পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত প্রশ্ন উত্তর PDF || WB Gram Panchayat Question Answer PDF
নমস্কার বন্ধুরা,
আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত গুলিতে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা আজকে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি শেয়ার করলাম। যে পোস্টটির মধ্যে ১০০টি বাছাই করা উক্ত পরীক্ষার উপযোগী জেনারল নলেজ প্রশ্ন উত্তর দেওয়া আছে, যা তোমাদের উক্ত পরীক্ষার প্রস্তুতিতে দারুন ভাবে সাহায্য করবে।
সুতরাং তোমরা যারা উক্ত পদের জন্য় আবেদন করেছো অবশ্যই আমাদের আজকে দেওয়া প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে পড়ে নাও-
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত প্রশ্ন উত্তর
প্রঃ 'কিরাতার্জুনীয়ম নামক' মহাকাব্য রচনা করেন কে ?
উঃ ভারবি
প্রঃ ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন কে ?
উঃ শিশির কুমার ঘোষ
প্রঃ নিষ্ক ও মনা কী ?
উঃ বৈদিক যুগের মুদ্রা
প্রঃ লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ?
উঃ বহুলুল লোদী
প্রঃ পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কী ?
উঃ তিব্বত
প্রঃ পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কী ?
উঃ পামীর
প্রঃ ফুজিয়ামা আগ্নেয়গিরিটি কোথায় অবস্থিত ?
উঃ জাপানে
প্রঃ নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কী ?
উঃ কিউসেক
প্রঃ কোন বিভাগের রক্তে অ্যান্টিবডি থাকে না ?
উঃ AB
প্রঃ ইউগ্লিনার গমন অঙ্গের নাম কী ?
উঃ ফ্লাজেলা
প্রঃ ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয় ?
উঃ ১৮০০ সালে
প্রঃ পুলিশী ব্যবস্থার সংস্কার করেন কে ?
উঃ কর্ণওয়ালিশ
প্রঃ মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন ?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য্য
প্রঃ পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন ?
উঃ অনন্ত বর্মন
প্রঃ সৌরজগতে লাল গ্রহ হিসাবে পরিচিত কোনটি ?
উঃ মঙ্গল গ্রহ
প্রঃ সুন্দরবন কত গুলি দ্বীপ নিয়ে গঠিত ?
উঃ ১০২টি
প্রঃ কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় ?
উঃ আফ্রিকাকে
প্রঃ কম্পিউটারের সবথেকে ক্ষুদ্রতম মেমোরীর একক কী ?
উঃ বিট
প্রঃ যক্ষ্মা শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করে ?
উঃ ফুসফুস
প্রঃ মানব দেহে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি ?
উঃ প্লীহা
প্রঃ পরিব্রাজক গ্রন্থের রচয়িতা কে ?
উঃ বিবেকানন্দ
প্রঃ পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল ?
উঃ থানেশ্বর
প্রঃ ভারতে প্রথম করা স্বর্ণ মুদ্রার প্রচলন করে ?
উঃ কুষাণরা
প্রঃ কোনারকের সূর্যমন্দির নির্মান করেন কে ?
উঃ প্রথম নরসিংহ বর্মন
প্রঃ পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি ?
উঃ অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফ
প্রঃ পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির কোনটি ?
উঃ হাওয়াই দ্বীপের মৌনলোয়া
প্রঃ ভারতের গ্লাসগো কাকে বলা হয় ?
উঃ হাওড়াকে
প্রঃ রিকেট রোগের প্রভাব কোথায় পড়ে ?
উঃ হাড়ে
প্রঃ থাইরক্সিনের প্রধান উপাদান কী ?
উঃ আয়োডিন
প্রঃ মস্তিষ্কের আবরণীর নাম কী ?
উঃ মেনিনজেস
প্রঃ কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন ?
উঃ রামপ্রসাদ বিসমিল
প্রঃ রাশিয়ায় বলশেভিক আন্দোলন কবে হয় ?
উঃ ১৯১৭ সালে
প্রঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে ?
উঃ ফারুকশিয়ার
প্রঃ শকাব্দ প্রচলন করেন কে ?
উঃ কণিষ্ক
প্রঃ ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি ?
উঃ ১৮টি
প্রঃ শনির বৃহত্তম উপগ্রহের নাম কী ?
উঃ টাইটান
প্রঃ পৃথিবীর বৃহত্তম নিকেল খনি কোনটি ?
উঃ কানাডার সাডবেরী
প্রঃ পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি ?
উঃ সুপিরিয়র
প্রঃ সায়ানোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম ?
উঃ B12
প্রঃ টিকটিকির গমন পদ্ধতির নাম কী ?
উঃ ক্রলিং
প্রঃ শিলাদিত্য উপাধী নেন কোন রাজা ?
উঃ হর্ষবর্ধন
প্রঃ গুপ্তাব্দের প্রচলন হয় কত সাল থেকে ?
উঃ ৩২০ সাল থেকে
প্রঃ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশী দিন অনশন করেন কে ?
উঃ যতীন দাস
প্রঃ রাইটার্স বিল্ডিং অভিযান হয় কত সালে ?
উঃ ১৯৩০ সালে
প্রঃ পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর তৈরী হয়েছে ?
উঃ দামোদর
প্রঃ পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে ?
উঃ প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে
প্রঃ কোন জাতীয় সড়কটি কলকাতা ও দিল্লিকে যুক্ত করেছে ?
উঃ ২ নং জাতীয় সড়ক
প্রঃ প্রাণীদেহে হিমোগ্লোবিনের পরিমান কমে গেলে কোন রোগ হয় ?
