঘল সম্রাট 'আলমগীর' উপাধি গ্রহণ করেন ?
উত্তরঃ ঔরঙ্গজেব

3. মকবুল ফিদা হোসেন কে ছিলেন ? 
উত্তরঃ ভারতীয় শিল্পী

4. স্বাধীন ভারতে প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ জওহরলাল নেহেরু

5. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত করেন ? 
উত্তরঃ রাষ্ট্রপতি 

6. বিক্রমাদিত্য উপাধি লাভ করেন কে ?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত

7. কোন যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয় ? 
উত্তরঃ গুপ্ত 

8. ঝুম্পা লাহিড়ী কে ছিলেন ?
উত্তরঃ লেখিকা

9. উইংস অফ ফায়ার বইটি কে লেখেন ? 
উত্তরঃ ডঃ আব্দুল কালাম

11. নিম্নলিখিত কোনটি লৌহ ঘটিত ধাতু নয় ?
উত্তরঃ সীসা

12. নিম্নলিখিত কোনটি হরপ্পার বন্দর ?
উত্তরঃ লোথাল

13. জাতিসংঘের সদর দপ্তর কোথায় ?
উত্তরঃ নিউ ইয়র্ক

14. বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে হয় ?
উত্তরঃ ৫ই জুন

15. নীল বিদ্রোহ কোথায় হয়েছিলো ?
উত্তরঃ নদীয়া জেলায় ১৮৫৯ সালে

16. কেশরী পত্রিকার সম্পাদক কে ?
উত্তরঃ বাল গঙ্গাধর তিলক

17. বন্দে মাতরম গানটি কার লেখা ?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

18. কথাকলি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ কেরালা 

19. জিম কারবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ উত্তরাখণ্ড

20. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি ?
উত্তরঃ ডি.ওয়াই. চন্দ্রচুড়

21. বিহু নৃত্য কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ আসাম

22. কোন ন্যাশনাল পার্কে সিংহ সংরক্ষণ করা হয় ?
উত্তরঃ গুজরাটের গির জাতীয় উদ্যানে

23. নীচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় ?
উত্তরঃ হাইড্রোজেন

24. মানবাধিকার আইন কত সালে হয়েছিল ?
উত্তরঃ ১৯৯৩ সালের

25. ITAct কত সালে হয় ?
উত্তরঃ ২০০০ সালে 

26. লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় ?
উত্তরঃ সাইট্রিক অ্যাসিড

27. দুধে কোন অ্যাসিড পাওয়া যায় ?
উত্তরঃ ল্যাকটিক অ্যাসিড

28. আয়োডিনের অভাবে কোন রোগ হয় ?
উত্তরঃ গলগন্ড

29. রিকেট কোন ভিটামিনের অভাবে হয় ?
উত্তরঃ ভিটামিন D

30. সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ নর্মদা

31. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮১৭ সালে

32. লোকটাক কি ?
উত্তরঃ হ্রদ

33. মিথানয়িক অ্যাসিড কোথায় পাওয়া যায় ? 
উত্তরঃ পিঁপড়ার হুলে

34. গান্ধার স্কুল অফ আর্ট কার সময় উন্নতি লাভ করে ? 
উত্তরঃ কনিষ্কের শাসনামলে 

35. রাজা রামমোহন এর লেখা বইটির নাম কি ? 
উত্তরঃ বেদান্ত

36. সেলিম আলী কে ছিলেন ? 
উত্তরঃ পক্ষীবিদ

37. বাবা সাহেব আমতে কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন ? 
উত্তরঃ নর্মদা বাঁচাও

38. রাওয়াত ভাটা কোন রাজ্যে অবস্থিত ? 
উত্তরঃ রাজস্থান  

PSC Food SI 5th Shift Question Paper PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

No comments:

Post a Comment