Breaking




Friday, 22 March 2024

বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ PDF || Sports Cups and Trophies

বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ || Sports Cups and Trophies

বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ || Sports Cups and Trophies
বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ || Sports Cups and Trophies
প্রিয় ভিজিটার,
আমরা আজকে তোমাদের সঙ্গে একটি খুবি দরকারি পোস্ট শেয়ার করছি, যে পোস্টটি থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। আমাদের আজকের সেই পোস্টটি হল, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ তালিকা PDF তাই তোমরা কোনো রকম সময় নষ্ট না করে অবিলম্বে নীচের দেওয়া তালিকাটি পরেনাও এবং পরবর্তী সময়ে অফলাইনে পড়ার জন্য PDF-টি সংগ্রহ করে নাও।

বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ তালিকা
 
খেলা সংশ্লিষ্ট ট্রফি এবং কাপ
ফুটবল ডুরান্ড কাপ, রোভার্স কাপ, সন্তোষ ট্রফি, বি.সি. রায় ট্রফি, ইন্দিরা গান্ধী ট্রফি, ফেডারেশন কাপ, কলম্বো কাপ, জওহরলাল নেহেরু গোল্ড কাপ, রাজীব গান্ধী ট্রফি, কলিঙ্গ কাপ, সন্তোষ ট্রফি, লাল বাহাদুর শাস্ত্রী ট্রফি, সুব্রত কাপ, উয়েফা কাপ, মারদেকা কাপ, বারদৌলি ট্রফি, ইউরোপিয়ান কাপ, নিজাম গোল্ড কাপ, এয়ার লাইন কাপ, আমেরিকা গোল্ড কাপ
ক্রিকেট বেনসন এন্ড হেজেস কাপ, জি.ডি. বিড়লা ট্রফি, রঞ্জি ট্রফি, উইসডেন ট্রফি, চারমিনার চ্যালেঞ্জ কাপ, শারজা কাপ, বর্ডার-গাভাস্কার ট্রফি, দেওধর ট্রফি, জওহরলাল নেহেরু কাপ, ঝাঁসি রাণী ট্রফি, ইরানি কাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ভিজি ট্রফি, রথম্যান্স কাপ, উইলস ট্রফি, গুলাম আমেদ ট্রফি, শীষমহ্ল ট্রফি, অ্যাসেশ, সি.কে. নাইডু ট্রফি, আই.সি.সি. বিশ্বকাপ, দলীপ ট্রফি, সাহারা কাপ, বিজয় মার্চেন্ট ট্রফি, বিজয় হাজারে ট্রফি
ব্যাডমিন্টন থমাস কাপ, আগরওয়াল কাপ, কণিকা কাপ, উবের কাপ, অস্ট্রেলিয়া কাপ, ইউরোপিয়ান কাপ, ইব্রাহিম রহিমাতুল্লাহ কাপ, অমৃত দেওয়ান কাপ
হকি আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি, নেহেরু ট্রফি, লেডি রতন টাটা ট্রফি, বেটন কাপ, মোদি গোল্ড কাপ, রঞ্জিত সিং গোল্ড কাপ, সঞ্জয় গান্ধী ট্রফি, রঙ্গস্বামী কাপ, ওয়েলিংটন কাপ, কপ্পুস্বামী নাইডু কাপ
বাস্কেটবল ফেডারেশন কাপ, বি.সি. গুপ্তা ট্রফি, টোড মেমোরিয়াল ট্রফি, উলিয়াম জোন্স কাপ, অর্জুনা রাজা ট্রফি, বাসালাট ঝাঁ ট্রফি
টেনিস উইম্বলডন ট্রফি, অস্ট্রেলিয়ান কাপ, গ্র্যান্ড স্লাম কাপ, ডেভিস কাপ, ইউ.এস. ওপেন, লিপটন ট্রফি, এ.টি.পি. প্রেডিনেন্টস কাপ
টেবিল টেনিস এশিয়ান কাপ, বার্ণা বেলাক কাপ, জয়ালক্ষ্মী কাপ, পিথাপুরম কাপ, রামানুজম ট্রফি
গলফ কানাডা কাপ, রাইডার কাপ, প্রিন্স অফ ওয়েলস কাপ, নমুরা ট্রফি, মুথাইয়া গোল্ড কাপ, ওয়াকার কাপ, পেরালামডি ট্রফি
ভলিবল সেন্টিনিয়াল কাপ, ফেডারেশন কাপ, শিবান্থি গোল্ড কাপ, ইন্দিরা প্রধান কাপ, ওয়ার্ল্ড লিপ কাপ
পোলো এজার কাপ, প্রিথি সিং কাপ, রাধামোহন কাপ, উইনচেষ্টার কাপ
রাগবি ওয়েব ইলিশ কাপ, ক্যালকাটা কাপ, ব্লেডিসলোই কাপ
বক্সিং ফেডারেশন কাপ, ভাল বাকের ট্রফি, অ্যাসপি অ্যাডজাহিয়া ট্রফি
তাস হোলকার ট্রফি, সিংঘানিয়া ট্রফি, বাসালাট ঝাঁ ট্রফি
স্নুকার থমাস কাপ, আর্থার ওয়াকার ট্রফি
ভারত্তোলন ওয়ার্ল্ড কাপ
নেটবল অনন্তরাও পাওয়ার ট্রফি
ইয়াট রেসিং আমেরিকা কাপ
এয়ার রেসিং স্নেইদার কাপ, কিংস কাপ
হর্স রেসিং গ্র্যান্ড ন্যাশনাল কাপ, ব্লু রিব্যান্ড, বেরেসফোর্ড কাপ
অ্যাথলেটিক্স ফেডারেশন কাপ, চারমিনার ট্রফি
তীরন্দাজী ফেডারেশন কাপ
কুস্তি ভারত কেশরী, বার্ডওয়ান শিল্ড
খো-খো ফেডারেশন কাপ
কবাডি ফেডারেশন কাপ
বোট রোয়িং ওয়েলিংটন, আমেরিকান কাপ
রোয়িং বীফিয়েটার গিন

বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
 File Details :: 

File Name: বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  180 KB



No comments:

Post a Comment