উঃ অ্যানিমিয়া
প্রঃ গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কোথায় দেখা যায় ?
উঃ পাকস্থলীতে
প্রঃ কোন বিভাগের রক্তে অ্যান্টিজেন থাকে না ?
উঃ 'O'
প্রঃ কালিদাস কার সভাকবি ছিলেন ?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের
প্রঃ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ?
উঃ শিমুক
প্রঃ গান্ধী-আরউইন চুক্তির অপর নাম কী ?
উঃ দিল্লি চুক্তি
প্রঃ মাষ্টার দা নামে পরিচিত ছিলেন কে ?
উঃ সূর্য সেন
প্রঃ কচ্ছ শব্দের অর্থ কী ?
উঃ লবনাক্ত জলাভূমি
প্রঃ প্রাচ্যের ম্যাঞ্চেস্টার বলা হয় কাকে ?
উঃ জাপানের ওসাকাকে
প্রঃ বায়ুর উষ্ণতা মাপার যন্ত্রের নাম কী ?
উঃ স্টিভেনসন স্ক্রিন
প্রঃ মানুষের মেরুদন্ডে কত গুলি অস্থি আছে ?
উঃ ৩৩টি
প্রঃ মাছের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ রয়েছে ?
উঃ ২টি
প্রঃ পতঙ্গভুক একটি উদ্ভিদের নাম কী ?
উঃ কলসপত্রী
প্রঃ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন ?
উঃ লর্ড ডাফরিন
প্রঃ কোন বৃক্ষের নিচে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন ?
উঃ অশ্বত্থ
প্রঃ ভারত সভা স্থাপিত হয় কত সালে ?
উঃ ১৮৭৬ সালে
প্রঃ বিক্রমশীল উপাধী পান কোন রাজা ?
উঃ ধর্মপাল
প্রঃ সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত ?
উঃ নর্মদা
প্রঃ দক্ষিন-পূর্ব রেলপথের সদরদপ্তর কোথায় অবস্থিত ?
উঃ কলকাতা
প্রঃ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী ?
উঃ হাইগ্রোমিটার
প্রঃ সালোকসংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়ার নাম কী ?
উঃ রোডসেউডোমোনাস
প্রঃ শামুকের গমনাঙ্গের নাম কী ?
উঃ মাংসল পদ
প্রঃ কোন গাছ থেকে অ্যাট্রপিন উপক্ষার পাওয়া যায় ?
উঃ বেলেডোনা
প্রঃ অতীশ দীপঙ্কর কোন ধর্মের পন্ডিত ছিলেন ?
উঃ বৌদ্ধ
প্রঃ সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
উঃ ১৭৮২
প্রঃ আলিপুর বোমারমামলায় প্রধান আসামী কে ছিলেন ?
উঃ অরবিন্দ ঘোষ
প্রঃ প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা কে ?
উঃ হর্ষবর্ধন
প্রঃ আন্তর্জাতিক তারিখ রেখার মান কত ?
উঃ ১৮০°
প্রঃ সোনার শহর কাকে বলা হয় ?
উঃ জোহানেসবার্গকে
প্রঃ ভারতের প্রথম চটকল কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উঃ হুগলির রিষড়ায়
প্রঃ একটি উপকারী ভাইরাসের নাম কী ?
উঃ ব্যাকটেরিওফাজ
প্রঃ দুধ থেকে দই তৈরীতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে ?
উঃ ল্যাকটোব্যাসিলাস
প্রঃ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ ?
উঃ ত্বক
প্রঃ কবীরের ভক্তিমূলক গানকে কী বলে ?
উঃ দোঁহা
প্রঃ মুঘলদের সময় সরকারী ভাষা কী ছিল ?
উঃ ফার্সি
প্রঃ জামা মসজিদ নির্মান করেন কে ?
উঃ শাহজাহান
প্রঃ আমেরিকা মহাদেশকে নিউওয়ার্ল্ড বলে অভিহিত করেন কে ?
উঃ আমেরিগো ভেসপুচি
প্রঃ কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় ?
উঃ পাললিক শিলায়
প্রঃ জওহর রোজগার যোজনা কবে চালু হয় ?
উঃ ১৯৮৯ সালের ১লা এপ্রিল
প্রঃ ইউক্যালিপ্টাসের দেশ কাকে বলা হয় ?
উঃ অস্ট্রেলিয়াকে
প্রঃ কোন গ্রুপের রক্তকে সার্বিক গ্রহীতা বলে ?
উঃ AB+ গ্রুপ
প্রঃ মাম্পস রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয় ?
উঃ গলা ও গাল
প্রঃ উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন ?
উঃ অক্সিন
প্রঃ মাউন্ট এভারেস্টের আগেকার নাম কী ছিল ?
উঃ পিক-১৫
প্রঃ WTO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ জেনেভায়
প্রঃ সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহের নাম কী ?
উঃ শুক্র
প্রঃ শিলা গঠিত মরুভুমিকে কী বলা হয় ?
উঃ হামাদা
প্রঃ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কোন ভিটামিন সাহায্য করে ?
উঃ ভিটামিন-C
প্রঃ জীবদেহে রাসায়নিক সমন্বয়সাধনকারী হিসাবে কাজ করে কোনটি ?
উঃ হরমোন
প্রঃ যৌন জননের একক কী ?
উঃ গ্যামেট
প্রঃ গান্ধার শিল্প কোন যুগের নিদর্শন ?
উঃ কুষাণ যুগ
প্রঃ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?
উঃ উইলিয়াম জোনস
প্রঃ সগৌলির সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় ?
উঃ ১৮১৬ সালে
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details ::
File Name: পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 05
File Size: 321 KB
No comments:
Post a Comment