Breaking




Tuesday, 5 March 2024

সত্যজিৎ রায়ের প্রাপ্ত পুরস্কারের তালিকা PDF || List of awards received by Satyajit Ray PDF

সত্যজিৎ রায়ের প্রাপ্ত পুরস্কারের তালিকা PDF || List of awards received by Satyajit Ray PDF

সত্যজিৎ রায়ের প্রাপ্ত পুরস্কারের তালিকা
সত্যজিৎ রায়ের প্রাপ্ত পুরস্কারের তালিকা
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে যার সম্পর্কে শেয়ার করছি যিনি বাংলার নাম সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। আমরা আজকে সত্যজিৎ রায় সম্পর্কে একটি খুবই সংক্ষিপ্ত পোস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যার মধ্যে মেন পোস্ট হিসাবে থাকছে সত্যজিৎ রায়ের প্রাপ্ত পুরস্কারের তালিকা PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে সত্যজিৎ রায়ের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল পুরষ্কারের নাম, সাল এবং পুরস্কার দাতাদের নাম খুব সুন্দর ভাবে তালিকা আকারে শেয়ার করলাম।
তাই তোমরা এখন নীচের তালিকাটি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখবে।

সত্যজিৎ রায় (২ মে ১৯২১ – ২৩ এপ্রিল ১৯৯২) ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সংগীত পরিচালক এবং লেখক। তাঁকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয়। সত্যজিৎ রায়ের জন্ম কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে।  তার পূর্বপুরুষের ভিটা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের কিশোরগঞ্জে (বর্তমানে বাংলাদেশ) কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।  সত্যজিৎ কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু হলেও প্রথমে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জঁ রনোয়ারের সাথে সাক্ষাৎ ও পরে লন্ডন শহরে সফররত অবস্থায় ইতালীয় নব্য বাস্তবতাবাদী চলচ্চিত্র লাদ্রি দি বিচিক্লেত্তে (ইতালীয়: Ladri di biciclette, বাইসাইকেল চোর) দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন। 

সত্যজিৎ রায়ের পাওয়া পুরস্কারের তালিকা

বছর পুরস্কার ও সম্মাননা পুরস্কারদাতা সংস্থা
১৯৫৮ পদ্মশ্রী ভারত সরকার
১৯৬৫ পদ্ম ভূষণ ভারত সরকার
১৯৬৭ রামন ম্যাগসাসে পুরস্কার রামন ম্যাগসাসে পুরস্কার ফাউন্ডেশন
১৯৭১ যুগোস্লাভিয়ার তারকা যুগোস্লাভিয়া সরকার
১৯৭৩ ডি লিট দিল্লি বিশ্ববিদ্যালয়
১৯৭৪ ডি লিট রয়েল কলেজ অফ আর্ট, লন্ডন
১৯৭৬ পদ্ম ভূষণ ভারত সরকার
১৯৭৮ ডি লিট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
১৯৭৮ বিশেষ পুরস্কার বার্লিন চলচ্চিত্র উৎসব
১৯৭৮ দেশিকোত্তম বিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয়, ভারত
১৯৭৯ বিশেষ পুরস্কার মস্কো চলচ্চিত্র উৎসব
১৯৮০ ডি লিট বর্ধমান বিশ্ববিদ্যালয়, ভারত
১৯৮০ ডি লিট যাদবপুর বিশ্ববিদ্যালয়, ভারত
১৯৮১ ডক্টরেট বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়, ভারত
১৯৮১ ডি লিট উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয়, ভারত
১৯৮২ Hommage à Satyajit Ray কান চলচ্চিত্র উৎসব
১৯৮২ সেন্ট মার্কের বিশেষ গোল্ডেন লায়ন ভেনিস চলচ্চিত্র উৎসব
১৯৮২ বিদ্যাসাগর পুরস্কার পশ্চিমবঙ্গ সরকার
১৯৮৩ ফেলোশিপ ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট
১৯৮৫ ডি লিট কলকাতা বিশ্ববিদ্যালয়, ভারত
১৯৮৫ দাদাসাহেব ফালকে পুরস্কার ভারত সরকার
১৯৮৫ সোভিয়েত ল্যান্ড নেহরু পুরস্কার ***
১৯৮৬ ফেলোশিপ সঙ্গীত নাটক একাডেমি, ভারত
১৯৮৭ লেজিওঁ দনর (Légion d'Honneur) ফরাসি সরকার
১৯৮৭ ডি লিট রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, ভারত
১৯৯২ একাডেমি সম্মানসূচক পুরস্কার (অস্কার) একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস
১৯৯২ ভারত রত্ন ভারত সরকার

সত্যজিৎ রায়ের প্রাপ্ত পুরস্কারের তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Name: সত্যজিৎ রায়ের প্রাপ্ত পুরস্কারের তালিকা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  256 KB 



No comments:

Post a Comment