Breaking




Saturday 16 March 2024

WBPSC Food SI 2nd Shift Question Paper 2024 PDF || ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র 2024 PDF

WBPSC Food SI 2nd Shift Question Paper 2024 PDF || ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র 2024 PDF

PSC Food SI 2nd Shift Question Paper 2024 PDF
PSC Food SI 2nd Shift Question Paper 2024 PDF
সুপ্রিয় বন্ধুরা,
যেহেতু পর্যাপ্ত শূন্যপদের তুলনায় অনেক পরীক্ষার্থী আবেদন করেছে সেহেতু এই পরীক্ষাটি দু'দিনে মোট ৬টি Shift-এ অনুষ্ঠিত হবে। 
সেই এখন আমরা তোমাদের PSC Food SI 2nd Shift Question Paper 2024 PDF এই পোস্টটি শেয়ার করছি। যে প্রশ্নপত্রটি পরের Shift-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য দারুন ভাবে কাজে আসবে, সুতরাং দেরি না করে অবিলম্বে প্রশ্ন গুলি দেখে নাও- 

Board Name WBPSC
Exam Name Food SI
Exam Date 16th March 2024
Shift No. 2nd Shift
Shift Time 12.30 PM to 2.00 PM
Category Question Paper
Official Website Click Here

 ফুড সাব ইন্সপেক্টর 2nd Shift প্রশ্ন সমূহ

01. অর্থশাস্ত্র কার লেখা ?
উত্তরঃ কৌটিল্য

02. “The discovery of India” কার লেখা ?
উত্তরঃ পন্ডিত নেহেরু

03. এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৭৮৪ সালের ১৫ জানুয়ারি

04. কলকাতা থেকে দিল্লী রাজধানী স্থানান্তর কবে হয়েছিল ?
উত্তরঃ ১৯১১ সালে

05. এপিজে আবদুল কালাম কে ছিলেন ?
উত্তরঃ ভারতীয় মহাকাশ বিজ্ঞানী এবং রাজনীতিবিদ

06. বেরি বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে ঘটে ?
উত্তরঃ ভিটামিন B1

07. লোকটাক হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তরঃ মণিপুর

08. দশম শিখ গুরু কে ছিলেন ?
উত্তরঃ গুরু গোবিন্দ সিং

09. নীলদর্পণ গ্রন্থ কে লেখেন ? 
উত্তরঃ দীনবন্ধু মিত্র

10. সাধারণ নির্বাচন কবে হয়েছিল ?
উত্তরঃ 1951-52 সালে

11. অ্যাসকরবিক অ্যাসিড কোন ভিটামিনের সাথে যুক্ত ? 
উত্তরঃ ভিটামিন C

12. শ্রীরামপুরের ত্রয়ী কাদের বলে ?
উত্তরঃ উইলিয়াম কেরি, যশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড

13. জলদাপাড়া কোথায় অবস্থিত ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ, আলিপুরদুয়ার

14. পক প্রণালী কোথায় অবস্থিত ?
উত্তরঃ ভারতের ও শ্রীলঙ্কার

15. কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ২৮ জানুয়ারি ১৮৩৫

16. ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে ?
উত্তরঃ টাংস্টেন

17. রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয় ? 
উত্তরঃ ২৪শে অক্টোবর

18. স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কত টাকা থাকে ?
উত্তরঃ 10 লক্ষ টাকা

19. বিল গেটস কিসের সাথে যুক্ত ?
উত্তরঃ Microsoft Corporation

20. হীরাকুদ বাঁধ কোথায় অবস্থিত ?
উত্তরঃ উড়িষ্যা 

21. আর বি আই কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৩৫ সালের ১লা এপ্রিল

22. আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত ?
উত্তরঃ রাজস্থান

23. ইউনেস্কো পুরস্কার পেয়েছে কন্যাশ্রী কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ

24. গুটি বসন্তের টিকার আবিষ্কারক-
উত্তরঃ এডওয়ার্ড জেনার

25. সামুদ্রিক লবণ কি থাকে ?
উত্তরঃ সোডিয়াম ক্লোরাইড

26. পর্তুগিজদের বিতাড়িত করে বাংলা থেকে কোন শাসক ?
উত্তরঃ শেরশাহ

27. কালা জ্বরের টিকার আবিষ্কারক কে ?
উত্তরঃ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

28. আরাবারি মডেল কোথায় অবস্থিত ?
উত্তরঃ রানিগঞ্জ-মেদিনীপুর জাতীয় সড়কের ধারে

29. ইন্ডিকা গ্রন্থের লেখক কে ?
উত্তরঃ মেগাস্থিনিস

30. ইউনেস্কো কোন উৎসব কে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ?
উত্তরঃ দুর্গাপূজা 

31. দাক্ষিণাত্যের পতনের জন্য কে দায়ী ?
উত্তরঃ ঔরঙ্গজেব

32. 'স্বত্ববিলোপ নীতি' কে প্রবর্তন করেছিলেন ?
উত্তরঃ লর্ড ডালহৌসি

33. পাটটা কবুলিয়ত কে চালু করে ?
উত্তরঃ শেরশাহ

34. সাহিত্যে ২০২৩-এ নোবেল কে পেয়েছে ?
উত্তরঃ জন ওলাভ ফস

35. ওএনজিসি কিসের সাথে যুক্ত ?
উত্তরঃ তৈল

36. বাঘা যতীন কার নাম ?
উত্তরঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়

37. ওয়ান অস্বশক্তি কত ?
উত্তরঃ 746 ওয়াট

38. ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয় ?
উত্তরঃ অগ্ন্যাশয়

39. রাষ্ট্রসঙ্ঘের সচিব বর্তমানে কে ?
উত্তরঃ আন্তোনিও গুতেরেস

40. সিসমোগ্রাফ যন্ত্রটি কিসের সাথে যুক্ত ?
উত্তরঃ ভূমিকম্পের মাত্রা মাপতে

41. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করে ? 
উত্তরঃ 1765 সালে

42. অ্যাপল কোম্পানি সাথে যুক্ত কে ?
উত্তরঃ স্টিভ জবস

43. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় কোন দেশ ?
উত্তরঃ জাপান

44. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ 1817 সালে 

WBPSC Food SI 2nd Shift Question Paper PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

No comments:

Post a Comment