Breaking




Monday 18 March 2024

WBPSC Food SI 6th Shift Question Paper 2024 PDF || ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র 2024 PDF

WBPSC Food SI 6th Shift Question Paper 2024 PDF || ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র 2024 PDF

Food SI 6th Shift Question Paper 2024 PDF
Food SI 6th Shift Question Paper 2024 PDF
ডিয়ার স্টুডেন্টস,
আজ সম্পন্ন হল Food SI 2024-এর পরীক্ষা। একটু আগে সম্পন্ন হল লাস্ট অর্থাৎ 6th Shift-এর পরীক্ষা। তাই এখন আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম Food SI 6th Shift Question Paper 2024 PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে মেমোরি বেসড কিছু জিকে প্রশ্ন উত্তর দেওয়া আছে যে প্রশ্ন গুলি উক্ত পরীক্ষায় এসেছিলো। তাই তোমরা যারা 6th Shift-এ কোন কোন প্রশ্ন গুলি এসেছিলো জানতে চাও অবশ্যই PDF-টি সংগ্রহ করে দেখে নাও-

Board Name WBPSC
Exam Name Food SI
Exam Date 17th March 2024
Shift No. 6th Shift
Shift Time 3.30 PM to 5.00 PM
Category Question Paper
Official Website Click Here

ফুড সাব ইন্সপেক্টর 6th Shift প্রশ্ন সমূহ

01. টমেটো তে কোন অ্যাসিড থাকে ?
উত্তরঃ অক্সালিক অ্যাসিড

02. IPL এর full form কি ?
উত্তরঃ Indian Premier Legue

03. ইউরোপ ও আফ্রিকা এর মধ্যে কোন প্রণালী আছে ?
উত্তরঃ জিব্রাল্টার প্রণালী 

04. সেভেন সিস্টার্স এর মধ্যে কোন রাজ্য পড়ে না- 
উত্তরঃ সিকিম

05. 1769-70 এর মধ্যে মন্বন্তর কোন কারণে হয়েছে ?
উত্তরঃ গুটি বসন্তের জন্য

06. পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ ব্যাডমিন্টনের

07. কাবেরী জল বন্টন চুক্তি কোন দুটি রাজ্যের মধ্যে হয়েছিল ? 
উত্তরঃ তামিলনাড়ু ও কর্ণাটক

08. ODI তে কে দ্বিশত রান করেনি ?
উত্তরঃ MS dhoni

09. কোন কোন গ্রহের মধ্যে গ্রহাণু পাওয়া যায় ? 
উত্তরঃ মঙ্গল ও বৃহস্পতি

10. বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ কোনটি ?
উত্তরঃ মাজুলি দ্বীপ

11. ২০২৩ সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ চীনের হ্যাংজু শহরে

12. অলিম্পিকে ভারতে কে শ্যুটারে স্বর্ণপদক পেয়েছে ?
উত্তরঃ অভিনব বিন্দ্রা

13. ভারতের মেট্রোরেল কোন নদীর তলা দিয়ে গেছে ?
উত্তরঃ গঙ্গা নদী

14. SAI er full form কি ?
উত্তরঃ Sports Authority of India

15. City of Joy কার লেখা ?
উত্তরঃ ডমিনিক ল্যাপিয়ের 

16. বন্দী জীবন কার লেখা ?
উত্তরঃ শচীন্দ্র নাথ সান্যাল

17. ভারতের কোন রাজ্যের সমুদ্র তট দীর্ঘ ?
উত্তরঃ গুজরাট

18. ভারতের কোন দেশের সাথে আন্তর্জাতিক সীমানা দীর্ঘ ?
উত্তরঃ বাংলাদেশ

19. গাছ কোন প্রক্রিয়ায় জল গ্রহণ করে ? 
উত্তরঃ অভিস্রবণ

20. Freestyle কোন খেলায় দেখা যায় ?
উত্তরঃ সাঁতার

21. G 20 এর বাসুধৈব কুটুম্বকম কোথা থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ মহাউপনিষদ

22. কোন গ্রহের সবচেয়ে বেশি জ্ঞাত উপগ্রহ আছে ?
উত্তরঃ শনি
 
23. ওপেনহাইমার এর পরিচালক কে ?
উত্তরঃ ক্রিস্টোফার নোলান

24. চুনের জলের সাথে ক্লোরিন মিশিয়ে কি পাওয়া যায় ?
উত্তরঃ ব্লিচিং পাউডার

25. সোডিয়াম হাইড্রক্সাইড কি কাজে লাগে ?
উত্তরঃ পরিস্কার করা (অপশন অনুযায়ী)

26. দাঁত দেখার দর্পণ কি ধরনের ? 
উত্তরঃ অবতল দর্পণ

27. গাড়ির পেছনের জিনিস দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয় ? 
উত্তরঃ উত্তল দর্পণ

28. দাঁতের এনামেল কোন ধাতুর যৌগ ?
উত্তরঃ ক্যালসিয়াম এবং ফসফেট 

29. ম্যারাথন দৌড়ের দূরত্ব কত ?
উত্তরঃ ৪২.১৯৫ কিলোমিটার।
PSC Food SI 6th Shift Question Paper PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

No comments:

Post a Comment