Breaking




Saturday 16 March 2024

WBPSC Food SI 3rd Shift Question Paper 2024 PDF || ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র 2024 PDF

WBPSC Food SI 3rd Shift Question Paper 2024 PDF || ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র 2024 PDF

PSC Food SI 3rd Shift Question Paper 2024 PDF
PSC Food SI 3rd Shift Question Paper 2024 PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ অনুষ্ঠিত হল WBPSC দ্বারা পরিচালিত Food SI পরীক্ষার প্রথম দিনের ৩য় শিফটের পরীক্ষা। তাই আজ আমরা তোমাদের PSC Food SI 3rd Shift Question Paper 2024 PDF এই পোস্টটি শেয়ার করছি। যে প্রশ্নপত্রটি পরের দিনের অর্থাৎ দ্বিতীয় দিনের পরের Shift-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য দারুন ভাবে কাজে আসবে, সুতরাং দেরি না করে অবিলম্বে প্রশ্ন গুলি দেখে নাও-


Board Name WBPSC
Exam Name Food SI
Exam Date 16th March 2024
Shift No. 3rd Shift
Shift Time 3.30 PM to 5.00 PM
Category Question Paper
Official Website Click Here

ফুড সাব ইন্সপেক্টর 3rd Shift প্রশ্ন সমূহ

01. কিডনির কাজ কি ?
উত্তরঃ রক্ত পরিস্রাবণ এবং বর্জ্য নির্গমন

02. দাস প্রথা কবে বিলুপ্ত হয় ?
উত্তরঃ ১৮৪৩ সালে

03. টোডা উপজাতি কোথায় দেখা যায় ?
উত্তরঃ তামিলনাড়ুর নীলগিরি পর্বতে

04. পাল বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ গোপাল

05. ব্রহ্মপুত্রের উৎপত্তি-
উত্তরঃ চেমায়ুংডুং হিমবাহ

06. Epigraphy কি ?
উত্তরঃ শিলালিপির অধ্যয়ন

07. ভিটিকালচার কোন ফলের চাষ ?
উত্তরঃ আঙুর

08. DPEP শুরু হয়েছিল কোন সালে ?
উত্তরঃ 1994 সালে

09. হরপ্পা কোন ধরনের যুগ ? 
উত্তরঃ ব্রোঞ্জ যুগ

10. স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মতিলাল নেহেরু

11. রূপার রাসায়নিক নাম কি ?
উত্তরঃ Ag

12. Petroglyphs কি ?
উত্তরঃ চিত্র

13. ব্রহ্মপুত্রের তিব্বতে নাম কি ছিল ?
উত্তরঃ সাংপো

14. রিবোফ্লাভিন কার রাসায়নিক নাম ?
উত্তরঃ ভিটামিন B2

15. দ্বীপপুঞ্জ বলতে কী বোঝো ?
উত্তরঃ পুঞ্জ, শৃঙ্খল, গুচ্ছ বা দ্বীপের সংগ্রহ

16. বীজগণিতের জনক কে ?
উত্তরঃ আল-খোরিজমি

17. ভারতীয় মৎস্য আইন কবে প্রণীত হয় ?
উত্তরঃ ১৮৯৭ সালে

18. ভারতের সংসদ গঠিত হয় কাদের নিয়ে ?
উত্তরঃ লোকসভা ও রাজ্যসভা

19. জেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম কবে শুরু হয় ?
উত্তরঃ ১৯৯৪ সালে

20. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ অ্যানি বেসান্ত

21. Ignited Minds কে লিখেছেন ?
উত্তরঃ এপিজে আব্দুল কালাম

22. গোদান কার লেখা ?
উত্তরঃ মুন্সী প্রেমচন্দ্র

23. তীর্থঙ্কর কথার অর্থ কি ?
উত্তরঃ তীর্থের প্রতিষ্ঠাতা বা ফোর্ড নির্মাতা

24. মারিয়ানা খাত কোথায় অবস্থিত ?
উত্তরঃ পশ্চিম প্রশান্তে

25. তথ্যের ক্ষুদ্রতম একক কি ?
উত্তরঃ Byte

26. বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ তুঙ্গভদ্রা নদী

27. ১৭৮৪ সালে কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ স্যার উইলিয়াম জোন্স

28. রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ ব্রাহ্মণী নদীর তীরে

29. ইউট্রোফিকেশনের প্রাথমিক উপাদান কি কি?
উত্তরঃ নাইট্রোজেন এবং ফসফরাস

30. বেদে ফিরে যাও কথাটি কে বলেছিলেন ?
উত্তরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী

31. নীল জল নীতির প্রবক্তা কে ? 
উত্তরঃ ডি আলমেইডা
WBPSC Food SI 3rd Shift Question Paper PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

No comments:

Post a Comment