Breaking




Sunday 17 March 2024

WBPSC Food SI 4th Shift Question Paper 2024 PDF || ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র 2024 PDF

WBPSC Food SI 4th Shift Question Paper 2024 PDF || ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র 2024 PDF

Food SI 4th Shift Question Paper 2024 PDF
Food SI 4th Shift Question Paper 2024 PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ হচ্ছে WBPSC দ্বারা পরিচালিত Food SI পরীক্ষার দ্বিতীয় দফার পরীক্ষা গুলি। আজ অনুষ্ঠিত হবে 4th, 5th & 6th Shift এর পরীক্ষা গুলি। তাই এখন আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি Food SI 4th Shift Question Paper 2024 PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে মেমোরি বেসড প্রশ্ন গুলি দেওয়া আছে, তাই তোমরা যারা পরের শিফট গুলিতে পরীক্ষা দেবে অবশ্যই প্রশ্ন গুলি দেখে নাও- 

Board Name WBPSC
Exam Name Food SI
Exam Date 17th March 2024
Shift No. 4th Shift
Shift Time 9.30 AM to 11.00 AM
Category Question Paper
Official Website Click Here

ফুড সাব ইন্সপেক্টর 4th Shift প্রশ্ন সমূহ

1. তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ মহম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহান

2. মত্ত বিলাস প্রহসন কার লেখা? 
উত্তরঃ প্রথম মহেন্দ্রবর্মণ

3. লোকটাক হ্রদ কোথায় অবস্থিত?
উত্তরঃ মণিপুর

4. সর্বজনীন রক্তের দাতাক কোন গ্রুপ?
উত্তরঃ O নেগেটিভ

5. কুমিরের কান্না কথাটির অর্থ কী?
উত্তরঃ মেকি কান্না বা লোক দেখানো দুঃখ প্রকাশ

6. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ চক্রবর্তী রাজাগোপালাচারী

7. সাধারণ উষ্ণতায় তরল ধাতু কোনটি?
উত্তরঃ পারদ

8. ছত্রপতি কার উপাধি ছিল?
উত্তরঃ শিবাজি

9. পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব প্রবেশদ্বার কোন জেলাকে বলা হয়?
উত্তরঃ শিলিগুড়ি

10. ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পান?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর 

11. আকবরের রাজ্য সভায় সঙ্গীতজ্ঞ কে ছিলেন?
উত্তরঃ তানসেন

12. গণিতের রামানুজন পুরস্কার কে পেয়েছিলেন?
উত্তরঃ নিনা গুপ্ত

13. কৌটিল্যের লেখা গ্রন্থটির নাম কী?
উত্তরঃ অর্থশাস্ত্র

14. কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কী?
উত্তরঃ টি এস শিবগনাম (বর্তমান)

15. কোন বার্ষিকী পরিকল্পনায় শিল্পের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল?
উত্তরঃ 2য় পঞ্চবার্ষিকী

16. রাষ্ট্রপতি কার দ্বারা নিযুক্ত হন?
সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার উত্তরঃ সদস্যগণের দ্বারা

17. ভারতের শেষ ভাইসরয় -এর নাম কি?
উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন

18. ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের বর্ডারে দেখা যায়?
উত্তরঃ ভারত এবং চিন

19. কলকাতার নাম আলিনগর কে রেখেছিলেন?
উত্তরঃ সিরাজ উদ্ দৌল্লা

20. হিরোশিমা দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ 6ই আগস্ট

21. ভারতের প্রথম রিমোট সেনসিং স্যাটেলাইট কবে হয়েছিল?
উত্তরঃ 17ই মার্চ, 1988 সালে

22. আখ উৎপাদন সর্বাধিক কোন রাজ্য?
উত্তরঃ উত্তরপ্রদেশ

23. কাবুলের পাট্টা কে প্রচলন করে?
উত্তরঃ সম্রাট শেরশাহের

24. পশ্চিমঘাট ও পূর্বঘাট কোন পর্বতের মিলিত হয়েছে?
উত্তরঃ নীলগিরি

25. সর্বকনিষ্ঠ মহিলা পর্বতারোহী কে ছিলেন? 
উত্তরঃ শিবাঙ্গী পাঠক

26. কম্পিউটার কে আবিষ্কার করেন?
উত্তরঃ চার্লস ব্যাবেজ

27. পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?
উত্তরঃ মৌসিনরাম

28. প্রভার্টি অফ অল ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে লেখেন?
উত্তরঃ দাদাভাই নওরোজি

29. মানুষের চুল ও ত্বকের রঙের জন্য দায়ী কোনটি?
উত্তরঃ মেলানিন

30. ২০২৩ এশিয়ান গেমসে ভারত কতগুলো পদক পেয়েছে?
উত্তরঃ 107টি

31. পিতল কি দিয়ে তৈরি হয়?
উত্তরঃ তামা ও দস্তা

32. দক্ষিণ গঙ্গোত্রী কোথায়?
উত্তরঃ অ্যান্টার্কটিকায়

31. নেফা কোন রাজ্যকে বলা হয়?
উত্তরঃ অরুণাচল প্রদেশ

32. মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে স্থাপিত করেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

33. বন সংরক্ষণের ফলে কী হয়?
উত্তরঃ পরিবেশের ভারসাম্য বজায় থাকে

34. দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? 
উত্তরঃ রবার্ট ক্লাইভ

35. ২০২৩ Women's Emarjing Winner কে?
উত্তরঃ ভারত

36. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ৮ই মার্চ 

37. Spinoza Enviroment প্রাইজ winner কে? 
উত্তরঃ জয়িতা গুপ্তা

38. কোন দেশ ক্লাসে মোবাইল ফোন ট্যাব নিষিদ্ধ করেন?
উত্তরঃ নেদারল্যান্ড

39. মানুষের চুল ও ত্বকের রঙের জন্য দায়ী কোনটি ?
উত্তরঃ মেলানিন 
PSC Food SI 4th Shift Question Paper PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

No comments:

Post a Comment